মাহমুদুল হাসান
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ০৩:০০ এএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৮:২১ এএম
প্রিন্ট সংস্করণ

লোকবলের অভাবে সরকারি হাসপাতালে মেলে না সেবা

দুর্ভোগ
লোকবলের অভাবে সরকারি হাসপাতালে মেলে না সেবা

জীবনযাত্রা যত উন্নত হয়েছে, অসংক্রামক রোগের উৎপাত, নানা দুর্ঘটনা পাল্লা দিয়ে বাড়ছে। সেইসঙ্গে সূক্ষ্মভাবে রোগ নির্ণয়েরও প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। ছোট্ট থেকে জটিল যে কোনো রোগের ক্ষেত্রে এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম, সিটি স্ক্যান থেকে এমআরআই সবচেয়ে বেশি পরীক্ষা করতে হয়। ১৭ কোটিরও বেশি জনসংখ্যার দেশে সরকারি ও বেসরকারি খাতে এই পরীক্ষায় সবচেয়ে বেশি জনবল ঘাটতি। এদিকে মফস্বলে সরকারি হাসপাতালে রেডিওলজি সেবা নেই বললেই চলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিতে গিয়ে পড়তে হয় বিড়ম্বনায়। কর্তব্যরত চিকিৎসক এক্স-রে করার পরামর্শ দিলেই রোগীকে ছুটতে হয় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে। কারণ, সরকারি হাসপাতালে রেডিওলজির যন্ত্র থাকলেও অধিকাংশ ক্ষেত্রে লোকবল নেই। কোথাও কোথাও জোড়াতালি দিয়ে যন্ত্র পরিচালনা করা হলেও দক্ষতা না থাকায় সঠিকভাবে রোগ নির্ণয় করা সম্ভব হচ্ছে না। ফলে বাধ্য হয়ে রোগীকে যেতে হচ্ছে বেসকারি প্রতিষ্ঠানে। সেখানেও পরীক্ষা-নিরীক্ষার মান নিয়ে রয়েছে প্রশ্ন। সরকারি বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠানে লোকবল তৈরির কোর্স চালু থাকলেও জনসংখ্যা অনুপাতে সেটাও পর্যাপ্ত নয়।

এসব সংকট মোকাবিলায় সরকারি উদ্যোগ বাড়ানোর প্রতি জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের তথ্যমতে, সারা দেশে তাদের প্রায় ৬৫০ জন আজীবন সদস্য, সাধারণ সদস্য এবং সহযোগী সদস্য রয়েছেন। প্রতি বছর এই পেশায় যোগ দিচ্ছেন আরও প্রায় ৪০ থেকে ৫০ জন চিকিৎসক। তবে দেশের বিপুল জনগোষ্ঠীর সেবায় এ খাতে তিন হাজারেরও বেশি চিকিৎসক প্রয়োজন।

এদিকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্টের তথ্যমতে, দেশের সরকারি হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগের যন্ত্রপাতি সক্রিয় করতে অন্তত ২০ হাজার টেকনোলজিস্ট প্রয়োজন। কিন্তু দেশের সরকারি হাসপাতালে এখন মাত্র দেড় হাজারের মতো টেকনোলজিস্ট কর্মরত, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। চাহিদার অনুপাতে রেডিওলজির চিকিৎসক, সনোলজিস্ট কিংবা টেকনোলজিস্টের এই সংকটে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এমন প্রেক্ষাপটে আজ শুক্রবার পালিত হচ্ছে আন্তর্জাতিক রেডিওলজি ও বিশ্ব রেডিওগ্রাফি দিবস। প্রতিবারের মতো এবারও বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। আজ শুক্রবার ও আগামীকাল নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালনের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের সভাপতি ডা. মিজানুর রহমান কালবেলাকে বলেন, আধুনিক চিকিৎসার বিস্তৃতির সঙ্গে সঙ্গে রোগ নির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষায় জোর দেওয়া হচ্ছে। সংগঠনের হিসাবে, আমাদের দেশে রেডিওলজি ও ইমেজিং খাতে মাত্র ৬৫০ জন চিকিৎসক কর্মরত। অথচ দেশের ১৭ কোটিরও বেশি মানুষের বিপরীতে এ খাতে অন্তত তিন হাজার চিকিৎসক দরকার। প্রয়োজনের তুলনায় এই সংখ্যা নগন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনকিলাব সম্পাদককে লিগ্যাল নোটিশ পাঠাল ছাত্রশিবির

বিএনপি নেতাকে কোপাল যুবলীগ নেতা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হাটহাজারী বিমানবন্দর

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

ডাকসু নির্বাচন / ১৩২ শিক্ষার্থীকে খাওয়ালেন প্রার্থী, রিটার্নিং কর্মকর্তা বললেন আচরণবিধি লঙ্ঘন

সাদাপাথর লুটপাট নিয়ে সিলেটে গণশুনানি

একাধিক উপকারিতা কাঠবাদামের, যাদের জন্য ক্ষতিকর

একই দিনে দুইবার পরিবর্তন, রাকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ

পারকি সৈকতের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ

জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

১০

হিসাব মহানিয়ন্ত্রকের নামে প্রতারণা, সতর্ক থাকার নির্দেশ

১১

ভারত-পাকিস্তান ম্যাচের প্রচারণার ভিডিওতে থাকায় বিপাকে শেবাগ

১২

ভারতের ছাড়া পানি থেকে বাঁচতেই বাঁধ উড়িয়ে দিল পাকিস্তান!

১৩

সিলেটে পানির জন্য হাহাকার, সড়ক অবরোধ

১৪

অপারেশনের পর জ্ঞান না ফেরায় রোগীর মৃত্যু

১৫

শাহপরাণ (রহ.)-এর মাজারে ওরস বৃহস্পতিবার

১৬

অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পুলিশ ‘ক্ষমা’ চাইবে, জানালেন ফাওজুল কবির

১৭

নদীভাঙন এলাকা পরিদর্শনে গেলেন উপদেষ্টা শারমিন মোরশেদ

১৮

বাবরকে নিয়ে মন্তব্য করায় হারিসকে লাঠি দিয়ে মারতে চান সাবেক পাক ক্রিকেটার

১৯

নির্বাচন পেছালে উগ্রবাদের উত্থান ঘটতে পারে : রিজভী

২০
X