আলী ইব্রাহিম
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০৯:৩১ এএম
প্রিন্ট সংস্করণ

বিদায়ী বছরে রাজস্ব ঘাটতি ৪৫ হাজার কোটি টাকা

বিদায়ী বছরে রাজস্ব ঘাটতি ৪৫ হাজার কোটি টাকা

প্রতিবছরই রাজস্ব আহরণে বড় ধরনের ঘাটতি থাকে। অন্যান্য বছরের তুলনায় এবার রাজস্ব ঘাটতি অনেক বেশি। বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। আর রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ২৫ হাজার কোটি টাকা। অর্থাৎ বিদায়ী বছরে রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৪৪ হাজার ৭২৫ কোটি টাকা। আর গড় প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ১২ শতাংশ। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আহরণের সাময়িক হিসাবে এই চিত্র উঠে এসেছে। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সদ্য বিদায়ী ২০২২-২৩ অর্থবছর থেকে ৬০ হাজার কোটি টাকা বাড়িয়ে রাজস্ব আহরণের নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। অর্থাৎ চলতি ২০২৩-২৪ অর্থবছরে এনবিআরের রাজস্ব আহরণে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। কিন্তু বিদায়ী অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা কাটছাঁট না করায় বছরে শেষ ঘাটতি প্রায় অর্ধলাখ কোটি টাকায় পৌঁছেছে। বিদায়ী অর্থবছরে এনবিআর রাজস্ব আদায় করেছে ৩ লাখ ২৫ হাজার কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার তুলনায় ৪৪ হাজার ৭২৫ কোটি টাকা। আর রাজস্ব গড় প্রবৃদ্ধিও দুই অঙ্ক পেরোতে পারেনি। বিদায়ী অর্থবছরে রাজস্ব আহরণের গড় প্রবৃদ্ধি হয়েছে ৮ শতাংশ; যা গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন। আর রাজস্ব আহরণে সবচেয়ে পিছিয়ে শুল্ক কর আদায়। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং কৃচ্ছ্রসাধনের জন্য এলসিতে কড়াকড়ি থাকায় কমেছে আমদানি। আর ডলার সংকটের প্রত্যক্ষ প্রভাব পড়েছে শুল্ক-কর আদায়ে।

সূত্র আরও জানায়, বিদায়ী অর্থবছরে আমদানি-রপ্তানি খাতে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ১০ হাজার কোটি টাকা। আলোচ্য সময়ে আদায় হয়েছে ৯১ হাজার ৭১৭ কোটি টাকা। অর্থাৎ আমদানি-রপ্তানি খাতে রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৯ হাজার ২৮২ কোটি টাকা। আর এই খাতে রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে মাত্র ২ দশমিক ৫৬ শতাংশ। এ ছাড়া নানা পদক্ষেপের পরও বাড়েনি আয়কর আদায়। বিদায়ী অর্থবছরে আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২২ হাজার ১০০ কোটি টাকা। আলোচ্য সময়ে আয়কর আদায় হয়েছে ১ লাখ ১২ হাজার ৯২১ কোটি টাকা। অর্থাৎ আয়কর খাতে লক্ষ্যমাত্রার তুলনায় কম আদায় হয়েছে ৯ হাজার ১৭৮ কোটি টাকা। এ খাতে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৬২ শতাংশ।

এনবিআর কর্মকর্তারা বলছেন, ডলার সংকটের কারণে আমদানি-রপ্তানি খাতে রাজস্ব আদায় অন্যান্য বছরের তুলনায় খুবই কম হয়েছে। এ ছাড়া নানা পদক্ষেপের পরও আয়কর খাতে রাজস্ব আদায়ে প্রত্যাশিত ফল মেলেনি। কিছুটা ভালো হয়েছে ভ্যাট আদায়। মূলত বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়ায় দেশে রেকর্ড মূল্যস্ফীতি বিরাজ করছে। এই কারণে ভ্যাট আদায় কিছুটা বেড়েছে। তবে সব মিলে বিদায়ী অর্থবছরে রাজস্ব আহরণ অনেক কম হয়েছে। এই পরিস্থিতিতে চলতি ২০২৩-২৪ অর্থবছরে লক্ষ্যমাত্রা অর্জন এনবিআরকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলবে বলেও মনে করেন এনবিআর কর্মকর্তারা।

