কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৮:১৬ এএম
প্রিন্ট সংস্করণ
ডা. তাহের

৪-৫ উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাদের কণ্ঠ রেকর্ড আছে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের চার থেকে পাঁচজন উপদেষ্টা সিভিল ও পুলিশ প্রশাসনে একটি বিশেষ দলের অনুগতদের বসিয়ে ‘নীলনকশার নির্বাচন’ আয়োজনের ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ষড়যন্ত্রে লিপ্ত উপদেষ্টাদের নাম এবং কণ্ঠের রেকর্ড আছে বলেও দাবি করেন তিনি।

গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর মৎস্য ভবন মোড়ে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দাবিতে চলমান কর্মসূচির অংশ হিসেবে গতকাল রাজধানীসহ দেশের সব বিভাগীয় শহরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

ডা. তাহের তার বক্তব্যে বলেন, আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আজকে হুঁশিয়ারি দিতে চাই না। আজকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রশাসনের যে অবস্থা এবং যে ষড়যন্ত্র চলছে, এটাকে বন্ধ করুন। নিরপেক্ষ ও সৎ লোকদের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করুন। আর যদি না হয়, কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, আমাদের কাছে নাম আছে। তাদের কণ্ঠ রেকর্ড আছে। মিটিংয়ে তারা কী বক্তব্য দেন, এর খবর আছে। আমরা জনগণের কাছে আপনাদের এখন প্রকাশ করছি না। সুযোগ করে দিতে চাই। আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই। যদি সময়মতো সাবধান না হন, তাহলে জনসমক্ষে নাম প্রকাশ করা হবে।

জনপ্রশাসনের রদবদল নিয়ে ক্ষোভ প্রকাশ করে তাহের বলেন, গত পরশু জনপ্রশাসনে একজন সচিবকে নিয়োগ করা হয়েছে। আমরা আগে সরকারকে বলেছিলাম, এই জায়গাটি আগে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সরকারের কোনো কোনো উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছিলেন যে, আমরা এখানে কোনো দলীয় লোক দেব না। অসৎ লোক দেব না। কিন্তু আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ করছি, আমাদের সঙ্গে কথা বলার এক দিন পরই এমন এক ব্যক্তিকে সেখানে নিয়োগ করা হয়েছে, যার অতীতের দুর্নীতির ইতিহাস অনেক লম্বা। তিনি একটি দলের প্রতি পরিপূর্ণভাবে অনুগত এবং বিভিন্ন সময়ে একটি বিশেষ দলের ছাত্র ও রাজনৈতিক সংগঠনের বিভিন্ন পোর্টফোলিওতে দায়িত্ব পালন করেছে।

তাহের অভিযোগ করে বলেন, আমরা আজও দেখছি, সরকারের চার থেকে পাঁচজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে সব নিয়োগকে নিয়ন্ত্রণ করে একটি দলের দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, আমি পুলিশের কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছিলাম। সেখানে একই রকমের কথা যে, প্রচণ্ড চাপ কোনো একটি দলের লোকদের নিয়োগ দেওয়ার জন্য।

নভেম্বর মাসের মধ্যেই গণভোটের দাবি পুনর্ব্যক্ত করে জামায়াতের এই নেতা বলেন, সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হলে আম-ছালা দুটিই যাবে। একসঙ্গে হলে প্রত্যেকে জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার বিষয়ে মনোযোগ দেবেন, গণভোট প্রাধান্য পাবে না। এ ছাড়া সময়ের বিষয় আছে।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলামের সভাপতিত্বে এবং উত্তরের সেক্রেটারি রেজাউল করিমের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম, এহসানুল মাহবুব জোবায়ের, আবদুল হালিম প্রমুখ।

রাজধানীর বাইরে চট্টগ্রাম, রংপুর, গাজীপুর, বরিশালসহ প্রতিটি বিভাগীয় শহরেও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জামায়াত। অভিন্ন দাবিতে একই কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৭ দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

বিএসএফের গুলিতে নিহত ব্যক্তির লাশ এখনো ফেরত পায়নি পরিবার

শীতের সঙ্গে ভিড় বাড়ছে লেপ-তোশকের দোকানে

যুবকের পচাগলা লাশ উদ্ধার

সুখবর পেলেন যুবদল নেতা

পটকা ফুটানো নিয়ে রাতে সংঘর্ষে জড়াল দুই মহল্লার বাসিন্দারা

খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ যা জানা গেল

কনটেন্ট ক্রিয়েটর আল-আমিনের সর্বশেষ অবস্থা

বিজয়ের মাস উদযাপনে ঢাবি প্রশাসনের উদাসীনতার অভিযোগ জাতীয় ছাত্রশক্তির

গুজবে কান না দিয়ে খালেদা জিয়ার সুস্থতায় দোয়া করুন : ইশরাক

১০

শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মনি গ্রেপ্তার

১১

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফরিদপুরে কর্মসূচি

১২

এখনো ‘ট্রাভেল পাস’ চাননি তারেক রহমান : পররাষ্ট্র উপদেষ্টা

১৩

রাবির তিন শিক্ষক বরখাস্ত, ছাত্রত্ব বাতিল দুই শিক্ষার্থীর

১৪

‘চশমা’ প্রতীকে নির্বাচন করবে আট দলের শরিক জাগপা

১৫

মানুষের অধিকারের প্রশ্নে খালেদা জিয়া সব সময় আপসহীন : মাসুদুজ্জামান

১৬

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির ওমরাহ পালন

১৭

সেঞ্চুরিও বাঁচাতে পারল না ভারতকে, সমতায় সিরিজ

১৮

মাদকাসক্ত ছেলের আগুনে পুড়ল বসতঘর

১৯

খালেদা জিয়ার চিকিৎসায় হাসপাতালে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল

২০
X