

বাংলাদেশে ক্যানসারে আক্রান্ত নারীদের মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হলো জরায়ুমুখ ক্যানসার। তবে সময়মতো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা গ্রহণ করলে এ ক্যানসার প্রায় সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। গত শনিবার সকাল ৯টায় জরায়ুমুখ ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আয়োজিত একটি র্যালি ও বিজ্ঞানভিত্তিক আলোচনা সভায় বক্তারা এসব তথ্য জানান। ঢামেক হাসপাতালের গাইনি অ্যান্ড অবস বিভাগের গাইনি অনকোলজি ইউনিটের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বক্তারা জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০৩০ সালের মধ্যে জরায়ুমুখ ক্যানসার নির্মূলে তিনটি গুরুত্বপূর্ণ লক্ষ্য নির্ধারণ করেছে। এর মধ্যে রয়েছে ৯০ শতাংশ কিশোরীকে টিকাদানের আওতায় আনা, ৭০ শতাংশ নারীকে নিয়মিত স্ক্রিনিংয়ের মধ্যে রাখা এবং আক্রান্ত নারীদের ৯০ শতাংশকে কার্যকর চিকিৎসার আওতায় আনা।
মন্তব্য করুন