

শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। শনিবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের নাম ঘোষণা করে আইসিসি। এরপর থেকেই ক্রিকেট দুনিয়ায় চলছে নানা আলোচনা-সমালোচনা। এর মধ্যে রাজনীতিকে খেলা থেকে আলাদা করার দাবি জানিয়েছেন অনেকে।
তবে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জন্টি রোডসের মত অবশ্য ভিন্ন। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়ার পর তিনি রাজনীতি আর খেলার সংশ্লিষ্টতা নিয়ে কথা বলেছেন। বিশ্বকাপের প্রচারণামূলক ইভেন্টে রোডস জানান, প্রশাসকরা প্রায়ই খেলা থেকে রাজনীতিকে দূরে রাখার আশা করলেও এটা সবসময় সম্ভব না। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ যুগের নিজস্ব অভিজ্ঞতা থেকে তার মত- ক্রীড়া নিষেধাজ্ঞা তাদের রাজনৈতিক পরিবর্তনে ভূমিকা রেখেছিল।
রোডস বললেন, ‘আমি বলতে চাচ্ছি, আপনি সবসময় ভাবেন যে, চলুন খেলাধুলা থেকে রাজনীতিকে দূরে রাখি... কিন্তু দুঃখজনকভাবে, আপনি রাজনীতিকে খেলাধুলা থেকে আলাদা করতে পারবেন না।’
বাংলাদেশ ভারতে গিয়ে ম্যাচ না খেলার দাবিতে অনড় থাকার পর গতকাল শনিবার আইসিসি তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ করে দেয়। এর ফলে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিনিধিত্ব করছে না টাইগাররা। গুঞ্জল ছিল বাংলাদেশেল পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও। কিন্তু শেষ পর্যন্ত আজ ২০২৬ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে পিসিবি।
মন্তব্য করুন