আয়কর বিভাগের সব কর্মকর্তার মধ্যে আয়কর আইনের বিভিন্ন প্রায়োগিক দিক সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাল্টিপারপাস হলে এ কর্মশালার আয়োজন করা হয়। আয়কর আইন, ২০২৩ বিষয়ক এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। ট্যাকসেশন অ্যাসোসিয়েশনের সভাপতি ও এনবিআর সদস্য (কর আপিল ও অব্যাহতি) ইকবাল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের মহাসচিব ও কর অঞ্চল-১০, ঢাকার অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মাহমুদুজ্জামান। কর্মশালায় এনবিআরের আয়কর বিভাগের সব সদস্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া ট্যাকসেশন অ্যাসোসিয়েশনের সব সদস্য কর্মশালায় অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন