খুলনা ব্যুরো
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৪ জুন ২০২৩, ০৯:১৬ এএম
প্রিন্ট সংস্করণ

খুলনাকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলব: খালেক

সিটি নির্বাচন
খুলনাকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলব: খালেক

জনগণ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে বলে মন্তব্য করেছেন খুলনার নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক। তিনি বলেন, আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। নগরবাসীর প্রত্যাশা পূরণে শেষ রক্তবিন্দু দিয়ে কাজ করে যাব। খুলনাকে একটি আধুনিক ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলব।

খুলনা সিটি নির্বাচনে জয়ের পরদিন গতকাল মঙ্গলবার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে আব্দুল খালেক জানান, অসমাপ্ত কাজগুলো শেষ করাই তার প্রথম কাজ। মহানগরীর যেসব সড়ক, ড্রেনেজসহ উন্নয়নমূলক কাজ চলমান, দায়িত্ব গ্রহণের পর অগ্রাধিকার ভিত্তিতে সেই কাজগুলো শেষ করা হবে।

এরপর নবনির্বাচিত মেয়র আওয়ামী লীগ কার্যালয়ে যান দুপুর ১২টার দিকে। সেখানে প্রথমে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলীয় কার্যালয়ে আবারও মুখোমুখি হন

সাংবাদিকদের। সিটি করপোরেশনে এখনো দুই বছরের উন্নয়ন কাজের টাকা আছে জানিয়ে তালুকদার আব্দুল খালেক বলেন, মহানগরীর বিভিন্ন প্রান্তে সড়ক, ড্রেন, খাল রয়েছে। এসবের কাজ চলছে। প্রায় ৪০০ সড়ক উন্নয়নের কাজ করা হচ্ছে। চেষ্টা করব ডিসেম্বরর মধ্যে কাজগুলো শেষ করার।

মেয়র বলেন, নগরীতে ২৪টি পুকুর খনন করা হবে। রাস্তা সম্প্রসারণ করা হবে। এ ব্যাপারে খুলনা বিশ্ববিদ্যালয়কে পরামর্শক নিয়োগ করা হবে। নিরালা নদী খনন করে দুই পাশে ওয়াকওয়ে করা হবে। বিএল কলেজ এলাকার বাজার ও মহেশ্বরপাশা এলাকার শ্মশানঘাট রক্ষার জন্য নদীতে ব্লক বসিয়ে বেঁধে দেওয়া হবে। যেখানে স্লুইস গেট রয়েছে, সেখানে সংস্কার করা হবে। অনেক উন্নয়ন পরিকল্পনা আছে, এগুলো বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হবে। জলাবদ্ধতা নিরসনে প্রকল্প বাস্তবায়ন করা হবে।

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট সংক্রান্ত এক অভিযোগের জবাবে তালুকদার আব্দুল খালেক বলেন, কোথাও কোনো অসুবিধা হয়নি। অথচ বিনা কারণে অভিযোগ করা হচ্ছে। তবে ভোট কিছুটা ধীরগতিতে হয়েছে। এতে আমরাও কষ্ট পেয়েছি; কিন্তু কোনো দুর্নীতি হয়নি।

গত সোমবার কেসিসি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল আউয়ালকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে তৃতীয়বারের মতো খুলনা সিটির মেয়র নির্বাচিত হন তালুকদার আব্দুল খালেক। তিনি খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং প্রবীণ রাজনীতিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকসুর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়ন বিতরণ ২৪ আগস্ট

টয়লেটে বসে দীর্ঘ সময় কাটান? যে ভয়াবহ রোগের ঝুঁকির কথা বলছেন বিশেষজ্ঞরা

শেখ হাসিনার সঙ্গে ছবি প্রকাশ করে স্মৃতিচারণ করলেন বাঁধন 

বেতন বৃদ্ধির দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের মেহেরপুরে পৌরসভা ঘেরাও

বিশ্ব মশা দিবস / মশা দমনে সচেতনতাই আনবে কাঙ্ক্ষিত সফলতা

কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

চার্টার্ড সেক্রেটারি : ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী এক পেশা 

সিজিএসের সংলাপে বক্তারা / রাজউক দুর্নীতিমুক্ত না হলে ঢাকা বাঁচবে না

যাদের নিয়ে উমামার প্যানেল ঘোষণা

বিয়ের পর স্বাস্থ্য ও ভুঁড়ি বাড়ে কেন? যা বলছেন পুষ্টিবিদ

১০

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে ম্যাচ অফিসিয়াল হিসেবে থাকছেন যারা

১১

ছাগল হত্যার অভিযোগে যুবক কারাগারে

১২

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে বিশাল নিয়োগ, ৮ম শ্রেণি পাসেও আবেদন

১৩

ড. সরোয়ার ও আসিফ মাহতাবকে হত্যার হুমকি ইস্যুতে হেফাজতের বিবৃতি 

১৪

গ্যাস সংযোগ বিচ্ছিন্নের হুমকি, গ্রাহকদের যে বার্তা দিল তিতাস

১৫

পাকিস্তানি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেলেন বাংলাদেশি চিকিৎসক

১৬

আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানিয়েছে ইরান

১৭

রহস্যময় ছবির পাশে লেখা ‘আম্মু-আব্বু আমারে মাফ করে দিও’

১৮

এবার এনবিআরের ৩ কর্মকর্তাকে বদলি

১৯

পানি উঠেছে অমিতাভ বচ্চনের বাংলোতে 

২০
X