বাংলাদেশে ক্রোয়েশিয়ার অনারারি কনসাল হিসেবে নিয়োগ পেয়েছেন কাজী শাহ মুজাক্কের আহাম্মেদুল হক। চলতি বছরের ২৯ মে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ তাকে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব দেন। নিয়োগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সরকার সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেঘনা গেস্ট হাউসে আনুষ্ঠানিকভাবে ‘এক্সেকুয়াতুর’ প্রদান করেছে, যা ক্রোয়েশিয়ার পক্ষ থেকে দায়িত্ব পালন করার অনুমোদন নিশ্চিত করে।
নিয়োগপ্রাপ্তির প্রতিক্রিয়ায় কাজী শাহ মুজাক্কের আহাম্মেদুল হক বলেন, ‘এই নিয়োগ আমার জন্য যেমন গৌরবের, তেমনি এটি এক মহৎ দায়িত্বও। আমি প্রত্যাশা করি, বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা এবং পারস্পরিক উন্নয়নের সম্পর্ক আরও সুদৃঢ় করতে পারব।’
কূটনৈতিক মহল মনে করছে, কাজী ইসমামের এই নিয়োগ বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করবে এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কাজী শাহ মুজাক্কের আহমেদুল হক কুমিল্লার মুরাদনগরের সন্তান। তার বাবা কেএম মুজিবুল হক টাস এভিয়েশনের চেয়ারম্যান এবং বাংলাদেশে নিযুক্ত ইয়েমেনের কনসাল জেনারেল।
মন্তব্য করুন