কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৮:৪০ এএম
প্রিন্ট সংস্করণ

স্বস্তি ফিরেছে মাংসে, কিছুটা বেড়েছে মাছ-সবজির দাম

বাজার দর
স্বস্তি ফিরেছে মাংসে, কিছুটা বেড়েছে মাছ-সবজির দাম

পবিত্র ঈদুল ফিতরের সময় বৃদ্ধি পাওয়া গরু ও মুরগির মাংসের দাম কিছুটা কমেছে। তবে সবজি ও মাছের দর কিছুটা বেড়েছে। পণ্যের সরবরাহ কম থাকার কারণেই মূলত বেড়েছে মাছ ও সবজির দাম। ঈদকে কেন্দ্র করে অনেক ব্যবসায়ী ঢাকা ছেড়েছেন। ফলে পণ্যের সরবরাহ কমেছে। তবে তারা ধীরে ধীরে আবার ঢাকা ফিরতে শুরু করেছেন।

গতকাল শুক্রবার রাজধানীর সূত্রাপুর, গেণ্ডারিয়া, শ্যামবাজার এলাকার বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্য জানা গেছে। বাজার ঘুরে দেখা গেছে, মুরগি ও গরুর মাংসের দাম কমেছে। আবার কিছু সবজির সরবরাহ কমায় সেগুলোর দাম বেড়েছে। বাজারে মাছের সরবরাহ কিছুটা কম থাকায় কিছু মাছের দামও বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে চিংড়ির দাম। বিক্রেতারা বলছেন, এখনো বেশ কিছু প্রতিষ্ঠানে ঈদের ছুটি থাকায় অনেক মানুষ ঢাকায় ফেরেননি। এ কারণে বাজারে ক্রেতার উপস্থিতি কম থাকায় বেচাকেনাও কম। তবে রোববার থেকেই বাজারের পুরোনো চিত্র দেখা যেতে পারে।

জানা গেছে, ঈদের আগে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ছিল ২৫০ থেকে ২৬০ টাকা, এখন তা কমে নেমেছে ২০০ থেকে ২১০ টাকায়। সোনালি মুরগি কেজিপ্রতি ২৮০ থেকে ৩১০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা ঈদের আগে ছিল ৩২০ থেকে ৩৩০ টাকা। গরুর মাংসের দাম ৭০০ থেকে ৭৫০ টাকায় নেমে এসেছে, যেখানে ঈদের আগে তা ছিল ৭৫০ থেকে ৮৫০ টাকা।

সূত্রাপুর বাজারের গরুর মাংস বিক্রেতা আতাউর রহমান বলেন, এখনো অনেক মানুষ ঢাকায় ফেরেননি। ঈদের পর শহর অনেক ফাঁকা। মানুষ কম থাকায় চাহিদা কম, তাই দামও কিছুটা কমিয়ে বিক্রি করছেন। ঈদের পর সপ্তাহখানেক তাদের ব্যবসা খুবই কম হয়। ঈদের পর পর মানুষের মাংসের প্রতি খুব বেশি আগ্রহ থাকে না। যে কারণে বেচাকেনা খুবই কম হয়। এই সময়ে ক্রেতাদের চাহিদা যেমন কম থাকে, পাইকারি বাজারেও দাম কিছুটা কম থাকে।

বাজারের মাংসের চাহিদা কম হলেও কদর বেড়েছে মাছের। ফলে প্রায় সব ধরনের মাছেই কিছুটা বাড়তি দাম যোগ হচ্ছে। বাজারে প্রতি কেজি পাঙাশ বিক্রি হচ্ছে সর্বনিম্ন ২০০ টাকায়, যা অন্যান্য সময়ে ১৮০ থেকে ১৯০ টাকায়ও পাওয়া যায়। তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা পর্যন্ত, সরপুঁটি ২২০ থেকে ২৩০ টাকা কেজি। চাষের কই বিক্রি হচ্ছে ২৫০ টাকা। প্রতি কেজি বড় রুই বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকায়, মাঝারি রুই ৩০০ থেকে ৩২০ টাকা। কাতল মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। তবে নদীর মাছের সরবরাহ কম থাকায় বাজারে বেড়েছে চিংড়ি, শিং, ট্যাংরা, শোল ও পুঁটি মাছের দাম। চাষের চিংড়ি কেজি ৬৫০ থেকে ৭৫০ টাকা আর নদীর চিংড়ি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১ হাজার টাকায়।

