শফিকুল ইসলাম
প্রকাশ : ১২ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১২ মে ২০২৫, ০৮:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

স্বস্তি ফিরেছে কৃষি খাতে

অন্তর্বর্তী সরকারের উদ্যোগ
স্বস্তি ফিরেছে কৃষি খাতে

নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যের দাম নিয়ে জনমনে অস্বস্তি থাকলেও সার্বিকভাবে কৃষিপণ্যের সরবরাহ এবং দামে খুশি সাধারণ ভোক্তারা। সংশ্লিষ্টরা বলছেন, গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের নেওয়া কিছু তাৎক্ষণিক ও কার্যকর সিদ্ধান্তের কারণে এটি সম্ভব হয়েছে, যার ইতিবাচক প্রভাব পড়ছে জনজীবনে। বিশেষ করে গত মার্চে পবিত্র রোজার মাসে অধিকাংশ ভোগ্যপণ্যের দাম নিয়ে মানুষের মাঝে স্বস্তি দেখা গেছে।

কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি, সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, ভর্তুকি বৃদ্ধি এবং কৃষকদের সহায়তার পরিধি বিস্তারের ফলে নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতা এসেছে, যা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি তৈরি করেছে। তা ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সার, বীজ ও ডিজেলের সরবরাহ নিশ্চিত করেছে। চলতি মৌসুমে পর্যাপ্ত পরিমাণ ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সারের মজুত গড়ে তোলা হয়েছে। কৃষকদের অভিযোগ ছিল সারের সংকট ও মূল্যবৃদ্ধি নিয়ে, তবে সরকার নিয়ন্ত্রিত মূল্যে সরবরাহ নিশ্চিত করায় সেই সমস্যা অনেকটাই দূর হয়েছে। শুধু তাই নয়, কৃষি খাতে ব্যবহৃত জ্বালানি তেল ডিজেলের মূল্যও কমিয়েছে সরকার। পাশাপাশি কৃষকদের সুবিধার্থে স্বল্প সুদের কৃষিঋণ কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে।

সর্বশেষ বাজার পরিস্থিতি বিশ্লেষণে দেখা গেছে, চাল ছাড়া ডাল, সবজি ও অন্যান্য মৌলিক খাদ্যপণ্যের দামে বড় ধরনের অস্থিরতা নেই। এই স্থিতিশীলতা কিছুটা স্বস্তি ফিরিয়ে এনেছে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির ভোক্তাদের মধ্যে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মো. এমদাদ উল্লাহ মিয়ান কালবেলাকে বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও অন্তর্বর্তীকালীন সরকার কৃষি খাতকে অগ্রাধিকার দিয়েছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা এবং জ্বালানি ও অর্থ উপদেষ্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, ‘বিগত বছরে ডলার সংকট ও বকেয়া অর্থ পরিশোধ না করায় সরকার সার কিনতে পারেনি। অন্তর্বর্তী সরকারের আমলে সেই সংকট কেটেছে। রোজার সময় সরাসরি কৃষক থেকে সবজিসহ বিভিন্ন পণ্য সংগ্রহ করে নিজস্ব ব্যবস্থাপনায় ঢাকা-খুলনা-চট্টগ্রামে ৫০টি ট্রাকের মাধ্যমে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে। এতে চাষি ও ভোক্তা লাভবান হয়েছে। আবার কিছু পণ্যের দাম একেবারেই কম হওয়ায় চাষিরা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ অবস্থায় কৃষক ও ভোক্তা উভয়েই যাতে সন্তুষ্ট থাকেন সেজন্য ভারসাম্য আনতে আমরা চেষ্টা করছি।’

কৃষি মন্ত্রণালয় ও কৃষি অধিদপ্তর সংশ্লিষ্টরা বলছেন, অন্তর্বর্তী সরকার কৃষি খাত নিয়ে শক্ত পদক্ষেপ নেওয়ায় জনজীবনে স্বস্তি এসেছে। কৃষি মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধায়ন এবং নির্দেশনায় ফসল উৎপাদনের উপকরণ সার, বীজ পর্যাপ্ত ছিল এবং সময়মতো সরবরাহ করা হয়েছে। কৃষি প্রণোদনা প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে সঠিক সময়ে বিতরণ এবং বাস্তবায়ন সম্ভব হয়েছে। কৃষি মন্ত্রণালয় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক এবং সুষ্ঠু ব্যবস্থাপনায় অন্তর্বর্তীকালীন সরকারের সময় কৃষিতে স্বস্তির বাতাস বইছে। সেইসঙ্গে কিছু পণ্যের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালে দেশে আলুর উৎপাদন ছিল ১০৫ লাখ টন এবং বাজার দর ছিল ৫০ থেকে ৬০ টাকা কেজি। চলতি বছর আলুর উৎপাদন হয়েছে ১০৯ লাখ টন এবং বর্তমানে আলুর বাজারদর ২০ থেকে ২৫ টাকা কেজি। গত দুই বছরের তুলনায় এবার আলুর মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রয়েছে। এ ছাড়া এবার দেশে প্রায় ৩৪ লাখ টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। গত বছর এই সময়ে পেঁয়াজের বাজারদর ছিল ৭০ থেকে ৮০ টাকা প্রতি কেজি, যা বর্তমানে ৫০ থেকে ৬০ টাকা কেজি। গত বছরে এ সময়ে মরিচের কেজি ছিল ২০০ থেকে ৪০০ টাকা, যা বর্তমানে ৪০ থেকে ৫০ টাকা কেজি। চলতি বছরে শীতকালীন সবজি বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, শসা, শিম ইত্যাদির ফলন অন্যান্য বছরের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেশি হওয়ায় গত ৫ থেকে ৭ বছরের তুলনায় এ বছর সবজির দাম সাধারণের ক্রয়সীমার মধ্যে ছিল, যা কৃষি মন্ত্রণালয় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বড় সফলতা বলে মনে করেন সংশ্লিষ্টরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক ওবায়দুর রহমান মণ্ডল কালবেলাকে বলেন, কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফসল উৎপাদনের জন্য পরিকল্পনা প্রণয়ন করে এবং সেই পরিকল্পনা অনুসারে অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তারা দায়িত্ব পালন করায় এ বছর সব ধরনের ফসল উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ সঠিকভাবে হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এ বছর বোরো ধানের বাম্পার ফলন হবে এবং কৃষক ন্যায্য মূল্য পাবেন।

