বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২
মুফতি আরিফ খান সাদ
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৯:২৪ এএম
প্রিন্ট সংস্করণ

প্রভুর নৈকট্য অর্জনের সুযোগ রমজান

প্রভুর নৈকট্য অর্জনের সুযোগ রমজান

পবিত্র রমজান মাস মহান আল্লাহর এক বিশাল নেয়ামত। এ মাসে আল্লাহর রহমতের প্রবল বর্ষণ হয়। রাসুলুল্লাহ (সা.) বলতেন, ‘হে আল্লাহ, রজব ও শাবান মাসে আমাদের ওপর বরকত অবতীর্ণ করুন। আর আমাদের রমজানে পৌঁছিয়ে দিন।’ (মাজমাউয যাওয়ায়েদ: ২/১৬৫)। এই হাদিসের মর্ম হলো, আমাদের বয়স এতটুকু দীর্ঘ করে দিন, যেন রমজান মাসের সৌভাগ্য আমাদের অর্জিত হয়। এ থেকেই অনুমান করা যায়, দুই মাস পূর্ব থেকেই রমজানের জন্য অধীর অপেক্ষার পর্বটি শুরু হয়ে যায়। আর এ অপেক্ষার পর্বটি একমাত্র তাদের দ্বারাই হতে পারে, যারা এ মাসের মর্যাদা, এ মাসের গুরুত্ব ও ফজিলত উপলব্ধি করেন।

আল্লাহতায়ালা মানবজাতির সৃষ্টিকর্তা। তাই তিনি জ্ঞাত ছিলেন মানুষ দুনিয়ার ধান্দায় জড়িয়ে তাকে ভুলে যাবে। দুনিয়ার কর্মকাণ্ডে সে যত নিবিড়ভাবে জড়িয়ে পড়বে আল্লাহতায়ালার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তার একাগ্রতায় ততই দুর্বলতা আসবে। এ কারণেই আল্লাহতায়ালা মানবজাতিকে একটি সুবর্ণ সুযোগ দিয়েছেন। তিনি ঘোষণা দিলেন, প্রতি বছর আমি তোমাদের একটি মাস প্রদান করছি। এগারো মাস দুনিয়াদারি এবং অর্থকড়ির পেছনে ছোটাছুটি করার কারণে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, তা কাটিয়ে ওঠা সহজ হবে। আন্তরিকতার সঙ্গে এই একটি মাস যদি তোমরা আমার কাছে প্রত্যাবর্তন করো, তাহলে এগারো মাসে যে আধ্যাত্মিক ঘাটতি তোমাদের হয়েছে, আমার নৈকট্য অর্জনের ক্ষেত্রে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, এই মহান ও পবিত্র মাসে তোমরা তা পূরণ করে নিতে পারবে। নিজের অন্তরের জং সাফ করে পূতপবিত্র হয়ে যাও। আমার সঙ্গে দূরত্ব হ্রাস করে নৈকট্য অর্জন করে নাও। অন্তরে আমার স্মরণ ও জিকির বাড়িয়ে দাও। মহান রাব্বুল আলামিন এ উদ্দেশ্যেই মুসলিম উম্মাহর জন্য রমজানের বরকতময় মাস দান করেছেন। এ উদ্দেশ্যাবলি অর্জনে, আল্লাহর নৈকট্য হাসিল ও সান্নিধ্য অর্জনে রোজার ভূমিকা অপরিসীম। রোজা ছাড়া আর যেসব ইবাদত এই পবিত্র মাসে মুসলমানদের জন্য নির্ধারণ করা হয়েছে, সেগুলোও আল্লাহতায়ালার নৈকট্য ও সান্নিধ্য অর্জনে বিরাট ভূমিকা রয়েছে। এর মাধ্যমে আল্লাহতায়ালার উদ্দেশ্য একটিই আর তা হলো—এ পুণ্যময় মাসে মানবজাতিকে নিজের কাছে টেনে নেওয়া।

