আ ন ম আমিনুর রহমান
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০৩:১১ এএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৭:৫৭ এএম
প্রিন্ট সংস্করণ
বিহঙ্গ কথা

মান্দার ফুলে ঝুঁটি শালিক

মান্দার ফুলে ঝুঁটি শালিক

বিরল ও দুর্লভ পাখির খোঁজে হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানের টাওয়ারে বসে আছি ভোরের আলো ফোটার আগে থেকে। এ সময়টায় (জানুয়ারির শেষ থেকে মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত) টাওয়ারের পাশের মান্দারগাছের (Indian Coral Tree) টকটকে লাল ফুলের রস পান ও পাপড়ি খাওয়ার জন্য নানা প্রজাতির পাখি আসে। মাঝেমধ্যে দুর্লভ ও বিরল পাখিরও দেখা মেলে।

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে প্রথমে এলো ফিঙ্গে পণ্ডিত (Hair-crested Drongo)। বেশিরভাগ সময় আমি এ পাখিটিকেই সর্বপ্রথম মান্দারের রস পান করার জন্য আসতে দেখেছি। ফিঙ্গে পণ্ডিত চলে যাওয়ার পর এলো লটকন টিয়ে (Vernal Hanging Parrot), মদনা টিয়ে (Red-breasted Parakeet), সোনাকপালী হরবোলা (Golden-fronted Leafbird) ও কইরিদি টিয়া (Blossom-headed Parakeet)। এরপর একে একে এলো কালোমাথা বুলবুলি (Black-headed Bulbul), সিঁদুরে মৌটুসি (Crimson Sunbird), ছোট মাকড়শাভুক (Little Spiderhunter), ছোট হলদে-ঝুঁটি কাঠঠোকরা (Lesser Yellow-naped Woodpecker) ও লম্বা লেজের বড় পাখি সবুজ বনকোকিল (Green-billed Malkoha)। ওদের ছবি তুলতে তুলতে এক ঘণ্টা পাঁচ মিনিট কাটালাম। পরের ২৮ মিনিট মান্দারগাছ বা তার আশপাশের কোনো গাছে কোনো পাখির দেখা মিলল না। দুর্লভ ও বিরল পাখি তো দূরের কথা।

ঠিক ৭টা ২৯ মিনিটে কপালের ওপর সুন্দর একটি ঝুঁটিসহ কালচে-ধূসর রঙের একটি পাখি এসে মান্দার ফুলের ওপর দাঁড়াল। পাখিটির সঙ্গে সেই ছেলেবেলা থেকেই আমার পরিচয়। অতি সাধারণ এক পাখি। কিন্তু মান্দারের টকটকে লাল ফুলের ওপর দাঁড়ানো হলুদ পা ও কালচে-ধূসর দেহের পাখিটিকে বেশ সুন্দর লাগছিল। সাধারণ পাখি দেখে প্রথমে ছবি তুলিনি। পরে একটি ক্লিক করেছিলাম মাত্র। ২০২২ সালের ১১ মার্চের ঘটনা এটি। মান্দার ফুলের ওপর এই পাখিটির প্রথম ছবিটি তুলেছিলাম ২০১৮ সালের ৬ মার্চ।

মান্দারের টকটকে লাল ফুলের ওপর দাঁড়ানো কালচ-ধূসর দেহের এই পাখিটি এ দেশের বহুল দৃশ্যমান আবাসিক পাখি ঝুঁটি শালিক। জংলি শালিক নামেও পরিচিত। ইংরেজি নাম Jungle Myna. গোত্র স্টুরনিডি (Sturnidae), বৈজ্ঞানিক নাম Acridotheres fuscus (অ্যাক্রিডোথেরেস ফুসকাস)। বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পাখিটির দেখা মেলে।

ঝুঁটি শালিকের দেহের দৈর্ঘ্য ২৩ সেন্টিমিটার ও ওজন ৮৫ গ্রাম। প্রাপ্তবয়স্ক পাখির কপালের চমৎকার ঝুঁটিসহ মাথা ও ঘাড় কালচে-ধূসর। লেজ, পিঠ ও বুক মাঝারি ধূসর। দেহের নিচটা কালচে-গোলাপি। লেজতল-ঢাকনি ও ডানার প্রান্ত সাদা। ঠোঁট বা চঞ্চু কমলা-হলুদ, তবে নাসারন্দ্রসহ চঞ্চুর গোড়া কালচে-ধূসর। চোখ চকচকে হলুদ, চোখের চারদিকের কিছুটা অংশ পালকহীন। পা ও পায়ের পাতা হলুদ। নখ বাদামি। স্ত্রী-পুরুষ দেখতে একই রকম। অপ্রাপ্তবয়স্ক পাখির দেহ অপেক্ষাকৃত উজ্জ্বল, চঞ্চু হলদে ও ঝুঁটি অপেক্ষাকৃত ছোট।

