আতাউর রহমান, শরীয়তপুর থেকে
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ১০:১৮ এএম
প্রিন্ট সংস্করণ

নুরুদ্দিন অপুকে বুকে টেনে নিলেন ভেদরগঞ্জের মানুষ

শরীয়তপুর-৩
নুরুদ্দিন অপুকে বুকে টেনে নিলেন ভেদরগঞ্জের মানুষ

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে কাছে পেয়ে শরীয়তপুর-৩ আসনের (ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জের আংশিক) সর্বস্তরের মানুষের উচ্ছ্বাস যেন বাঁধ ভেঙেছে। প্রায় ৮ বছর পর গত বৃহস্পতিবার নিজ জেলায় সফরে এসেছেন অপু। ২০১৮ সালে শরীয়তপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর তৎকালীন আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়েন তিনি। এরপর দীর্ঘদিন নিজের এলাকা থেকেও দূরে সরিয়ে রাখা হয় তাকে। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবার আগেভাগেই এলাকার মানুষের কাছে ছুটে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব (পিএস) নুরুদ্দিন অপু। এলাকার মানুষ তাকে টেনে নিয়েছেন বুকে। শরীয়তপুর-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অপুকে ঘিরে তার নির্বাচনী এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ।

গত বৃহস্পতিবার শরীয়তপুর সফরে এসে দিনভর নিজ জন্মভিটা গোসাইরহাট এলাকার মানুষের দুয়ারে দুয়ারে গেছেন নুরুদ্দিন অপু। মানুষের সুবিধা-অসুবিধা, আকাঙ্ক্ষা আর সম্ভাবনার কথা জানতে মধ্যরাত পর্যন্ত অংশ নিয়েছেন পথসভা, মতবিনিময় আর জনসংযোগে। এর কয়েক ঘণ্টা পর গতকাল শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই বিএনপির স্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে এলাকার সর্বস্তরের মানুষ ভিড় জমাতে থাকেন অপুর বাড়ির আঙিনায়। সকাল থেকেই ‘ধানের শীষ’ আর ‘অপু ভাই’ স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

নুরুদ্দিন অপুর অনুসারীরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন হওয়ায় বিগত সরকারের আমলে একের পর এক বিড়ম্বনা সামলাতে হয়েছে নুরুদ্দিন অপুকে। আওয়ামী লীগের আক্রোশের শিকার হয়ে মিথ্যা মামলায় টানা ৮ বছর কারাবন্দি ছিলেন তিনি। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর কারামুক্ত হন অপু। এরপর মামলা থেকেও খালাস পান। প্রতিনিয়ত নানা মাধ্যমে এলাকার মানুষের সঙ্গে সংযুক্ত থাকলেও গত বৃহস্পতিবার নিজেই এলাকায় এসেছেন। তার আগমন ঘিরে পুরো শরীয়তপুর জেলায় ব্যাপক সাড়া পড়েছে। তার পথসভা-জনসংযোগ এবং মতবিনিময় সভায় দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। ছোট ছোট আয়োজনও রূপ নিচ্ছে জনসমুদ্রে।

দিনভর সরেজমিন ঘুরে নুরুদ্দিন অপুর অনুসারীদের এসব বক্তব্যের সত্যতা মিলেছে। আগের দিন মধ্যরাত পর্যন্ত এলাকার মানুষকে সময় দেওয়ার পর গতকাল শুক্রবার সাতসকালেই মাঠে নেমে পড়েন অপু। দলের নেতাকর্মীদের নিয়ে গতকাল ভেদরগঞ্জ উপজেলা সদর ছাড়াও নারায়ণপুর ইউনিয়ন, ছয়গাঁও ইউনিয়ন, মহিষার ইউনিয়ন ও রামভদ্রপুর ইউনিয়ন এবং সাজনপুর, লাকার্তা ও কাঞ্চনপাড়া বাজার এলাকায় জনসংযোগ ও পথসভা করেন তিনি। প্রতিটি কর্মসূচিতেই যেন মানুষের ঢল নেমেছিল।