কৃষি মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানান, খাদ্য উৎপাদনে বাংলাদেশ পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ না হলেও দানাদার খাদ্য উৎপাদনে অনেকটাই স্বয়ংসম্পূর্ণ। তেল ও ডাল এখনো আমদানিনির্ভর। অনেক সময় বৈরী আবহাওয়ার কারণে কৃষিপণ্যের উৎপাদন ব্যাহত হয়। বিগত কয়েক বছরের কৃষিপণ্যের উৎপাদন ও বাজারমূল্য পর্যালোচনা করলে বর্তমান অবস্থা নিরূপণ করা যাবে।

জানা যায়, ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ পরবর্তী তিন মাসে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের গৃহীত পদক্ষেপগুলো প্রতিবেদন আকারে প্রকাশ করা হয় গত ১০ নভেম্বর। এতে কৃষি খাত প্রসঙ্গে বলা হয়, ২০২৪ সালে দেশে আকস্মিক বন্যা ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় ৩৫টি জেলা। ক্ষতিগ্রস্ত ফসলি জমির পরিমাণ ২ লাখ ৯০ হাজার ৮০৪ হেক্টর। ফসলের ক্ষতি হয় ১০ লাখ ৭০ হাজার ১৫৮ টন, যার আর্থিক মূল্য প্রায় ৪ হাজার ৬০৪ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা প্রায় ১৮ লাখ। ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে ২০৬.৪৬ কোটি টাকার পুনর্বাসন কর্মসূচি গ্রহণ এবং পুরো অর্থ ছাড় করা হয়। উপকারভোগী কৃষক পরিবারের সংখ্যা ১৫.৯৪ লাখ। প্রতি পরিবারকে ফসল চাষাবাদে বিনামূল্যে সার, বীজ, চারা ও নগদ সহায়তা প্রদান করা হয়েছে।

এ ছাড়া কৃষি উৎপাদনের ধারা অব্যাহত রাখতে আমদানিকৃত সারের বকেয়া পাওনা বাবদ মোট ২ হাজার ৪২৪ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। বিভিন্ন দেশ থেকে ১০ লাখ টনের বেশি নন ইউরিয়া সার আমদানির জন্য এলসি খোলা হয়েছে। কার্যক্রমে গতিশীলতা আনতে জনবল নিয়োগ ও পদায়ন হয়েছে। পাশাপাশি কৃষি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। প্রতিটি উন্নয়ন সহযোগী কৃষি খাতের সহযোগিতার আশ্বাস দিয়েছে। খাদ্য নিরাপত্তার জন্য কৃষি পণ্যের উৎপাদন ও চাহিদায় সামঞ্জস্য আনতে বেশ কিছু সংস্কার প্রস্তাবও করেছে সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, ঢাবির বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

নওগাঁর আম বাজারে আসবে ২২ মে

ভাসানচর থেকে পালিয়ে আসা অর্ধশত রোহিঙ্গা সীতাকুণ্ডে আটক

সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

গাজা যুদ্ধ নিয়ে চাঞ্চল্যকর দাবি মার্কিন দূতের

কতটা কার্যকর হবে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি

বেনজীরের স্ত্রীর বুর্জ খলিফার ফ্ল্যাট জব্দের আদেশ

‘দেড় লাখ টাকায় বিক্রি’ হওয়া সেই শিশু উদ্ধার

২০২৫ সালের প্রথম প্রান্তিকে আইডিএলসি ফাইন্যান্সের ৪৪% একত্রিত নিট মুনাফা বৃদ্ধি

আ.লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি 

১০

মাহফুজকে স্বারক : অবিলম্বে পদত্যাগ করুন

১১

যৌতুকের মিথ্যা মামলা করায় বাদীকে জরিমানা

১২

মামলার ১১ বছর পর খালাস পেলেন বিএনপি নেতা দুলু

১৩

ভাতিজার হাঁসুয়ার কোপে চাচা নিহত

১৪

সাংবাদিকদের বেতন ৩০ হাজার টাকার নিচে হওয়া উচিত নয় : প্রেস সচিব

১৫

বাকৃবিতে ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্লাস-পরীক্ষা বর্জন

১৬

সপ্তমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল

১৭

মা হওয়া জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা : অ্যাম্বার হার্ড

১৮

ঈদুল আজহা : ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু ৩০ মে

১৯

৩টি সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম জানাল আবহাওয়া অধিদপ্তর

২০
X