শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২
রাজকুমার নন্দী
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৪ জুন ২০২৫, ০৭:৪০ এএম
প্রিন্ট সংস্করণ

নির্বাচনী রোডম্যাপ ইস্যুতে সরকারের দ্রুত পদক্ষেপ চায় বিএনপি

স্থায়ী কমিটির বৈঠক
নির্বাচনী রোডম্যাপ ইস্যুতে সরকারের দ্রুত পদক্ষেপ চায় বিএনপি

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে দ্রুত সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা নিয়ে অন্তর্বর্তী সরকারের আশু পদক্ষেপ চায় বিএনপি। দলটির অভিমত, রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা আহ্বান করা হলেও সেখানে নির্বাচন এবং তার পথনকশা (রোডম্যাপ) ঘোষণার বিষয়টিই ঘুরেফিরে গুরুত্ব পেয়েছে। বিএনপি ছাড়াও আলোচনায় অংশ নেওয়া অধিকাংশ রাজনৈতিক দলই ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছে। এমন অবস্থায় সুস্পষ্ট রোডম্যাপ ইস্যুতে সরকারের পদক্ষেপের দিকে তাকিয়ে আছে বিএনপি। দলটি মনে করে, এক্ষেত্রে সরকার যত দ্রুত পদক্ষেপ নেবে, তত দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। একই সঙ্গে ‘শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়’—জাপানে প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি। এ বক্তব্য দলটিকে আহতও করেছে। গত সোমবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা হয়েছে বলে জানা গেছে।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাত পৌনে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির বৈঠকে সংস্কার ইস্যুতে গত সোমবার জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলোর বৈঠকের বিষয়বস্তু উপস্থাপন করেন সালাহউদ্দিন আহমেদ। ঐকমত্য কমিশনের বৈঠকে ‘শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়’—ড. ইউনূসের এ বক্তব্যের শক্তভাবে প্রতিবাদ জানানো হয়েছে বলে স্থায়ী কমিটিকে অবহিত করা হয়। এ ছাড়া ওই বৈঠকে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে সালাহউদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, জাপানে আপনি যে কথা বলেছেন, সেটি ঠিক নয়। আপনার এই বক্তব্য বিএনপিকে আহত করেছে। এ বিষয়টিও বিএনপির স্থায়ী কমিটিকে অবহিত করা হয়।

জানা গেছে, স্থায়ী কমিটির বৈঠকে নেতারা অভিমত ব্যক্ত করে বলেন, সরকারের সঙ্গে এখন পর্যন্ত বিএনপির যে আলোচনা, পর্যালোচনা কিংবা বৈঠক হয়েছে; সেখানে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ নিয়ে তাদের প্রত্যাশার যে জায়গা, সে বিষয়ে সরকারের তরফ থেকে তারা কোনো কিছু পায়নি। দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায় নির্বাচনই যে বিএনপির মূল দাবি, সে ইস্যুতে এখন পর্যন্ত এসব বৈঠকের ফল বলতে গেলে শূন্য। এ পরিস্থিতিতে সরকারের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেটি দেখার অপেক্ষায় রয়েছে দলটি। অবশ্য ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপির তরফ থেকে সরকারকে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার যে পরামর্শ দেওয়া হয়েছে, দলটি আশা করে, সরকার খুব দ্রুতই সে রোডম্যাপ ঘোষণা করবে।

উচ্চ আদালতের রায়ের পরও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে এখনো শপথ না পড়ানোর বিষয়টি নিয়েও আলোচনা হয় বিএনপির স্থায়ী কমিটিতে। দলটি মনে করে, সরকার শপথের প্রক্রিয়াটি ঝুলিয়ে দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত কলেজের শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

রাজধানী থেকে বগুড়া শহর আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছে :  এ্যানি

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবি প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া

দেশের ৪০ শতাংশ নারী থাইরয়েডে আক্রান্ত!

‘এই পচা চালের ভাত কীভাবে খাব’

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন ওসি হাবিবুল্লাহ

ভেনেজুয়েলার বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে আর্জেন্টিনা

১০

গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন : নীরব

১১

যশোরের ৪ মহাসড়কে মহাদুর্ভোগ

১২

সুদের টাকা না পেয়ে ঘরের টিন কাঠ খুঁটি খুলে নিলেন ইমাম

১৩

সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক

১৪

কিউইদের কাছে বিশ্বকাপে বাংলাদেশের শোচনীয় পরাজয়

১৫

বিএনপি আইনের শাসনে বিশ্বাসী : ব্যারিস্টার অসীম

১৬

প্রত্যেক উপদেষ্টা বিদেশি নাগরিক : রুমিন ফারহানা

১৭

বিশ্বকাপ দলে ডাক পেলেন ঢাবি ছাত্রদল নেতা

১৮

ইতিহাসের সেরা নির্বাচন হতে যাচ্ছে : প্রেস সচিব

১৯

ছুটির দিনেও জমজমাট চাকসুর নির্বাচনী প্রচার

২০
X