কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৫ জুন ২০২৫, ০১:৫৬ এএম
প্রিন্ট সংস্করণ
ঈদুল আজহা

কামারপাড়ায় কোরবানির ব্যস্ততা

কামারপাড়ায় কোরবানির ব্যস্ততা

ঈদুল আজহা মানেই শুধু পশু কোরবানি নয়—এটি আত্মত্যাগ, সামাজিক দায়িত্ববোধ ও শৃঙ্খলার এক প্রতীকী অনুশীলন। আর এই ধর্মীয় অনুষঙ্গের বাস্তবিক রূপ ফুটে ওঠে প্রস্তুতির প্রতিটি ধাপে—দা, বঁটি, ছুরি, চাপাতি, গুঁড়ি, পাটি—প্রতিটি যন্ত্রপাতিই হয়ে ওঠে একেকটি অপরিহার্য অনুষঙ্গ। প্রস্তুতির ঘনঘটা যেমন বাড়ে নগরজুড়ে, তেমনই জেগে ওঠে একসময়কার নিস্তেজ কামারপাড়াগুলোও। ঈদের কোরবানির কাজ যেন সঠিকভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতেই এখন নগরের বাজারগুলোয় চলছে এক নিঃশব্দ প্রস্তুতির প্রতিযোগিতা।

ঈদ যতই ঘনিয়ে আসছে, রাজধানীর কেরানীগঞ্জ, যাত্রাবাড়ী, গাবতলী, মিরপুর, এবং কারওয়ান বাজারের কামারপাড়াগুলোয় ততই বাড়ছে দা, ছুরি, চাপাতি, গুঁড়ির চাহিদা। সরেজমিন ঘুরে দেখা গেছে—পশু জবাইয়ের সরঞ্জামের বিক্রি এরই মধ্যে তুঙ্গে। তবে চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দামের পারদও। লোহা, কয়লা ও শ্রমিক মজুরির দাম বেড়ে যাওয়ায় এ বছর এসব যন্ত্রপাতির দাম বেড়েছে ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত।

রাজধানীর কেরানীগঞ্জ বাজারের কামারপাড়ায় গিয়ে দেখা যায়, সকাল থেকে রাত অবধি হাতুড়ির টুংটাং শব্দে মুখর চারপাশ। কামাররা ব্যস্ত ছুরি-চাপাতি বানানো ও শান দেওয়ার কাজে।

এ পেশায় ১৫ বছর ধরে যুক্ত মো. আব্বাস আলী বলেন, ‘ঈদের সময় তো আমরা বিশ্রামই পাই না। আয়ও হয় ভালো। তবে এখন অনলাইনের কারণে আমাদের দোকানে বিক্রি কমে গেছে।’

একই কথা বলেন নূর ইসলাম নামে আরেক কামার, ‘অনেকেই এখন ঘরে বসে ফেসবুক, ই-কমার্সে অর্ডার করে ফেলেন। অনেকে আবার ঠকেও যান, পরে আমাদের কাছ থেকেই নিতে হয়।’

কারওয়ান বাজারের ব্যবসায়ী আমিনূর বলেন, ‘ঈদের সময় আমাদের বিক্রি ১০ থেকে ১২ হাজার টাকা প্রতিদিন, আর চাঁদরাতে সেটা দাঁড়ায় ৫০ থেকে ৬০ হাজার টাকায়।’

সরঞ্জাম কিনতে আসা ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়—প্রতিবার সব কিছু নতুন করে কেনা লাগে না। কেউ আসেন ছুরি-চাকু শান করাতে, কেউ খাইট্টা বা চাপাতি কিনতে। পুরোনো যন্ত্রপাতি মরিচা ধরায় তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। তাই ঈদের এক সপ্তাহ আগেই ভিড় জমে কামারপাড়ায়।

ক্রেতা শফিকুল হক বলেন, ‘পুরোনো যন্ত্রপাতিগুলো মরিচা পড়ে গেছে। ধার করাতে এনেছি।’

আরেক ক্রেতা ফারহাজ উদ্দিন বলেন, ‘যন্ত্রপাতি ভালো না হলে কাজ হয় না। তাই এবার নতুন করে কিনছি।’