গতকাল সকালে নারায়ণপুর এলাকায় জনসংযোগের গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য সবাইকে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান অপু। গাড়িবহর নিয়ে তিনি নারায়ণপুর ইউনিয়নে পৌঁছানোর পর স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি বিভিন্ন পাড়া-মহল্লা, হাটবাজার ও গুরুত্বপূর্ণ স্থানে পথসভা ও গণসংযোগ করেন।

পথসভায় নুরুদ্দিন অপু বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফেরাতে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করতে হবে।

নারায়ণপুর ইউনিয়নের পর ভেদরগঞ্জ উপজেলা পরিষদের সামনে যান নুরুদ্দিন অপু। এরপর সেখান থেকে শুরু করেন জনসংযোগে। সব শ্রেণি-পেশার মানুষকে কাছে টেনে নিয়ে নিজ দলের এবং নেতার বার্তা তাদের কাছে পৌঁছে দেন অপু। এ সময় রিকশাচালক, দোকানি থেকে শুরু করে সবাই অপুকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। কেউ কেউ টেনে নেন বুকে। চলন্ত গাড়ি থেকেও হাত নেড়ে তাকে শুভকামনা জানান নারী-পুরুষরা। এ সময় পথচলতি শিশুদের কোল তুলে নেন অপু। তরুণ প্রজন্মের ভোটারদের কাছে পেয়ে কথাও বলেন তাদের সঙ্গে। এ সময় নিজেই ফোন হাতে নিয়ে মিটিয়ে দেন তাদের সেলফি তোলার আবদারও।

নুরুদ্দিন অপু ভেদরগঞ্জ দক্ষিণ বাজার এলাকায় পৌঁছানোর পর দেখা যায় অভূতপূর্ব এক দৃশ্য। নির্দ্বিধায় বিভিন্ন শ্রেণি-পেশার বয়োজ্যেষ্ঠ মানুষের পা ছুঁয়ে তাদের সালাম করে দোয়া চান অপু। গ্রামের সহজ-সরল প্রবীণ মানুষরা তার এমন সম্মানের আপ্লুত হন। বুকে টেনে নিয়ে হাত বুলিয়ে দেন অপুর মাথায়। বয়স্কদের প্রতি অপুর এমন শ্রদ্ধাবোধ প্রশংসিত হয়েছে সর্বমহলে। প্রবীণ বাসিন্দাদের উদ্দেশে নুরুদ্দিন অপু বলেন, আমি আপনাদের সন্তান। এই সন্তানের পাশে থেকে সহযোগিতা করুন, স্বপ্নের চেয়ে সুন্দর শরীয়তপুর উপহার দেব। যেখানে কোনো হিংসা, বিদ্বেষ, হানাহানি থাকবে না। উন্নয়ন ও শান্তির শরীয়তপুর উপহার দেব।

পরে গতকাল দুপুরে ঐতিহ্যবাহী লাকার্তা শিকদারবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন নুরদ্দিন অপু। তার উপস্থিতির খবর পেয়ে মসজিদ প্রাঙ্গণে জড়ো হন হাজারো মুসল্লি। অপু তাদের সবার কাছে দোয়া চান এবং এলাকার সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানান।

গণসংযোগের মধ্যেই বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন বিএনপির সম্ভাব্য প্রার্থী অপু। গণভোট নিয়ে বিতর্কের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গণভোট কী জন্য দরকার? সংস্কারের পক্ষে, নাকি বিপক্ষে—তাই তো? আমরা তো সংস্কারের পক্ষে। ‘হ্যাঁ বা ‘না’—এটা জনগণকে একটা বাড়তি ভোগান্তিতে ফেলা। এ সময় তিনি আরও বলেন, দেশের অর্থনীতির গতি থেমে আছে। সুতরাং এই মুহূর্তে দেশে একটা গণতান্ত্রিক সুষ্ঠু ইলেকশন দরকার।

