হাসান আজাদ
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০৯:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ

এলএনজি আসবে ইতালি থেকে, এ মাসেই এমওইউ

এলএনজি আসবে ইতালি থেকে, এ মাসেই এমওইউ

দীর্ঘমেয়াদে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে ইতালির সঙ্গে শর্তহীন সমঝোতা স্মারক (এমওইউ) সই করছে বাংলাদেশ। ২২ জুলাই চার দিনের সফরে ইতালি যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরেই দুই দেশের মধ্যে এমওইউটি সই হবে। সে লক্ষ্যে এরই মধ্যে এমওইউ চূড়ান্ত করেছে জ্বালানি বিভাগ। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের চূড়ান্ত করা এমওইউর কপি পাঠানো হয়েছে ইতালিতে।

এ প্রসঙ্গে জ্বালানি সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার কালবেলাকে বলেন, ইতালি বাংলাদেশে এলএনজি সরবরাহ করতে আগ্রহ দেখিয়েছে। এ কারণে চলতি মাসে প্রধানমন্ত্রীর ইতালি সফরে জ্বালানি খাতের উন্নয়নসহ দীর্ঘমেয়াদে এলএনজি আমদানি করতে একটি এমওইউ স্বাক্ষর হবে।

জ্বালানি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ইতালির সঙ্গে সই হতে যাওয়া এমওইউতে পাঁচটি ধারা রয়েছে। এগুলো হলো এমওইউর লক্ষ্য, সহযোগিতার ক্ষেত্র, সাধারণ বিধিবিধান, গোপনীয়তা, কার্যকারিতা ও বাতিল। বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এবং ইতালির পরিবেশ ও জ্বালানি নিরাপত্তা মন্ত্রণালয়ের মধ্যে এই এমওইউ হবে। এতে সই করবেন ইতালির জ্বালানি মন্ত্রী ও বাংলাদেশে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী।

ওই কর্মকর্তা আরও জানান, বাংলাদেশের তৈরি এমওইউর কপি গত ৬ জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইতালির সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তাদের থেকে কোনো ধরনের সংশোধন পাওয়া যায়নি। ফলে এখন পর্যন্ত বাংলাদেশ যেটি তৈরি করেছে, সেটিই চূড়ান্ত।

বাংলাদেশের তৈরি এ এমওইউর ধারাগুলোর প্রথমেই রয়েছে লক্ষ্য। এখানে বলা হয়েছে, এর মূল উদ্দেশ্য উভয় দেশ পরস্পরের সহযোগিতার মাধ্যমে জ্বালানি খাতের উন্নয়ন করবে। এ ছাড়া সংশ্লিষ্ট খাত উন্নয়ন তথ্য আদান-প্রদান করা হবে। সহযোগিতার ক্ষেত্র শিরোনামে দ্বিতীয় ধারায় বলা হয়েছে, জ্বালানি নিরাপত্তা ও পরিবেশবান্ধব জ্বালানি নিয়ে উভয় দেশ কাজ করবে। এ-সংক্রান্ত তথ্যও উভয় দেশ আদান-প্রদান করবে। বিশেষ করে দীর্ঘমেয়াদে এলএনজি আমদানির বিষয়ে দুই দেশ কাজ করবে। এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি, কার্বন কমানো, কুকিং অয়েল বা রান্নার তেল, তেল-গ্যাস অনুসন্ধান, লুব্রিকেন্ট সরবরাহ বিষয়ে উভয় দেশ কাজ করবে।

বিধিবিধান ধারায় উল্লেখ করা হয়েছে, সমঝোতা স্বারকের পর চূড়ান্ত চুক্তি আন্তর্জাতিক আইন অনুযায়ী করা হবে। পাশাপাশি চূড়ান্ত চুক্তি করতে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এবং ইতালির পরিবেশ ও জ্বালানি নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ ইনফ্রাস্ট্রাকচারস অ্যান্ড সিকিউরিটির মহাপরিচালক, এনার্জি কমপিটিটিভনেস অ্যান্ড ইফিসিয়েন্সি বিভাগের মহাপরিচালক এবং এনার্জি ইনসেনটিভের মহাপরিচালক একসঙ্গে কাজ করবেন। এ ছাড়া যে কোনো ধরনের ডিসপুট উভয় দেশ আলোচনার মাধ্যমে সমাধান করবে।

গোপনীয়তার ধারায় বলা হয়েছে, উভয় দেশের মধ্যে আদান-প্রদান করা কোনো তথ্য তৃতীয় কোনো পক্ষের কাছে সরবরাহ করা যাবে না। সর্বশেষ কার্যকারিতা ও বাতিলবিষয়ক ধারায় বলা হয়েছে, এমওইউটি স্বাক্ষরের দিন থেকে পরের পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে। মেয়াদ শেষে স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছর সময় বৃদ্ধি হবে। এ ছাড়া এটি বাতিল করতে হলে তিন মাস আগে জানাতে হবে।

এর আগে ২০২২ সালের জুনে ইতালির ইএনআই কোম্পানি বাংলাদেশে এলএনজি সরবরাহের আগ্রহ দেখায়। মোজাম্বিকে থাকা কোম্পানিটির খনি থেকে উত্তোলিত গ্যাস এলএনজি আকারে বাংলাদেশে রপ্তানির প্রস্তাব দিয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলস ম্যানেজার পদে স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

ফজর নামাজের সময় মসজিদে নারকীয় তাণ্ডব, নিহত ২৭

দুপুরের মধ্যে ৭ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

২০ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ 

হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

২০ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

সৌদিগামী যাত্রীদের জন্য সুখবর

এমবাপ্পের একমাত্র গোলে রিয়ালের কষ্টার্জিত জয়

ম্যানসিটি ছাড়ছেন আর্জেন্টিনার ‘নতুন মেসি’

১০

‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটিতে করার অনুমোদন’, কী ব্যাখ্যা দিলেন সচিব

১১

জনপ্রিয় ব্রিটিশ পত্রিকায় বাংলাদেশ নারী দলের প্রশংসা

১২

ইউআরপি ও ডিএলআর মডিউল প্রস্তুত / মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে

১৩

রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

১৪

ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু, ভাঙচুরের ঘটনায় কমিটি

১৫

আইপিএলে ভালো করলেও ভারত দলে জায়গা নিশ্চিত নয়

১৬

ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে 

১৭

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

১৮

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

১৯

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

২০
X