পৃথিলা দাস
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৯ এএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৪ এএম
প্রিন্ট সংস্করণ
প্রাণের মেলা

পূজার দিনে জমজমাট বইমেলা

পূজার দিনে জমজমাট বইমেলা

সরস্বতী পূজা উপলক্ষে গতকাল সোমবার বন্ধ ছিল সব শিক্ষাপ্রতিষ্ঠান। এই সুযোগ কাজে লাগিয়ে অনেক শিক্ষার্থীই গতকাল হাজির হয়েছিল বইমেলায়। নতুন নতুন বই আর সঙ্গে বিপুলসংখ্যক পাঠক-দর্শনার্থীর সমাগম—সব মিলিয়ে গতকাল মেলা ছিল এককথায় জমজমাট। প্রকাশক ও বিক্রেতারা জানান, সরস্বতী পূজা উপলক্ষে প্রথম দুদিনের তুলনায় গতকাল মেলার তৃতীয় দিনে পাঠক-দর্শনার্থীর ভিড় যেমন বেশি ছিল, তেমনি বিক্রিও গত দুদিনের চেয়ে ভালো হয়েছে।

মেলা ঘুরে গতকাল আগত পাঠক-দর্শনার্থীদের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ দেখা গেছে। অনেক তরুণীকেই হলুদ শাড়িতে মেলায় ঘুরতে দেখা যায়। সঙ্গে গলায় মানানসই সোনালি বা মুক্তার মালা, হাতে চুড়ি আর কপালে বড় লাল টিপ। অনেককে আবার মাথায় ফুলের টোপরও লাগাতে দেখা গেছে। তরুণদের সাজেও ছিল উৎসবের ছোঁয়া। অনেককে হলুদ বা সাদা পাঞ্জাবির সঙ্গে জিন্স বা চুরিদার পায়জামা পরতে দেখা গেছে।

সরস্বতী পূজা থাকায় সারাদিন পূজা-অর্চনা সেরে বিকেলে ছোটবোনদের নিয়ে মেলায় এসেছিলেন শিক্ষার্থী রত্না ভৌমিক। তিনি জানান, সরস্বতী পূজার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বোনদের মেলায় নিয়ে এসেছেন তিনি। এর আগে পূজা শেষ করে বন্ধুদের সঙ্গে ঘুরেছেন। এরপর বিকেলে বোনদের নিয়ে মেলায় এসেছেন বই কিনতে।

মোহাম্মদপুর থেকে মেলায় এসেছিলেন শিক্ষার্থী জোনায়েদ হোসেন জুন। তিনি কালবেলাকে বলেন, ‘মোহাম্মদপুর একটু দূরে হওয়ায় মেলায় কম আসা হয়। তবে আজ কলেজ ছুটি থাকায় মেলায় ঘুরতে চলে এসেছি। নতুন বই দেখছি। পছন্দ হলেই কিনব।’

মেলায় সপরিবারে এসেছিলেন ব্যাংকার মাছুম বিল্লাহ। মেলায় এসে খুব ভালো বোধ করছেন জানিয়ে তিনি বলেন, ‘প্রতি বছরই বইমেলায় আসি। তবে মেলার শেষের দিকে বেশি আসা হয়। সরস্বতী পূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বাচ্চাদের নিয়ে মেলায় এসেছি। বাচ্চাদের বই বেশি কিনেছি। মেলার সম্প্রসারণ হওয়ায় এবার জায়গা বেড়েছে। তাই ঘুরে ঘুরে বই দেখতে ও কিনতে পারছি।’

অ্যাডর্ন প্রকাশনীর প্রকাশক জোহরা বেগম জানান, গত দুদিনের তুলনায় মেলায় সোমবার পাঠকের সংখ্যা বেশি। বিক্রিও গত দুদিনের তুলনায় হয়েছে ভালো। তিনি আশা করেন, সামনের দিনগুলোতে দর্শনার্থীর তুলনায় পাঠকের সংখ্যা বাড়বে।

রাবেয়া বুক হাউসে বিক্রেতা ঊর্মিলা ঊর্মি বলেন, ‘গত দুদিনের তুলনায় আজ (সোমবার) মেলায় পাঠক-দর্শনার্থীর উপস্থিতি অনেক বেশি। সরস্বতী পূজার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ছুটি থাকায় শিক্ষার্থীদের উপস্থিতিও অনেক বেশি। বিক্রিও অন্য দিনগুলোর তুলনায় বেশ ভালো।’

তাম্রলিপি প্রকাশনীর বিক্রেতা জামিউল কাউসার কালবেলাকে বলেন, ‘অন্যান্য দিনের তুলনায় আজ (সোমবার) মেলায় দর্শনার্থীদের আগমন অনেক ভালো। বিশেষ করে শিক্ষার্থীদের ভিড়ই আজ মেলায় বেশি ছিল। তবে সাধারণ পাঠকদের উপস্থিতিও আশাব্যঞ্জক। বিক্রিও অন্যদিনের তুলনায় ভালো হচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসচাপায় প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের, বাসে আগুন দিল বিক্ষুব্ধরা

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৬ ঘণ্টায় সাত জেলায় সমাবেশ, ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান

সাত মাস পর কারামুক্তি, ৫ মিনিট পর ফের গ্রেপ্তার

এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান

জবি সিন্ডিকেটের সদস্য হলেন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ

বিদ্যার দেবী সরস্বতী পূজা আজ

রাজউক অধ্যাদেশ জারি, বোর্ড সদস্য হবেন ৭ জন

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থায় ব্যালট বাক্স ছিনতাই সম্ভব নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

১০

সিজিএসের সংলাপ / ‘মিন্টো রোডে সচিবদের ফ্ল্যাট বিলাসবহুল হোটেলকেও ছাড়িয়ে গেছে’

১১

ঢাবিতে ধানের শীষের পক্ষে ছাত্রদল নেতার শুভেচ্ছা মিছিল 

১২

জবি শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ

১৩

এক্সপ্রেসওয়েতে বিশ্ববিদ্যালয়ের বাসে টোল দিতে হবে না ঢাবি শিক্ষার্থীদের

১৪

ভাসানীর কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠায় গণভোটকে ‘হ্যাঁ’ বলুন

১৫

জামায়াত প্রার্থীর নির্বাচনী সমাবেশে অস্ত্রসহ আটক ২

১৬

ম্যানইউকে বিদায় বলছেন ক্যাসেমিরো

১৭

একটি দল প্রবাসীদের ব্যালট পেপার দখল করে নিয়েছে : তারেক রহমান

১৮

বিপিএল ফাইনালকে ঘিরে বিসিবির বর্ণিল আয়োজন

১৯

রাষ্ট্রের গুণগত পরিবর্তনে ধানের শীষই ভরসা : রবিউল

২০
X