আরিফিন তুষার, বরিশাল
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৩:৪১ এএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:২৬ পিএম
প্রিন্ট সংস্করণ
নির্বাচনী হলফনামা

৫ এমপির সম্পদ বেড়েছে দ্বিগুণ, কমেছে একজনের

৫ এমপির সম্পদ বেড়েছে দ্বিগুণ, কমেছে একজনের

বরিশাল জেলার ছয়টি আসনের একাদশ সংসদ নির্বাচনে চারটিতে আওয়ামী লীগ এবং দুটিতে জাতীয় পার্টি জয়ী হয়। এদের মধ্যে একটি বাদে বাকি পাঁচটিতেই বর্তমান এমপিরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। এ ছাড়া ঢাকা-৮ আসনের এমপি রাশেদ খান মেননও বরিশালের একটি আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের দেওয়া হলফনামায় দেখা যায়,Ñগত পাঁচ বছরে এখানকার ৫ এমপির আয় বেড়েছে দ্বিগুণেরও বেশি। তাদের স্ত্রী-সন্তানদের আয়ও বেড়েছে বিপুল পরিমাণে। প্রত্যেকেরই কোটি টাকার বেশি স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে। তবে বরিশাল-৬ আসনের এমপি জাতীয় পার্টির নাসরিন জাহান রত্না ওরফে রত্না আমিনের সম্পদ গত পাঁচ বছরে অর্ধেকে নেমে এসেছে।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বর্তমান এমপি আবুল হাসানাত আবদুল্লাহ আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০ বছর আগে অর্থাৎ ২০১৩ সালে তার বার্ষিক আয় দেখিয়েছিলেন ২৫ লাখ ৪৪ হাজার টাকার ওপরে। পরবর্তী সময়ে ২০১৮ সালে আয় দেখানো হয় ২ কোটি ৪৮ লাখ টাকার বেশি। এবার তিনি আয় দেখিয়েছেন ৪ কোটি ১৭ লাখ টাকার বেশি। এ ছাড়া দুটি জিপ গাড়িসহ মোট ৩৩ কোটি ৫২ লাখ টাকার বেশি অস্থাবর সম্পদ এবং এবং ১ কোটি ৭০ লাখ টাকার বেশি মূল্যের ১৭ একর কৃষিজমি, ৪১.০৪৯ একর অকৃষি জমি, ঢাকার কলাবাগানে ১টি দালান ও যৌথ নামে নিজ গ্রামে পৈতৃক বাড়ির একাংশ দেখানো হয়েছে স্থাবর সম্পদের বিবরণে।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে বর্তমান এমপি শাহে আলম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাননি।

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের বর্তমান এমপি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু। গত পাঁচ বছরে তার আয় বেড়েছে দ্বিগুণের বেশি। ২০১৮ সালের হলফনামায় বার্ষিক আয় ছিল ৬ কোটি ১০ লাখ টাকার বেশি। এবার আয় দেখিয়েছেন প্রায় ১৯ কোটি টাকা। ২০১৮ সালে প্রায় ৪ কোটি টাকার অস্থাবর সম্পদ ছিল। পাঁচ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ২৮ কোটি টাকার ওপরে। এবার স্ত্রীর নামে অস্থাবর সম্পদ দেখিয়েছেন ৪ কোটি টাকার বেশি।

একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা-৮ আসনের বর্তমান এমপি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। হলফনামায় বর্তমানে তিনি আয় দেখিয়েছেন ৬ লাখ ৯৬ হাজার ৩৪৫ টাকা, যা ২০১৮ সালে ছিল ১২ লাখ ৯২ হাজার ৩৯২ টাকা। পূর্বের নির্বাচনে অস্থাবর সম্পত্তি দেখিয়েছিলেন ৭৫ লাখ ৭৮ হাজার ৩৩৭ টাকা। গত পাঁচ বছরে তা বেড়ে ৩৭ কোটি ৮১ লাখ ১ হাজার ১৪২ টাকায় উন্নীত হয়েছে। এ ছাড়া গত নির্বাচনে স্থাবর সম্পত্তির পরিমাণ ৩৭ লাখ ২০ হাজার টাকা দেখিয়েছিলেন। এবারও তাই দেখিয়েছেন।

