২০২২ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি বাড়ি থেকে হারিয়ে যায় একটি পোষা বিড়াল। এই পোষ্যের নাম সোটো। সম্প্রতি বিড়ালটিকে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে পাওয়ার পর মালিকের কাছে ফিরিয়ে আনা হয়েছে।
দ্য ডাকিন হিউম্যান সোসাইটি নামে একটি সংগঠন সোটোকে উদ্ধার করেছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, সম্প্রতি একটি চর্মকার বিড়ালকে উদ্ধার করেন তাদের এক সদস্য। পরে শরীরে থাকা মাইক্রোচিপ স্ক্যান করে তার বিস্তারিত শনাক্ত করা হয়। এরপর মালিক কার্লাকে ফোনে কোড পাঠানো হয়।
কার্লা বলেন, তিনি কোডটি পেয়ে সন্দেহ হলেও তার উত্তর দেন। তখন সোটোকে ২ হাজার মাইল দূরে ম্যাসাচুসেটসে পাওয়া গেছে জানতে বিস্মিত হন। যাইহোক পরে কার্লা ২৬ ঘণ্টা গাড়ি চালিয়ে ডাকিনে যান সোটোকে আনতে এবং প্রিয় বিড়ালকে বাড়ি ফিরিয়ে আনেন।
সূত্র: ইউপিআই