আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে পুলিশ। তাদের হাতে থাকে বিপুল ক্ষমতা। তবে সংস্থাটির সদস্য হয়েও অনেককে পড়তে হয় বিড়ম্বনায়। কেননা, বিপুল ক্ষমতার অধিকারী পুলিশের পাশাপাশি সমাজে রয়েছে জোসের মতো মানুষও, যিনি ৪৮ ঘণ্টায় ৩০০ বার কল দিয়ে জীবন অতিষ্ঠ করে তুলেছেন এক নারী পুলিশ কর্মকর্তার। এমন উদ্ভট কাণ্ড ঘটিয়ে যদিও পার পাননি তিনি, যেতে হয়েছে শ্রীঘরে।
ভারতের কেরালা রাজ্যের এরনাকুলম শহরে ঘটে এ ঘটনা। ২০১৯ সালের ১০-১১ জুলাই জোস ওই নারী পুলিশ কর্মকর্তাকে ৩০০ বার কল দেন। যে কল রিসিভ করেন তাকেই অশ্লীল মন্তব্য করা হতো। শুধু এ নারী পুলিশ কর্মকর্তাকেই নয়—অন্য থানায়ও নাকি তিনি কল দিয়ে এমন কাণ্ড করেছেন। সে বছরের ১১ জুলাই এ বিষয়ে অভিযোগ করা হলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
অতঃপর এরনাকুলম শহরের একটি আদালত জোসকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় যৌন হয়রানির অভিযোগে এবং উত্ত্যক্ত করার জন্য দেওয়া হয় এক বছরের জেল। প্রথম অভিযোগে ১০ হাজার ও দ্বিতীয় অভিযোগের জন্য ৫ হাজার রুপি জরিমানা করা হয় তাকে। সূত্র: এআরওয়াই নিউজ
মন্তব্য করুন