জনগণ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে বলে মন্তব্য করেছেন খুলনার নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক। তিনি বলেন, আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। নগরবাসীর প্রত্যাশা পূরণে শেষ রক্তবিন্দু দিয়ে কাজ করে যাব। খুলনাকে একটি আধুনিক ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলব।
খুলনা সিটি নির্বাচনে জয়ের পরদিন গতকাল মঙ্গলবার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে আব্দুল খালেক জানান, অসমাপ্ত কাজগুলো শেষ করাই তার প্রথম কাজ। মহানগরীর যেসব সড়ক, ড্রেনেজসহ উন্নয়নমূলক কাজ চলমান, দায়িত্ব গ্রহণের পর অগ্রাধিকার ভিত্তিতে সেই কাজগুলো শেষ করা হবে।
এরপর নবনির্বাচিত মেয়র আওয়ামী লীগ কার্যালয়ে যান দুপুর ১২টার দিকে। সেখানে প্রথমে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলীয় কার্যালয়ে আবারও মুখোমুখি হন
সাংবাদিকদের। সিটি করপোরেশনে এখনো দুই বছরের উন্নয়ন কাজের টাকা আছে জানিয়ে তালুকদার আব্দুল খালেক বলেন, মহানগরীর বিভিন্ন প্রান্তে সড়ক, ড্রেন, খাল রয়েছে। এসবের কাজ চলছে। প্রায় ৪০০ সড়ক উন্নয়নের কাজ করা হচ্ছে। চেষ্টা করব ডিসেম্বরর মধ্যে কাজগুলো শেষ করার।
মেয়র বলেন, নগরীতে ২৪টি পুকুর খনন করা হবে। রাস্তা সম্প্রসারণ করা হবে। এ ব্যাপারে খুলনা বিশ্ববিদ্যালয়কে পরামর্শক নিয়োগ করা হবে। নিরালা নদী খনন করে দুই পাশে ওয়াকওয়ে করা হবে। বিএল কলেজ এলাকার বাজার ও মহেশ্বরপাশা এলাকার শ্মশানঘাট রক্ষার জন্য নদীতে ব্লক বসিয়ে বেঁধে দেওয়া হবে। যেখানে স্লুইস গেট রয়েছে, সেখানে সংস্কার করা হবে। অনেক উন্নয়ন পরিকল্পনা আছে, এগুলো বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হবে। জলাবদ্ধতা নিরসনে প্রকল্প বাস্তবায়ন করা হবে।
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট সংক্রান্ত এক অভিযোগের জবাবে তালুকদার আব্দুল খালেক বলেন, কোথাও কোনো অসুবিধা হয়নি। অথচ বিনা কারণে অভিযোগ করা হচ্ছে। তবে ভোট কিছুটা ধীরগতিতে হয়েছে। এতে আমরাও কষ্ট পেয়েছি; কিন্তু কোনো দুর্নীতি হয়নি।
গত সোমবার কেসিসি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল আউয়ালকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে তৃতীয়বারের মতো খুলনা সিটির মেয়র নির্বাচিত হন তালুকদার আব্দুল খালেক। তিনি খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং প্রবীণ রাজনীতিক।
মন্তব্য করুন