

সন্ত্রাসবাদের দায়ে দুই বছর আট মাসের কারাদণ্ড ভোগ করার পর ২৫ বছর বয়সী বাংলাদেশি যুবক ফয়সাল রহমানকে ইতালি থেকে স্থায়ীভাবে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন দেশটির আদালত।
আদালতের মতে, সাজা শেষ হলেও অভিযুক্ত ব্যক্তি এখনো সমাজের জন্য সরাসরি হুমকি হিসেবে বিবেচিত, তাই তাকে ইতালিতে রাখা নিরাপদ নয়।
ফয়সাল রহমান ইতালির জেনোয়ার ফিনকান্তিয়েরি শিপইয়ার্ডে কর্মরত ছিলেন। তদন্তে উঠে আসে, তিনি পাকিস্তানি জঙ্গি সংগঠন ‘তেহরিক-ই-তালিবান’ এর সঙ্গে যুক্ত ছিলেন এবং অনলাইনে উগ্রবাদী কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করতেন।
তদন্তে যেসব ভয়ংকর তথ্য উঠে এসেছে নিজেকে ‘ঈশ্বরের সৈনিক’ দাবি করে অনলাইনে সহিংস হামলার পক্ষে প্রচারণা, একে-৪৭ রাইফেল চালনার ম্যানুয়াল ক্রয় করে নিজেই যুদ্ধ প্রশিক্ষণের প্রস্তুতি নিতেন।
গত সেপ্টেম্বরে ব্রেসিয়া থেকে গ্রেপ্তার হওয়া আরেক বাংলাদেশি খলিল উল্লাহর (৩৭) মাধ্যমে উগ্রবাদে দীক্ষা নেন। খলিল উল্লাহ নিয়মিত ভিডিও বার্তা ও উগ্রবাদী বই দিয়ে তাকে প্রভাবিত করতেন।
আদালত স্পষ্টভাবে জানায়, এই ধরনের কর্মকাণ্ড শুধু আইন লঙ্ঘন নয়, বরং ইতালির জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি। তাই ফয়সাল রহমানকে ইতালিতে থাকার কোনো সুযোগ না দিয়ে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্তব্য করুন