সরঞ্জামের দাম সম্পর্কে বাজার ঘুরে জানা গেছে—চাপাতি: বড় স্প্রিং চাপাতি কেজি প্রতি ৭০০ থেকে ৯০০ টাকা, ছোট চাপাতি ৪০০ থেকে ৬০০ টাকা। বঁটি: বড় বঁটি ৮০০ থেকে ১২০০ টাকা, ছোট বঁটি ২৫০ থেকে ৬০০ টাকা। ছুরি: ছোট ছুরি ১০০ থেকে ১৫০ টাকা, বড় ছুরি ৬০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত। ধার দেওয়ার পাথর: প্রতি পিস ২০০ থেকে ৩৫০ টাকা। ধার শান দেওয়ার খরচ: বঁটির জন্য ১২০ থেকে ২০০ টাকা, চাপাতির জন্য ১৫০ থেকে ২০০ টাকা।

ক্রেতারা অবশ্য এই শান দেওয়ার খরচ নিয়ে কিছুটা আপত্তি জানিয়েছেন। তাদের মতে, ‘মূল্যটা একটু কম হওয়া উচিত ছিল।’

যন্ত্রপাতি ব্যবহারের পর পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা করাও ঈদের প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ। অনেক এলাকায় পরিচ্ছন্নতাকর্মীর অভাবে পশু জবাইয়ের পরের আবর্জনা পরিষ্কারে বিলম্ব হয়। যাত্রাবাড়ীর এক কাঠ ব্যবসায়ী বলেন, ‘গুঁড়ি বা খাইট্টা যেন পরে ফেলে না রাখা হয়—এটা আমরা বারবার বলছি। মানুষের সচেতন হওয়া দরকার।’

ঈদের প্রস্তুতি মানেই শুধু বাজারমুখী ব্যস্ততা নয়, বরং তা একটি ধর্মীয় এবং সামাজিক দায়িত্বও। ইসলামি বিধান অনুযায়ী কোরবানির পশুর কোনো অংশ কসাই বা সহকারীদের পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না। কোরবানির গোশত তিন ভাগ করে আত্মীয়স্বজন, দরিদ্র ও নিজের পরিবারের মধ্যে বণ্টন করাই সুন্নত। চামড়া বিক্রির অর্থ দান করা উচিত; নিজের কাজে ব্যবহার না করাই উত্তম।

ঈদুল আজহা কেবল আনন্দ নয়, বরং তা শৃঙ্খলা, ত্যাগ ও মানবিক চেতনার শিক্ষাও দেয়। আর সে শিক্ষার পরিপূর্ণতা আসে সুনির্দিষ্ট প্রস্তুতি ও পরিচ্ছন্নতার মধ্য দিয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালে বাণিজ্যিক নার্সারি, সন্ধ্যায় বসে মাদকসেবীদের আড্ডা

ইহুদিবিদ্বেষ ইস্যুতে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল ফ্রান্স

টিভিতে আজকের খেলা

এমবাপ্পের জোড়া গোলে লা লিগায় রিয়ালের সহজ জয়

ইবনে সিনায় চাকরির সুযোগ

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

জেনে নিন আজকের নামাজের সময়সূচি

এলোপাতাড়ি কুপিয়ে স্ত্রীকে হত্যা

ক্যাশমেমো নেই, খুচরা বাজারে দ্বিগুণ দাম কাঁচামালে

রামপুরায় ভবনের ৬ তলা থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

১০

কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা ফেরত দিলেন ভ্যানচালক

১১

বুড়িগঙ্গা থেকে লাশ উদ্ধার / ৪ জনকেই হত্যা করা হয়েছে, ধারণা পুলিশের

১২

ওসির বদলির খবরে মোহাম্মদপুর থানার সামনে মিষ্টি বিতরণ স্থানীয়দের

১৩

বিএনপি নেতা আব্দুস সালামের চিকিৎসার খোঁজ নিলেন ডা. কাঁকন 

১৪

সিপিএলে ইতিহাস গড়ে ফ্যালকনসকে জেতালেন সাকিব

১৫

নতুন ই-লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন / মাত্র ১০০ টাকায় করা যাবে দক্ষতা, চাকরি কিংবা ভর্তি প্রস্তুতির কোর্স

১৬

সড়কের মাঝখানে গাছ রেখেই ঢালাই সম্পন্ন 

১৭

বুটেক্স সাংবাদিক সমিতির নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৮

টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ জবির ভিসি

১৯

৬৪ জেলার নেতাকর্মীদের নতুন বার্তা দিল এনসিপি

২০
X