সারা দেশজুড়ে পাখিটির দেখা মেলে। এরা সাধারণত গ্রাম, চষা জমি, মুক্ত বনভূমি, বনের প্রান্ত প্রভৃতি জায়গায় বিচরণ করে। সচরাচর দলে থাকে। বিভিন্ন ধরনের পোকামাকড়, কেঁচো ও ফল খায়। গোধুলিতে অন্য প্রজাতির শালিকের সঙ্গে দলবেঁধে কোলাহল করে। বড় ঝাঁকে বাঁশবন, নলবন, আখক্ষেত বা অন্যান্য জায়গায় রাত কাটায়।

ফেব্রুয়ারি থেকে জুলাই প্রজননকাল। এরা সচরাচর আজীবনের জন্য জোড় বাঁধে। গাছের প্রাকৃতিক কোটর, বৈদ্যুতিক খুঁটি, ব্রিজ বা দালানের ফাঁকফোকরে বাসা বানায়। ডিম পাড়ে ৩ থেকে ৭টি, রং নীলচে। ডিম ফোটে ১৫ থেকে ২১ দিনে। স্ত্রী-পুরুষ মিলেমিশে ডিমে তা দেয় ও ছানাদের যত্ন করে। ছানারা ১৮ থেকে ২০ দিনে উড়তে শেখে। আয়ুষ্কাল প্রায় ৮ বছর।

ময়না ও শালিকের মতো এদেরও কথা বলার ক্ষমতা রয়েছে। ছোট ছানা এনে পুষলে ভালো পোষও মানে। তাই তো গ্রামগঞ্জে অনেকেই ঝুঁটি শালিকের ছানা এনে পুষে ও কথা বলা শেখায়। আমি বিভিন্ন সময় দেশের বিভিন্ন অঞ্চলে পোষা ও কথা বলা ঝুঁটি শালিক দেখেছি। তবে একটি কথা মনে রাখতে হবে যে, এ দেশে সব ধরনের বুনো পাখি পোষা আইনত দণ্ডনীয় অপরাধ। কাজেই এদের পোষা যাবে না। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।

লেখক: পাখি, বন্যপ্রাণী প্রজনন ও চিকিৎসা বিশেষজ্ঞ এবং অধ্যাপক, বশেমুরকৃবি, গাজীপুর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাম চোখ লাফালে কী হয়? যা বলছেন বিশেষজ্ঞ আলেম

২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

লবণ নাকি চিনি ,কোনটি হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে?

হল ত্যাগের নির্দেশ, ঢাবিশিক্ষার্থীদের প্রতি তাসনিম জুমার যে অনুরোধ

ভূমিকম্প আতঙ্কে হল ছেড়ে খোলা আকাশের নিচে অবস্থান ইডেন শিক্ষার্থীদের

৭ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অনেক

ক্যাম্প ন্যুতে বার্সার রাজকীয় প্রত্যাবর্তন

জনগণকে নিয়ে এলাকার কল্যাণে কাজ করব : রবিন 

দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ৭৬ ক্লাবকে নিয়ে কোয়াবের চা-চক্রের আয়োজন

১০

ভূমিকম্প আতঙ্কে ঢাবি ভিসির বাসভবনের সামনে শুয়ে পড়েছেন শিক্ষার্থীরা

১১

এবার নিজেদের মাঠে নাস্তানাবুদ লিভারপুল

১২

ভূমিকম্পে নিহতদের সম্পর্কে যা বলেছেন নবীজি (সা.)

১৩

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন বিতরণ 

১৪

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

১৫

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ

১৬

বাংলাদেশ সমাজকর্ম শিক্ষক সমিতির আত্মপ্রকাশ 

১৭

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন ও ইউনিভার্সেল মেডিকেলের স্বাস্থ্য চুক্তি

১৮

ভূমিকম্পে নিহত রাফিকে শেষ দেখা দেখলেন মুর্মূষু মা

১৯

নরসিংদীতে ফের ভূমিকম্প, বাড়ছে আতঙ্ক

২০
X