বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শেখ হাসিনার পতন ঘিরে বেশ কিছুদিন ধরেই প্রশাসনের হৃৎপিণ্ড খ্যাত বাংলাদেশ সচিবালয় কার্যত অচল। সুনসান নীরবতায় সেই সচিবালয় আবারও ব্যস্ত হয়ে উঠছে। আজ রোববার থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা নিয়মিত সচিবালয়ে অফিস করবেন। নতুন উপদেষ্টাদের বরণ করতে প্রস্তুত প্রত্যেক মন্ত্রণালয়-বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। গত বৃহস্পতিবার রাত সোয়া ৯টায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের
নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ নেন। পরদিন বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের প্রথম অনানুষ্ঠানিক বৈঠক হয়।
এদিকে গতকাল শনিবার সচিবালয়ে অফিস করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। প্রধান বিচারপতির পদত্যাগ নিয়ে ব্যস্ত সময় পার করেন তিনি। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে দফায় দফায় বৈঠকও করেন তিনি। তার সঙ্গে আইন মন্ত্রণালয়ে দেখা করতে যান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান। আদিলুর পরে তার মন্ত্রণালয়ে কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে বেশ কিছু বিষয়ে নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।
উদ্ভূত পরিস্থিতিতে গত কয়েকদিন সচিবালয়ে দর্শনার্থীরা প্রবেশ করতে পারেননি। এখন থেকে আবারও দর্শনার্থীদের পাস ইস্যু করা হবে।