আলী ইব্রাহিম
প্রকাশ : ২১ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২১ জুন ২০২৩, ০৯:৫৩ এএম
প্রিন্ট সংস্করণ

গ্রাহকের ২৭ কোটি টাকা হাওয়া করে দিল ফিনিক্স

গোয়েন্দা প্রতিবেদন
গ্রাহকের ২৭ কোটি টাকা হাওয়া করে দিল ফিনিক্স

কোম্পানির প্রিমিয়াম জমা হওয়ার নির্ধারিত তিনটি ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে। কিন্তু আর্থিক বিবরণীতে তা পুরোপুরি উল্লেখ করেনি ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি। শুধু ২০২০ সালে এভাবে প্রিমিয়ামের প্রায় ২৭ কোটি টাকা আত্মসাৎ করেছেন প্রতিষ্ঠানের মালিকরা। যার মধ্যে রয়েছে রাজস্ব ফাঁকির টাকাও। প্রিমিয়াম আয়ে ১৫ শতাংশ হিসাবে ধরলে এর মধ্যে সরকারের রাজস্ব পাওনা রয়েছে প্রায় ৪ কোটি টাকা। সবই খেয়ে ফেলেছেন মালিকরা। তাই কোম্পানিটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থাকে (আইডিআরএ) সুপারিশ করা হয়েছে রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে। আর রাজস্ব ফাঁকির বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুসন্ধানের মাধ্যমে উদ্ঘাটন করে কোম্পানির মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে ওই প্রতিবেদনে।

জানতে চাইলে আইডিআরএর চেয়ারম্যান জয়নুল বারী বলেন, গোয়েন্দা সংস্থার প্রতিবেদন এখনো আইডিআরএর হাতে আসেনি। তবে এ ধরনের ঘটনা ঘটে থাকলে কোম্পানির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জানতে বারবার চেষ্টা করেও ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জামিরুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। পরবর্তী সময়ে ফিনিক্স ইন্স্যুরেন্সের টেলিফোন নম্বরে কল দিয়ে জামিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলেও বিষয়টি নিয়ে মন্তব্য করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়।

গোয়েন্দা প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, ফিনিক্স ইন্স্যুরেন্স ১৯৮৬ সালে দেশে ব্যবসায়িক কর্মকাণ্ড শুরু করে। ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। সর্বশেষ অর্থবছরেও কোম্পানিটি ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। কিন্তু নিয়ম-নীতির তোয়াক্কা করছে না প্রতিষ্ঠানটি। বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএর নিয়ম অনুযায়ী, প্রতিটি কোম্পানির প্রিমিয়াম জমার জন্য তিনটি নির্ধারিত ব্যাংক অ্যাক্যাউন্ট থাকবে। এর বাইরের কোনো হিসাবে প্রিমিয়ামের অর্থ গ্রহণ করা যাবে না। ফিনিক্স ইন্স্যুরেন্সেরও তিনটি হিসাব রয়েছে। এর মধ্যে প্রথম হিসাবটি রয়েছে সিটি ব্যাংকের প্রিন্সিপাল শাখায়। হিসাব নম্বর ৩১০২০২০২০০০০১। এই ব্যাংক হিসাবে রয়েছে প্রিমিয়াম আয়ের ৭৩ কোটি ৯৭ লাখ ৭ হাজার ৩৪৬ টাকা। ডাচ্-বাংলা ব্যাংকের লোকাল অফিসের ১০১১২০০০০০০২৩ হিসাবে রয়েছে ৬ কোটি ৭১ লাখ ৬৬ হাজার ৫২৩ টাকা। প্রিমিয়াম আয় নেওয়ার মার্কেন্টাইল ব্যাংকের মতিঝিল শাখার ১১১৯১৩১২৮৬৭০২১৬ নম্বর হিসাবে রয়েছে ১৩ কোটি ৮২ লাখ ৮৭ হাজার ৬৭২ টাকা। প্রিমিয়াম আয় গ্রহণ করার জন্য নির্ধারিত ব্যাংক হিসাবে রয়েছে মোট ৯৪ কোটি ৫১ লাখ ৬১ হাজার ৫৪১ টাকা। কিন্তু কোম্পানির ২০২০ সালের বার্ষিক আর্থিক প্রতিবেদনে প্রায় ২৭ কোটি টাকা কম দেখানো হয়েছে। এ টাকা গোপন করে আত্মসাৎ করা হয়েছে বলে গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে।

