বাংলাদেশ ফিল্ম ডিরেক্টর অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড ২০২২-২৩ এ তিনটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করল শিহাব শাহিনের ওয়েব ফিল্ম ‘বাবা সামওয়ান ইজ ফলোয়িং মি’। শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ কাহিনিকার ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ছবিটি। অনলাইন প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাওয়া ফিল্মটি এরই মধ্যে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। বিঞ্জের হেড অব কন্টেন্ট উম্মে খাইরুন ইসলাম সুইজী বলেন, কন্টেন্ট লাভারদের জন্য অ্যাওয়ার্ড জয়ী ফিল্মটি আনতে পেরে আমরা রোমাঞ্চিত। অ্যাওয়ার্ড অর্জনের আনন্দ দর্শকদের সঙ্গে ভাগাভাগি করতে ১৫ মে বিঞ্জের ইউটিউব চ্যানেল ও ফেসবুকে ওয়েব ফিল্মটি সম্পূর্ণ ফ্রি স্ট্রিমিংয়ের সুযোগ দেওয়া হবে বলে বিঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে।