

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল। আমরা দেশ ছেড়ে যাইনি। যুদ্ধ করে স্বাধীন করেছি। জামায়াত দাঁড়িপাল্লা নিয়ে ভোটের জন্য আসছে। তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল। আপনাদের বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল। তারা লুটও করেছে। আমরা স্বাধীনতার পক্ষে কথা বলি। গতকাল শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কান্দরপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আগে দুটি পক্ষ থাকত, নৌকা আর ধানের শীষ। এবার নৌকা নেই। রাজনীতিতে বিভিন্ন সমস্যার কারণে নৌকা আমাদের কাছে নেই। নতুন একটা দল এসেছে। নতুন মার্কা এসেছে দাঁড়িপাল্লা। ধানের শীষ আর দাঁড়িপাল্লা। ধানের শীষ পরিচিত মার্কা।
সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, হিন্দু ভাইদের মধ্যে ভয়-আতঙ্ক কাজ করে। তারা মনে করেন—আমরা যদি অন্য কাউকে ভোট দিই, তাহলে ওরা যদি আমাদের ক্ষতি করে? অনেকে আমাকে বলেছেন—আমরা ধানের শীষে ভোট দিলাম, কিন্তু তারপর তো আপনারা থাকবেন না। তখন যদি দাঁড়িপাল্লার লোকজন আমাদের কিছু করে? আমি আপনাদের পরিষ্কার করে বলতে চাই—ধানের শীষের লোকেরা আপনাদের পাশে অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।
তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা যে ভয়টা পান, সেটা পাবেন না। আমরা সবাই সমান। একই দেশের অধিবাসী। আমরা আপনাদের শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা করব।
মির্জা ফখরুল বলেন, ধানের শীষের ভোট চাওয়ার জন্য এসেছি। আমরা কাজে বিশ্বাস করি। আমরা আপনাদের ফ্যামিলি কার্ড দেব। কার্ড হবে মা-বোনদের অস্ত্র। যা দিয়ে চাল-ডাল পাওয়া যাবে। স্বাস্থ্য ও শিক্ষাসেবা পাওয়া যাবে। কৃষি কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে সার-বিষ পাওয়া যাবে। আমরা ক্ষমতায় এলে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। নারীদের আরও সুযোগ-সুবিধা দেওয়া হবে।
বিএনপি মহাসচিব বলেন, আমাদের সুযোগ এসেছে। এবার যেন সঠিক সিদ্ধান্ত নিয়ে ধানের শীষে ভোট দিই। আপনারা ভোট দিয়ে যারা স্বাধীনতার পক্ষে কথা বলে, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ আইনশৃঙ্খলা জোরদারের কথা বলে, তাদের হাতকে শক্তিশালী করুন।
গণসংযোগে সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
এদিকে, বিকেলে সদর উপজেলার শুকানপুকুরী ইউনিয়নের জাঠিভাঙায় নির্বাচনী গণসংযোগ করেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি বলেন, জামায়াতের সঙ্গে আমেরিকার গোপন আঁতাত হয়েছে। এটা বাংলাদেশের জন্য ভালো নয়। এই আঁতাত দেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর।
আউলিয়াপুর ইউনিয়নে পথসভায় মির্জা ফখরুল বলেন, আমি আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই। আপনারা যখন আমাকে সমর্থন করেন, তখন আমি সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলার চেষ্টা করব। নির্বাচিত হলে উন্নয়ন এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।
মন্তব্য করুন