কর্মীদের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যবহারের অভিযোগ উঠেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলার বিরুদ্ধে। বিশ্ববিখ্যাত বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির এক ভারতীয় ম্যানেজার অসুস্থতার ছুটি নেওয়া কর্মীরা সত্যি অসুস্থ কি না, তা নিশ্চিত হতে হাসপাতাল বা কর্মীদের বাড়ি যাচ্ছেন। ৩০ জনের বেশি জার্মান কর্মীর সঙ্গে এমন অস্বস্তিকর ঘটনা ঘটেছে বলে জানা গেছে। যোগাযোগমাধ্যম রেডিটে বেশ কয়েকজন এমন অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।
ভারতীয় বসের এমন কর্মকাণ্ডের জন্য অনেকেই ভারতীয় সংস্কৃতিকে দায়ী করছেন। এক কর্মী রেডিটে ভারতীয়দের কাছে জানতে চেয়েছেন, বসেরা তাদের সঙ্গে এমন আচরণ করেন কি না। অভিনব প্যাটেল নামে এক রেডিট ব্যবহারকারী তার অভিজ্ঞতা শেয়ার করে বলেন, একদিন তিনি অফিসে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। এতে তার হাঁটুর হাড় সড়ে যায়। তিনি ম্যানেজারকে জানালে ম্যানেজার তাকে অফিসে এসে আধাবেলা কাজ করে ছুটি নেওয়ার কথা বলেন। অভিনব প্যাটেলের কমেন্টের উত্তরে মূল পোস্টকারী বলেন, ম্যানেজারদের এমন আচরণে অবাক হওয়ার কিছু নেই। একবার তার বস তাকে ভিডিও কল করেন এটা নিশ্চিত হতে যে তিনি অসুস্থ স্বজনকে নিয়ে হাসপাতালে যাচ্ছেন কি না।