বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩৩
মুফতি আরিফ খান সাদ
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৮:৪৭ এএম
প্রিন্ট সংস্করণ

রোজায় ধৈর্যের অনুশীলন

রোজায় ধৈর্যের অনুশীলন

ইসলামের বিভিন্ন বিধান, যেমন নামাজ, জাকাত, হজ ইত্যাদি মানুষকে দেখানোর সুযোগ থাকলেও রোজা মানুষকে দেখানো যায় না। মুমিন বান্দা দিনভর উপোস থাকে শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। আল্লাহপাক বলেন, ‘রোজাদার আমার জন্যই পানাহার ও সহবাস পরিহার করে।’ (মুসলিম: ২৭৬৩)। তাই রোজা ধৈর্যশীলদের জন্য পরীক্ষাস্বরূপ। শুধু আল্লাহর ভয়েই তারা পানাহার থেকে বিরত থাকে। না হয় পৃথিবীর কোনো শক্তি এমন আছে যে, তাকে গোপনে এক ঢোক পানি পান করা থেকে বিরত রাখতে পারে? রোজাদার পিপাসায় কাতর হয়, অজুর জন্য মুখে পানি নেয়, কিন্তু একটু পানি গলার নিচে নামতে দেয় না। ইফতার সামনে নিয়ে বসে থাকে, সময় হওয়ার আগে ঘ্রাণও নিতে চায় না, কার ভয়ে? কার ভালোবাসায়? একমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায়।

নির্জন স্থানে কেউ দেখছে না, কিন্তু আল্লাহ দেখছেন। কেউ জানছে না, কিন্তু আল্লাহ জানছেন। স্বাধীন মানুষ তার খাবারের স্বাধীনতা ভোগ করছে না, তার যৌন চাহিদা মেটানোর স্বাধীনতা ভোগ করছে না, শুধু আল্লাহর ভয়ে। এটি রোজাদারের নৈতিক ও তাকওয়ার শক্তি। রোজাদারের এই যে বোধ, এই যে চেতনা, এটা অন্য কোনো ইবাদতে দেখা যায় না। এর জন্য রোজাদারকে ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করতে হয়। ধৈর্যের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আর এজন্যই নবী করিম (সা.) বলেছেন, ‘রমজান ধৈর্যের মাস আর ধৈর্যের প্রতিদান জান্নাত।’ (বায়হাকি)

পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো।’ (সুরা বাকারা: আয়াত ১৫৪)। ধৈর্য না থাকার কারণে মানুষ অনাকাঙ্ক্ষিত বহু সমস্যার সম্মুখীন হয়ে পড়ে। অনেক সময় কারণে-অকারণে ধৈর্যচ্যুতি ঘটে, মেজাজ খারাপ হয়ে যায়। রোজা রেখে যেন ধৈর্যের বাঁধ না ভাঙে, সেজন্য নবী করিম (সা.) আমাদের সতর্ক করেছেন। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘রোজা হচ্ছে ঢালস্বরূপ। যখন তোমাদের কেউ রোজা থাকে, সে যেন অশ্লীল কথাবার্তা না বলে এবং মূর্খের মতো কাজ না করে। কেউ যদি তাকে গালি দেয় বা ঝগড়া-বিবাদে লিপ্ত হয়, তাহলে সে যেন বলে, আমি রোজাদার, আমি রোজাদার।’ (বোখারি: ১৯০৪; মুসলিম: ১১৫১)।

ধৈর্যধারণ মানব চরিত্রের উত্তম গুণাবলির অন্যতম। পবিত্র কোরআনে স্থানে স্থানে মহান আল্লাহ নিজেকে ধৈর্যশীল ও পরম সহিষ্ণু হিসেবে পরিচয় প্রদান করেছেন। মহাগ্রন্থ আল কোরআনে তিনি বলেন, ‘আল্লাহ তো সম্যক প্রজ্ঞাময়, পরম সহনশীল।’ (সুরা হজ: ৫৯)। অন্যত্র তিনি বলেন, ‘আমি তো তাকে পেলাম ধৈর্যশীল। কত উত্তম বান্দা সে! সে ছিল আমার অভিমুখী।’ (সুরা ছোয়াদ: ৪৪)।

ধৈর্যের গুরুত্ব সম্পর্কে মহান আল্লাহ বলেন, ‘মহাকালের শপথ, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত; কিন্তু তারা নয়, যারা ইমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয়।’ (সুরা আসর: ১-৩)। এই সুরার শেষে আল্লাহতায়ালা ধৈর্যকে সাফল্যের নিয়ামক রূপে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘হে ইমানদারগণ! তোমরা ধৈর্যধারণ করো, ধৈর্যের প্রতিযোগিতা করো এবং সুসম্পর্ক তৈরি করো, আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলকাম হতে পারো।’ (সুরা আলে ইমরান: ২০০)।

ধৈর্যধারণকারীর সাফল্য সুনিশ্চিত। কারণ আল্লাহতায়ালা ধৈর্যধারণকারীর সঙ্গে থাকেন আর আল্লাহ রাব্বুল আলামিন যার সঙ্গে থাকবেন তার সফলতা অবধারিত। কোরআনে তিনি বলেন, ‘হে মুমিনগণ! ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।’ (সুরা বাকারা: ১৫৩)।

তাই আসুন জীবনের সর্বক্ষেত্রে আমরা ধৈর্যধারণ করি। বিশেষত রমজানে কারও সঙ্গে রাগারাগি করব না। কেউ অন্যায় করলে, ভুল করলে বা আমার সামান্য ক্ষতি করলেও ধৈর্যধারণের চেষ্টা করব। রাগারাগি করব না, ঝগড়া-বিবাদে জড়াব না। বিশেষত পরিবারের লোকদের সঙ্গে, অধীন কর্মীদের সঙ্গে কিংবা চারপাশের পরিচিত মানুষদের সঙ্গে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদের তওফিক দিন।

লেখক: মুহাদ্দিস ও ইসলামী চিন্তাবিদ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ঢাকায় গ্রেপ্তার

নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারকে ফিরিয়ে নিয়েছে ভারত

অঝোরে কাঁদলেন রুমিন ফারহানা, যা বললেন

মধ্যরাতে ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের পোস্ট

চরমোনাই পীরের জন্য ভোট চেয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন জামায়াত প্রার্থী

ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি

স্টার নিউজের আনুষ্ঠানিক সম্প্রচার শুরু

সিলেটে লাল-সবুজের বাসে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তারেক রহমান

ডিজিটাল মিডিয়া ফোরামের নতুন কমিটি ঘোষণা

আমি কোনো সাংবাদিককে থ্রেট দিতে চাই না : রাশেদ খান

১০

ভোটারদের ‘ব্রেইন হ্যাক’ করার ডিজিটাল স্ট্র্যাটেজি

১১

ইতালিতে ইসলামের পরিচিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে ‘ওপেন ডে’ পালন

১২

কত আসনে নির্বাচন করবে জানাল ইসলামী আন্দোলন

১৩

তারেক রহমানের সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি বিএনপির

১৪

শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করল বাংলাদেশ

১৫

নির্বাচিত সরকারই স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চাবিকাঠি : রবিউল

১৬

প্রতারক শামীম ওসমান গ্রেপ্তার

১৭

রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

১৮

তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দেশের মানুষ : সালাউদ্দিন বাবু

১৯

সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০
X