এনবিআর সূত্র জানায়, বৈশ্বিকভাবে পণ্যের দাম বেড়ে যাওয়ায়, দেশের বাজারে বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। এতে বেড়ে চলেছে মূল্যস্ফীতি। গত এক দশকের মধ্যে বর্তমানে দেশে রেকর্ড মূল্যস্ফীতি বিরাজ করছে। কিন্তু মূল্যস্ফীতি বাড়লে ভ্যাট আদায় সেভাবে বাড়েনি। বিদায়ী অর্থবছরে ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৬ হাজার ৯০০ কোটি টাকা। আর আদায় হয়েছে ১ লাখ ২০ হাজার ৬৩৩ কোটি টাকা। অর্থাৎ বিদায়ী অর্থবছরে ভ্যাট আদায়ে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৬ হাজার ২৬৬ কোটি টাকা। আর ভ্যাট আদায়ের প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ২৭ শতাংশ। প্রতিটি প্রতিষ্ঠানের ভ্যাট রিটার্ন মাসের ১৫ তারিখের মধ্যে দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। ভ্যাট আদায়ের চূড়ান্ত হিসেবে রাজস্ব কিছুটা বাড়তে পারে। ভ্যাট আদায়ের ইএফডি বসানো থেকে শুরু করে গত কয়েকবছর ধরে নানা ধরনের উদ্যোগ নিচ্ছে এনবিআর। এমনকি ভ্যাট আদায় বাড়াতে প্রতিমাসে লটারিও দেওয়া হচ্ছে। তবুও ভ্যাট আদায়ে গতি আসছে না। বছর শেষ বড় ধরনের ঘাটতি রয়ে যাচ্ছে ভ্যাটে আহরণে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেঘনার দুই ইলিশ বিক্রি সাড়ে ১১ হাজার

ভারত বুঝতে পেরেছে, চীনের সঙ্গে বন্ধুত্বটা কেন দরকার

নারী বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

ভারতে নতুন মার্কিন রাষ্ট্রদূতকে যে কারণে ‘সাপ’ বলেছিলেন মাস্ক

গোলকিপারের দুঃস্বপ্নের অভিষেকে ঘরের মাঠে সিটির হার

জাম্বুরা ফল কারা খেতে পারবেন না, জানালেন চিকিৎসক

যারা পিআর চায় তাদের উদ্দেশ্য ভিন্ন : সালাহউদ্দিন

সন্তানকে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়া কি জায়েজ

৩১ দফার আলোকে হবে রাষ্ট্র গঠন : অমিত

খালেদা জিয়াকে দেখতে ফিরোজায় যাবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

১০

ঘুষকাণ্ডে এবার জামায়াতের সেই আইনজীবীর সনদ স্থগিত

১১

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন, আলোচনা হবে যেসব ইস্যুতে

১২

চাঁদাবাজির অভিযোগে ২ যুবককে গণপিটুনি

১৩

সেই তন্বীর বিরুদ্ধে লড়বেন জান্নাতুন নাহার

১৪

দুই বাসের ধাক্কায় প্রাণ গেল হেলপারের

১৫

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যুতে সিইউজে’র শোক

১৬

রাজধানীর পান্থপথে দেয়াল ধসে নিহত ১

১৭

কালকিনিতে আনিসুর রহমান খোকন / মায়েদের পাশে থাকবে বিএনপি

১৮

দিনে কত কাপ চা খাওয়া উচিত, জানালেন বিশেষজ্ঞ

১৯

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস কেমন হবে, জানা গেল

২০
X