

ধর্ম-বর্ণ ও রাজনৈতিক মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে শরীয়তপুরকে উন্নত, বাসযোগ্য ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে চান আগামী জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে (গোসাইরহাট-ডামুড্যা, ভেদরগঞ্জ) বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের বিভিন্ন এলাকায় গতকাল বুধবার দিনব্যাপী গণসংযোগ ও মতবিনিময়কালে স্থানীয় ভোটারদের সামনে নিজের এমন মনোভাব তুলে ধরেন তিনি।
মতবিনিময়কালে নুরুদ্দিন অপু বলেন, আমি কোনো হিংসা-বিদ্বেষ চাই না। আমরা দল-মত নির্বিশেষে একসঙ্গে কাজ করলে অবহেলিত শরীয়তপুরকে উন্নত ও শান্তিপূর্ণ জেলায় পরিণত করা সম্ভব। আমি আপনাদের কাছে এমপি হতে আসিনি, শুধু দোয়া চাই।
গণসংযোগের অংশ হিসেবে নুরুদ্দিন অপু ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। এ সময় তিনি শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী হিসেবে ফুটবল, ব্যাডমিন্টন ব্যাট ও ভলিবল বিতরণ করেন। ক্রীড়া সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত হন শিক্ষার্থীরা।
গতকাল বেলা ১১টার দিকে মহিষার নুরানি তালিমুল কোরআন ও হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শনে যান নুরুদ্দিন অপু। সেখানে শিক্ষার্থীরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। নুরুদ্দিন অপুও শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে শুভেচ্ছা বিনিময় করেন। তাকে দেখতে মাদ্রাসা প্রাঙ্গণে জড়ো হওয়া লোকজনের উদ্দেশে তিনি বলেন, ভেদরগঞ্জের মানুষের কাছ থেকে যে পারিবারিক শিক্ষা পেয়েছি, সে শিক্ষার প্রতিফলন হিসেবে এখানে কোনো ভেদাভেদ রাখব না, সবাই দলমত নির্বিশেষে একসঙ্গে কাজ করব, শরীয়তপুরের উন্নয়নে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।
এর আগে সকাল ৯টার দিকে মহিষার দিগম্বরী স্কুল অ্যান্ড কলেজে যান নুরুদ্দিন অপু। শিক্ষার্থীরা সেখানেও করতালির মাধ্যমে তাকে স্বাগত জানায়। তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে ভিড় করে শিক্ষার্থীরা। নুরুদ্দিন অপু কুশল বিনিময়ের পর শিক্ষার্থীদের হাতে তুলে দেন ক্রীড়া সামগ্রী।
এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরাই আগামী দিনের নেতৃত্ব। শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে সমাজের প্রতিটি স্তরে। তোমরা মানুষ হবে দেশপ্রেমে উদ্বুদ্ধ,
ন্যায়-নৈতিকতা ও আদর্শে গড়া। শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে সবসময় তাদের পাশে থাকারও প্রতিশ্রুতি দেন নুরুদ্দিন অপু।
এ ছাড়া গতকাল তিনি মহিষার ইউনিয়ন পরিষদের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং সুন্দর সমাজ গঠনে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন। একই সঙ্গে বিভিন্ন ওয়ার্ডে ভোটকেন্দ্র গঠন উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গেও তার মতবিনিময় অনুষ্ঠিত হয়।
গণসংযোগকালে মহিষার ইউনিয়নের নিহত-প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত করেন এবং তাদের পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
গতকাল দিনভর প্রচারকালে তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গণি মিন্টু সরদার, ভেদরগঞ্জ উপজেলার আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার, সাবেক সভাপতি হাসেম ঢালী, সাবেক সাধারণ সম্পাদক বিএম মোস্তাফিজ (মোস্তফা), যুবদলের সাবেক সভাপতি আসলাম মাঝি, মোসলেম হোসেন সরদারসহ দলীয় বিপুলসংখ্যক নেতাকর্মী।
মন্তব্য করুন