ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৪, ০২:১৬ এএম
আপডেট : ২৯ মে ২০২৪, ০৮:১৪ এএম
প্রিন্ট সংস্করণ
বিশ্বকাপের আগে ভিডিও বার্তায় বললেন টাইগার ব্যাটার জাকের আলি অনিক

‘দেশের হয়ে খেলাটাই বড়’

‘দেশের হয়ে খেলাটাই বড়’

বাংলাদেশের হয়ে ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন জাকের আলি। ৩৫ গড়ে করেছেন ২১০ রান। স্ট্রাইকরেট ১২৮। মজার ব্যাপার হচ্ছে, চার-ছক্কা সমান সমান। ১২টি চারের পাশাপাশি সমান সংখ্যক ছক্কা মেরেছেন। এ থেকেই বোঝা যায়, ছক্কা মারার সহজাত ক্ষমতা আছে তার।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে জাকেরের মারকুটে ব্যাটিং সবার নজর কাড়ে। গত বছর জাতীয় দলে ডাক পেয়েছিলেন। চলতি বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪ বলে ৬৮ রানের ইনিংস খেলে নিজেকে প্রতিষ্ঠা করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন। স্বপ্ন দেখছেন বড় কিছু করার। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় জাকের বলেছেন, ‘দল হিসেবে আমি চাইব, প্রতিটি ম্যাচে ভালো পারফরম্যান্স করে দেখাতে এবং জিততে। নিজের দেশের জন্য বড় কিছু করার ইচ্ছা আছে। এ বিষয়টা সব সময় ভাবনায় কাজ করে। ইচ্ছা থাকবে, আগে যেসব জিনিস অর্জন করতে পারিনি, সেসব যেন এবার অর্জন করতে পারি।’ আসন্ন বিশ্বকাপে নিজের পরিকল্পনা নিয়ে জাকের বলেন, ‘যখন থেকে শুনলাম আমি দলে আছি, তখন থেকেই ম্যাচ বাই ম্যাচ দেখা শুরু করে দিয়েছি। কার সঙ্গে কীভাবে খেলতে হবে, কোন প্রতিপক্ষের সঙ্গে কী রকম কৌশল নিতে হবে, সেগুলো নিয়ে ভাবছি। সেভাবেই এগোচ্ছি।’ কীভাবে ক্রিকেটের প্রতি আগ্রহী হলেন, সেটাও সাক্ষাৎকারে বলেছেন জাকের, ‘ক্রিকেট দেখেই ক্রিকেটে আসা। ২০০৭ সাল থেকে বাংলাদেশের ক্রিকেট খুব ভালোভাবে অনুসরণ করি। ওয়েস্ট ইন্ডিজের সেই বিশ্বকাপ থেকে ক্রিকেটটা ভালোভাবে বোঝা শুরু করি। তখন থেকেই আসলে ইচ্ছা ছিল যে, বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলব। দেশের হয়ে খেলাটাই সবচেয়ে বড় ব্যাপার। সেটা যদি বিশ্বকাপের মতো মঞ্চে হয়, তবে তো আরও ভালো।’ মা আর বড় ভাইয়ের অবদানের কথা জানাতে গিয়ে জাকের বলেন, ‘যেভাবে দলে আমাকে স্বাগত জানানো হয়েছে, সেটা আমার খুব ভালো লেগেছে। সেটা আসলেই বিশেষ কিছু ছিল। কাছের সবাই খুব গর্ববোধ করে। আম্মার স্বপ্ন ছিল, আমি দেশের হয়ে খেলব। তিনি সব সময় বলতেন, ‘তোর তামিম ভাই, সাকিব ভাই, মাশরাফী ভাইদের দলে তুই কবে খেলবি।’ এটাই আমার আম্মার স্বপ্ন ছিল। আর এখন তিনি খুব গর্ববোধ করেন। আব্বা যতদিন ছিলেন, তিনি মাঠে বসে থাকতেন। আব্বা যখন থাকতেন না, আমার বোন নিয়ে যেত।’ তিনি আরও বলেন, ‘আমার বড় ভাইকে দেখে ক্রিকেট খেলার প্রতি আগ্রহ তৈরি হয়। আমি যখন ক্রিকেট দেখা শুরু করি, সে সময় আমার ভাইও ক্রিকেট খেলত। এসব কারণে সবার ভালো সমর্থন পেয়েছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমরা তো অ্যাটাকিং ক্রিকেট খেলছি, আরও অ্যাটাকিং চাচ্ছেন’

রণবীরের মুখটা ছিল একেবারে স্বাস্থ্যকর: ধনশ্রী বর্মা

স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুল ইসলামের পদ স্থগিত 

কোটি টাকা হাতিয়ে আত্মগোপন জনপ্রতিনিধি, জীবন দিলেন ব্যবসায়ী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে ২ উপদেষ্টা

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দিলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জনযুদ্ধের’ জন্য প্রস্তুত ভেনেজুয়েলা, মাদুরোর হুঁশিয়ারি

নুরকে দেখতে হাসপাতালে শামা ওবায়েদ, চাইলেন সুষ্ঠু তদন্ত

জাগপা সভাপতির ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে বেলজিয়াম, ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার হুমকি

১০

ডিএনসিসির সতর্কবার্তা

১১

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

১২

সুমনার গাড়ি ঘিরে বিক্ষোভ

১৩

জুতার মধ্যে লুকিয়ে থাকা সাপের কামড়ে যুবকের মৃত্যু

১৪

সেই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিবিরের লিখিত অভিযোগ

১৫

সাংবাদিক বুলুর মৃত্যু ঘিরে সামনে এলো ‘ভিডিও’, বাড়ছে রহস্য

১৬

শোবিজে হেনস্তার শিকার, অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন আলিজাহ

১৭

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, সিদ্ধান্ত আজ

১৮

চাকরি দিচ্ছে ওয়ান ব্যাংক, থাকছে না বয়সসীমা

১৯

তিন মাস পর সুন্দরবন উন্মুক্ত, খুশি জেলে-দর্শনার্থী

২০
X