সন্দেহভাজন এক হত্যাকারীকে দীর্ঘদিন ধরে খুঁজছিল পুলিশ। কিন্তু কিছুতেই তাকে ধরতে পারছিল না। বাড়িতে অনুসন্ধান চালাতে গিয়ে ‘ভাগ্য খুলে’ যায় পুলিশের। অভিযানের সময় বাসার সিলিং ভেঙে নিচে পড়ে সেই আসামি। আর তখনই তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিচিত্র এ ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেম্ফিস শহরে।
পুলিশ জানিয়েছে, এ বছরের ২ এপ্রিল মেম্ফিস শহরের ১৫০০ ব্লকে ট্রয় কানিংহাম নামে এক ব্যক্তি গুলিতে নিহত হন। এ হত্যা মামলায় গত মে মাসে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় ২০ বছর বয়সী ডিয়ারিও উইলকারসনের বিরুদ্ধে। কিন্তু গ্রেপ্তার এড়াতে তিনি ঘরের সিলিংয়ের ওপর মাসের পর মাস লুকিয়ে ছিলেন। পুলিশ অনেক ছানবিন করেও তার কোনো সন্ধান পাচ্ছিল না। একপর্যায়ে গত ১৯ আগস্ট তার বাড়িতে অনুসন্ধান চালায় পুলিশ। এ সময় হঠাৎই ঘরের সিলিং ভেঙে নিচে পড়েন উইলকারসন। তিনি পড়ে গেলেও আহত হননি। সূত্র: এবিসি নিউজ