বিকেলে কাঞ্চনপাড়া বাজারে ফেরার পথে সাজনপুর বাজারে জনসংযোগ চালান অপু। ব্যবসায়ীসহ নানা স্তরের মানুষের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে একটি ফলের দোকান থেকে কিছু খেজুর কিনে নেন অপু। এরপর বাজারের দোকানে দোকানে ঘুরে ব্যবসায়ীদের মুখে খেজুর তুলে দিয়ে মিষ্টিমুখ করান তাদের। তার এমন কর্মকাণ্ডে অভিভূত হন সবাই।

পরে সাজানপুর স্কুল মাঠে গিয়ে কিশোর ও তরুণদের সঙ্গে রীতিমতো আড্ডা জুড়ে দেন। আড্ডার ফাঁকে তাদের কাছ থেকে শুনে নেন নতুন প্রজন্মের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার গল্পগুলো। এলাকার উন্নয়নের জন্য তাদের কী চাহিদা ও ভাবনা, তা-ও জেনে নেন গভীর মনোযোগে। তার এমন আন্তরিকতায় মুগ্ধ হন তরুণ-কিশোররা। তারা অপুর সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বাস প্রকাশ করেন। এক তরুণ এ সময় অপুকে জানান, মাঠে ঘাষের জন্য ফুটবল খেলতে সমস্যা হয়। তাৎক্ষণিকভাবে এ সমস্যা সমাধানের উদ্যোগ নেন নুরুদ্দিন অপু। দুই দিনের মধ্যে ঘাষ কাটার মেশিন দেওয়ার প্রতিশ্রুতি দেন তরুণদের এবং বলেন, শুধু খেলার সামগ্রীই নয়, এই তরুণদের সঙ্গে নিয়ে তিনি উন্নয়ন আর শান্তির শরীয়তপুর গড়ে তুলবেন।

ভেদরগঞ্জে জনসংযোগের সময় নুরুদ্দিন অপু বলেন, আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। গণতন্ত্র পুনরুদ্ধারের এই পথযাত্রায় ভেদরগঞ্জ-গোসাইরহাটের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। আগামী নির্বাচনে বিএনপির পক্ষে জোয়ার তৈরি হবে, ইনশাআল্লাহ।

পথসভা ও জনসংযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়াও প্রার্থনা করেন নুরুদ্দিন অপু। বিএনপি ও তারেক রহমানের হাত শক্তিশালী করতে স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। গণসংযোগ, পথসভা ও মতবিনিময় সভায় শরীয়তপুর জেলা, বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এ প্রসঙ্গে ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার বলেন, অপু ভাইয়ের গণসংযোগে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। দল সংগঠিত হয়েছে।

(প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন শরীয়তপুর, ভেদরগঞ্জ ও ডামুড্যা প্রতিনিধি)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

ভিডিও ডাউনলোডের জন্য কিছু সহজ ও নির্ভরযোগ্য অ্যাপ

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ‘ড্র’ রোববার

দেশ ও জাতি নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে : ড. জালাল

আবারও বাংলাদেশে আসছে পাকিস্তানি ব্যান্ড ‘কাবিশ’

স্বাস্থ্য, ত্বক ও ঘরের যত্নে ছোট্ট জাদু ‘আদা’

একটি রাজনৈতিক দল জান্নাতের টিকিট বিক্রি করছে : ব্যারিস্টার খোকন

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০ নভেম্বর পর্যন্ত আবেদন করুন ব্র্যাক ব্যাংকে

তছনছ করে দুর্বল হলো ঘূর্ণিঝড় মেলিসা

১০

সিরিয়ার ওপর সিজার নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র

১১

প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দিচ্ছে ব্র্যাক

১২

ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেবে পেন্টাগন

১৩

অফিসার পদে নিয়োগ দিচ্ছে আর্থিক প্রতিষ্ঠান আভিভা ফাইন্যান্স

১৪

রাজধানীতে আজ কোথায় কী

১৫

দেশের ৯০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা বাতিল হবে : মান্নান

১৬

ঢাকায় কখন হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

১৭

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৮

০১ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৯

কুবি ছাত্র সংসদ নির্বাচন / অনাবাসিকদের প্রার্থিতা ও ভোটাধিকার নিয়ে বিতর্ক

২০
X