বগুড়ায় বিক্ষোভ মিছিলের অনুমতি চেয়ে আবেদন করেছে জামায়াতে ইসলামী। সুইডেনে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরিফ পোড়ানোর প্রতিবাদে জেলা পুলিশের কাছে এ আবেদন জানায় দলটি। এর মাধ্যমে জামায়াত প্রায় ১০ বছর পর বগুড়ায় প্রকাশ্যে কর্মসূচি পালনের অনুমতি চাইল।
গতকাল বৃহস্পতিবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বগুড়া বারের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট রিয়াজ উদ্দিনের নেতৃত্বে জামায়াতের পাঁচ সদস্যের প্রতিনিধি দল মিছিলের আবেদন জমা দেয়। প্রতিনিধি দলে আরও ছিলেন বগুড়া বার সমিতির সহসভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত মল্লিক, আব্দুস সালাম, সাইফুদ্দিন সাইফুল ও নুরুল ইসলাম আকন্দ।
মন্তব্য করুন