হেমাস কনজিউমার ব্র্যান্ডসের মালিকানাধীন নারিকেল তেলের ব্র্যান্ড ‘কলোম্বো’র ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ-সংক্রান্ত চুক্তি হয়েছে।
এ সময় তিশা বলেন, কলোম্বো বিশুদ্ধ নারিকেল তেলের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত। গুণগত মান নিশ্চিত করে এটি ভোক্তাদের চাহিদা মেটাবে বলে আমি আশাবাদী।
হেমাস কনজ্যুমার ব্র্যান্ডস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নাভীদুল ইসলাম খান বলেন, শতভাগ বিশুদ্ধ নারিকেল তেল ‘কলোম্বো’ । এতে দেশে তৈরি খাঁটি নারিকেল তেলের সঙ্গে সমন্বয় করা হয়েছে শ্রীলঙ্কার বিখ্যাত কিং কোকোনাট অয়েল, যা দেশের বাজারে সম্পূর্ণ নতুন ও অনন্য। নুসরাত ইমরোজ তিশা দেশের একজন গুণী শিল্পী এবং জনপ্রিয় অভিনেত্রী। সবাই তাকে চেনেন এবং পছন্দ করেন। আমরা আশা করছি, তার উপস্থিতিতে কলোম্বোর গুণগত মানের বার্তা নিয়ে আমরা ভোক্তাদের কাছে নিশ্চিতভাবে পৌঁছতে পারব।
মন্তব্য করুন