আনোয়ার হোসেন নামে এক মাছ বিক্রেতা বলেন, ঈদে মাংস খেয়ে এরপর বেশির ভাগ মানুষ মাছ খোঁজে। যে কারণে বাজারে এক ধরনের সংকট তৈরি হয়। সে তুলনায় বাজারে সরবরাহ কম থাকায় দামটাও বেড়ে যায়। ঈদের ছুটির কারণে মাছ উঠেছে কম, এখনো গ্রাম থেকে পুরো সরবরাহ আসেনি।

ঈদের পর বাজারে কাঁচামরিচ, টমেটো, পেঁপে, শসা, লেবুসহ অন্যান্য সবজির দাম বেড়েছে। টমেটো বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, পেঁপে ৬০ টাকা, শসা ৬০ থেকে ৭০ টাকা এবং কাঁচামরিচ ১২০ টাকা কেজি। এ ছাড়া প্রতিটি লেবু বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ টাকায়।

সবজি বিক্রেতা জামাল উদ্দিন বলেন, চাষিদের অনেকেই ঈদের সময় মাঠে যাননি, পরিবহনও সীমিত ছিল। ফলে সরবরাহ কমেছে। কিছুদিনের মধ্যেই বাজার স্বাভাবিক হবে বলে আশা করছি।

গেণ্ডারিয়া এলাকার বাসিন্দা আমির হোসেন বলেন, ঈদের পর ব্রয়লার মুরগির দাম একটু কমেছে। কমেছে বললে ভুল হবে বরং যে দাম বেড়েছিল সেটা থেকে কিছুটা কমেছে; কিন্তু মাছ ও সবজি এখন আর মধ্যবিত্তের নাগালে নেই। একটা মাঝারি লাউ ৭০ টাকা, চারটি লেবু ৪০ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব অপরাধ বন্ধের ম্যাজিক আমার কাছে নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

তপশিল : রেকর্ডের জন্য বিটিভি-বেতারকে আহ্বান ১০ ডিসেম্বর

মানুষের ভালোবাসা ও দোয়ায় খালেদা জিয়া সুস্থ হবেন, প্রত্যাশা ফারুকের

অর্থনীতি নিয়ে বিভ্রান্তিকর বার্তা ছড়ানো হচ্ছে : প্রেস সচিব

ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার দুই রাজ্য 

নরসিংদীতে দু’গ্রুপের সংঘর্ষ / ১৫ দিন আগে দেশে আসা মামুনের জীবন গেল গুলিতে

বাংলাদেশ দলে উপেক্ষিত আরহাম ডাক পেলেন অস্ট্রেলিয়া দলে

রোমানিয়ার ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর

হঠাৎ রেলক্রসিংয়ে ব্যারিকেড, দ্রুত সমাধান চান স্থানীয়রা

মধ্যযুগীয় কায়দায় যুবককে হত্যা

১০

শুরু হচ্ছে ‘MyNumberMyStory’ ক্যাম্পেইন

১১

রাজনৈতিক মিম-সংস্কৃতি, জনমতের যুদ্ধক্ষেত্র 

১২

নির্বাচনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান ঢাকা ডিসির

১৩

গুগল ক্রোমে অটোফিল এখন আরও সহজ

১৪

ভিড়ের মাঝেও আলাদা ‘স্পর্শিয়া’

১৫

যুদ্ধবিমানে রাডার লক, চীনের রাষ্ট্রদূতকে তলব করল জাপান

১৬

জামায়াত আমির / নির্বাচন এলে যারা তসবিহ নিয়ে ঘোরে তারাই ধর্ম ব্যবসা করে

১৭

রাজধানীতে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, সন্দেহ গৃহকর্মীকে

১৮

নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

১৯

পথেই থেমে গেল নৌবাহিনী সদস্যের জীবন

২০
X