নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্তানসহ ঘুমন্ত স্ত্রীকে অ্যাসিডে ঝলসে দেওয়া খোকনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার কুমিল্লার তিতাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খোকন আড়াইহাজারের গোপালদী পৌর এলাকার মৃত আনসার আলীর ছেলে। গত ২৩ জুন রাতে সে স্ত্রী মোর্শেদা ও তার শিশুসন্তান মারিয়াকে ঘুমন্ত অবস্থায় অ্যাসিড ছুড়ে ঝলসে দেয়। ওই সময় মোর্শেদা তার বাবার বাড়ি গোপালদী পৌর এলাকার কাজীপাড়ার বাড়িতে অবস্থান করছিলেন।
র্যাব-১১-এর উপ-অধিনায়ক মো. সানরিয়া চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার পাঁচ মাস আগে মোর্শেদার সঙ্গে খোকনের পারিবারিকভাবে বিয়ে হয়। মোর্শেদার আগের সংসারের ছয় বছর বয়সী মেয়ে মারিয়াকে তার নানাবাড়িতে রেখে আসতে চাপ দিলে মোর্শেদা তাতে রাজি না হওয়ায় তাদের মধ্যে কলহ সৃষ্টি হয়। এ নিয়ে এক মাস আগে তাকে মারধর করে খোকন বাসা থেকে বের করে দিলে মোর্শেদা ফের সন্তানসহ বাবার বাড়িতে আশ্রয় নেন।
মন্তব্য করুন