সাধারণ বীমায় ডিপোজিট প্রিমিয়াম হলো—নৌ-বীমার ক্ষেত্রে এলসি খোলার আগে কাভার নোট ইস্যু করতে হয়। যখন শিপমেন্ট অ্যাডভাইস আসে অর্থাৎ, যখন পণ্য জাহাজে তোলা হয়, তখন এসব কাভার নোট বীমা পলিসিতে রূপান্তরিত হয়ে যায়। এই অর্থ অন্য একটি হিসাব নম্বরে থাকে, যাকে কোম্পানিগুলোর আর্থিক বিবরণে ডিপোজিট প্রিমিয়াম হিসেবে উল্লেখ করা হয়। ফিনিক্স ইন্স্যুরেন্স ২০১৯ সালের ডিপোজিট প্রিমিয়াম দেখিয়েছে ১ কোটি ৬৫ লাখ টাকা এবং ২০২০ সালের দেখানো হয়েছে ২ কোটি ৫০ লাখ টাকা। এখানেও অসংগতি রয়েছে বলে উল্লেখ করা হয়েছে গোয়েন্দা প্রতিবেদনে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ফিনিক্স ইন্স্যুরেন্সে চেয়ারম্যান হিসেবে রয়েছেন সিটি ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শোয়েব। প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা হলেও পরিশোধিত মূলধন ৪০ কোটি ৩৪ লাখ টাকা। আর বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে ৫৪ দশমিক ৯৪ শতাংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুঙ্গিপাড়ায় এনসিপির আরিফুল দাড়িয়ার মনোনয়ন বৈধ

সংবাদ সম্মেলন ডেকেছেন ডোনাল্ড ট্রাম্প

রনির মনোনয়নপত্র বাতিল, কারণ জানাল ইসি

মার্কিন হামলায় ভেনেজুয়েলার পক্ষ নিল কারা?

গ্যাস সিন্ডিকেট ভাঙতে মোবাইল কোর্টের অভিযান, অতঃপর...

পোস্টাল ভোটদানের ছবি-ভিডিও শেয়ারে যে শাস্তি দেবে ইসি

দিনাজপুর-৩ / খালেদা জিয়ার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত, বিএনপির প্রার্থী জাহাঙ্গীর

রাজশাহীতে জমা দেওয়া ৩৮ প্রার্থীর অর্ধেকেরই মনোনয়ন বাতিল

বিশ্লেষণ / যুক্তরাষ্ট্র কেন ভেনেজুয়েলায় হামলা করল : তেল, ক্ষমতা ও ‘নতুন মনরো নীতি’র সমীকরণ

তিন ভাই মিলে ছোট ভাইকে পিটিয়ে হত্যা

১০

মনোনয়নপত্র নিয়ে তাসনিম জারার নতুন বার্তা

১১

পরাজিত শক্তির বাধা পেরিয়ে নির্বাচনের দিকে যেতে চাই : উপদেষ্টা রিজওয়ানা

১২

সাতক্ষীরা-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ তিনজনের মনোনয়ন বাতিল

১৩

সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিসের যাত্রা শুরু

১৪

শীত এলেই ত্বকের সমস্যা? এই উপাদানগুলো বাদ দিন এখনই

১৫

ওসিকে হুমকি, বৈষম্যবিরোধী সেই নেতাকে শোকজ

১৬

যে কারণে শান্তিতে নোবেল পেয়েছিলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী

১৭

এনসিপি নেত্রী নীলিমা দোলার পদত্যাগ

১৮

যেসব লক্ষণে বুঝবেন কেউ গোপনে আপনাকে ভালোবাসে

১৯

ভেনেজুয়েলায় মার্কিন হামলা আন্তর্জাতিক চুক্তির কফিনে শেষ পেরেক

২০
X