স্ত্রীকে মারধর ও যৌতুকের দাবিতে করা মামলায় সৈয়দ মোহাম্মদ মুনতাকিম ওরফে মোস্তাকিমের জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন জুনায়েদের আদালত এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মোস্তাকিমের আইনজীবী অ্যাডভোকেট আরিফুর রহমান চৌধুরী বাপ্পী। বাদীর আইনজীবী অ্যাডভোকেট এম জাফর আলম বলেন, মোস্তাকিম আত্মসমর্পণ করেছে। আদালতে আপসের শর্তে জামিন চাইলে ৩ দিনের মধ্যে অর্থাৎ আগামী রোববারের মধ্যে আপস মীমাংসা করার আদেশ দিয়েছেন আদালত। তবে যেহেতু বাদী উপস্থিত ছিলেন না, তাই তিনি সংসার করবেন কি না তা নির্ধারিত হয়নি।
মন্তব্য করুন