মহান রাব্বুল আলামিন এজন্যই পবিত্র কোরআনে ঘোষণা করেন, ‘হে ইমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যে রূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর, যেন তোমরা তাকওয়া অর্জনে সক্ষম হও। অর্থাৎ পরহেজগারি অর্জন করতে পারো।’ (সুরা বাকারা: ১৮৩)। এগারো মাস তোমরা যেসব কর্মকাণ্ডে জড়িয়ে ছিলে, সেসব কর্মকাণ্ডের মাধ্যমে তোমাদের তাকওয়ার বৈশিষ্ট্যে দুর্বলতা এসে গিয়েছিল। এবার রোজার মাধ্যমে তাকওয়ার সেসব বৈশিষ্ট্যকে সবল করে নাও। কথা এখানেই শেষ নয় বা এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয় যে, রোজা রাখা হলো আর তারাবির নামাজ পড়া হলো, এতেই সবকিছু চুকে গেল। বরং পুরো রমজানটা এমনভাবে কাটানো যে, এগারো মাস আমরা জীবনের মুখ্য উদ্দেশ্য থেকে সরে ছিলাম, ইবাদত-বন্দেগি থেকে সম্পর্কহীন ছিলাম। এ দূরত্ব ও সম্পর্কহীনতা কাটাতে হবে। আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে। তার সান্নিধ্য লাভের প্রচেষ্টায় পুরো এ মাসটি কাটিয়ে দিতে হবে। এর পদ্ধতি এমন হতে পারে যে, পূর্ব থেকেই রমজান মাসকে দুনিয়াবি কর্মকাণ্ড থেকে মুক্ত করে নিতে হবে। কেননা, এগারো মাস তো দুনিয়ার ফিকিরেই অতিবাহিত হয়েছে। তাই এ মাসে দুনিয়ার কর্মকাণ্ড যতটুকু সংক্ষিপ্ত করা যায়, তা করতে কার্পণ্য করা যাবে না। এ মাসটি হবে একজন মুসলমানের জন্য খালেস ইবাদতের মাস। আল্লাহর নৈকট্য ও সান্নিধ্য অর্জনের মাস।

শুধু উপবাস থাকাই রমজানের সাফল্যের শর্ত নয়, বরং উপবাসের সঙ্গে যাবতীয় পাপ কাজ যেমন মিথ্যা কথা বলা, গিবত করা, চোগলখোর, মুনাফাখোর, কালোবাজারি, প্রতারণা ও প্রবঞ্চনার মতো ইসলামবিরোধী কাজ থেকে বিরত থাকার কঠোর অনুশীলন না করলে রমজানের সুফল পাওয়া যাবে না। পবিত্র রমজানের পবিত্রতা বজায় রেখে রমজানের মাহাত্ম্য ও গুরুত্ব উপলব্ধি করার জন্য বিশ্ব মুসলিমকে আল্লাহ তাওফিক দান করুন।

লেখক: মুহাদ্দিস ও ইসলামী চিন্তাবিদ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৌশলীদের উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবি’র মতবিনিময় সভা 

সৈয়দপুরে শাটল বাস সার্ভিস চালু করল বিমান

প্রকৌশলীদের অধিকার আদায়ে সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ

সার্জেন্ট হেলালের সাহসিকতায় ২ ছিনতাইকারী আটক

শ্রমিকদের অধিকার আদায়ের ‘মহান মে দিবস’ আজ

নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, প্রশাসনের সতর্কতা

রাজধানী থেকে পুরনো যানবাহন সরাতে অ্যাকশনে নামছে বিআরটিএ

কালবেলায় সংবাদ প্রকাশের পর ইউএনওকে বদলি

ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা

স্কুলের ১৮টি গাছ কাটলেন প্রধান শিক্ষক

১০

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে কুকুর, ব্যবস্থা নিতে মেয়রকে চিঠি

১১

আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে কুপিয়ে হত্যা

১২

বাবরি মসজিদ বানাবেন পাকিস্তানি সেনারা : পাকিস্তানের সিনেটর

১৩

কাশ্মীর হামলার পর চাপে ভারতের মুসলিমরা, বেড়েছে দমনপীড়ন

১৪

ছাত্রদের ক্ষমতায় এনে দেশের ক্ষতি করা হয়েছে : সোহেল

১৫

সন্ধ্যা নদীতে বাঁধ নির্মাণের দাবি

১৬

মে মাসে হতে পারে ২টি ঘূর্ণিঝড়

১৭

শ্রমিক সমাবেশে নির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান

১৮

ভয়াবহ পরিস্থিতিতে ‘জরুরি অবস্থা’ ঘোষণা ইসরায়েলে

১৯

গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা আনল বাংলালিংক

২০
X