স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম সিটি করপোরেশনের কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, সব সরকারি অফিসকে চিঠি দিন এই মিটিং রেফারেন্সে। সরকারি অফিসগুলোকেও জরিমানা করা হবে। সরকারি অফিস মশা প্রজনন করছে। তখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম মন্ত্রীকে বলেন, আমরা অফিসগুলোকে চিঠি পাঠাব, আপনারাও মন্ত্রণালয় থেকে চিঠি দিন। দেশজুড়ে ডেঙ্গুর বিস্তার ঠেকাতে সরকারি-বেসরকারি সব অফিস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চিঠি পাঠানো হবে, এর পরও কোথাও পরিদর্শনে এডিস মশার লার্ভা পাওয়া গেলে করা হবে জরিমানা। গতকাল বুধবার সচিবালয়ের আন্তঃমন্ত্রণালয়ের ‘ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে’ গৃহীত কার্যক্রম পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
মন্তব্য করুন