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের বর্তমান এমপি আওয়ামী লীগের পংকজ নাথ। তবে এবার তিনি দলীয় মনোনয়ন পাননি। পরিবর্তে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছে। দ্বৈত নাগরিকত্বের কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন পংকজ নাথ। ২০১৮ সালের নির্বাচনে তিনি বার্ষিক আয় দেখিয়েছিলেন ৩৫ লক্ষাধিক টাকা। পাঁচ বছরে তার আয় বেড়ে ৪৩ লক্ষাধিক টাকা হয়েছে। এ ছাড়া ২৪ কোটি ৯৩ লাখ ৫ হাজার ১৭১ টাকা মূল্যের অস্থাবর সম্পত্তি এবং রাজউকের পূর্বাচলে ২৫ লাখ ২৫ হাজার টাকা মূল্যের (প্লট) স্থাবর সম্পত্তি রয়েছে। ২০১৮ সালে ৫৯ হাজার ৬১৪ টাকা মূল্যের অস্থাবর এবং ৬৬ হাজার ২১ হাজার ৯১৩ টাকা মূল্যের স্থাবর সম্পত্তি দেখিয়েছিলেন তিনি।

বরিশাল-৫ (বরিশাল সদর) আসনের বর্তমান এমপি জাহিদ ফারুক শামীম পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করছেন। আসন্ন নির্বাচনেও তিনি নৌকার টিকিট পেয়েছেন। গত পাঁচ বছরে তার সম্পদ এবং আয় বেড়েছে বহুগুণ। ২০১৮ সালে বার্ষিক আয় ছিল ৪ লাখ ৫০ হাজার টাকার বেশি। গত পাঁচ বছরে তা বেড়ে দেড় কোটির বেশি হয়েছে। ব্যক্তিগত গাড়িসহ ২ কোটি ৭ লাখ টাকার বেশি সম্পদের মালিক তিনি। তার স্ত্রীরও রয়েছে ২ কোটি ২৩ লাখ টাকার বেশি অস্থাবর সম্পদ। রয়েছে নাল জমি, ভিটাবাড়ি ও দুটি স্থাবর সম্পদ, যার মূল্য কোটি টাকার বেশি।

একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তিনি বরিশাল সিটির সদ্য সাবেক মেয়র। সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সময় হলফনামায় বার্ষিক আয় দেখিয়েছিলেন ৮ লাখ ৩১ হাজার টাকা। এবার আয়ের পরিমাণ বেড়ে ২০ লাখ ৪০ হাজার টাকা হয়েছে। ২০১৮ সালে সিটি নির্বাচনের সময় হলফনামায় ১টি রিকন্ডিশন মাইক্রোবাস, কিছু আসবাবসহ ৮ লাখ ৮১ হাজার টাকার অস্থাবর সম্পদ দেখিয়েছিলেন। আর স্থাবর সম্পদের তালিকায় ছিল ঢাকার পূর্বাঞ্চলে রাজউকের প্লট ও গুলশানের নিকেতনে ফ্ল্যাট। এবারের হলফনামায় অস্থাবর সম্পদ ২ কোটি ২৪ লাখ ৩৭ হাজার টাকার বেশি এবং স্ত্রীর ৩ লাখ টাকা মূল্যের ১০ ভরি স্বর্ণের কথা উল্লেখ করেছেন।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের এমপি নাসরিন জাহান রত্না জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে গত পাঁচ বছরে তার আয় এবং সম্পদের পরিমাণ অর্ধেকে নেমেছে। বর্তমানে তার বার্ষিক আয় ৩০ লাখ ৬৮ হাজার ৫৭৯ টাকা। ২০১৮ সালে ছিল ৫৫ লাখ ৮৮ হাজার ৫৯৬ টাকা। ওইসময় নিজের দুটি ল্যান্ড ক্রুজারসহ ৪ কোটি ৩২ লাখ ৮৪ হাজার ৩২৪ টাকা মূল্যের অস্থাবর এবং ৩৭ লাখ ১৭ হাজার ৬৬৭ টাকা মূল্যের অস্থাবর সম্পদ দেখিয়েছিলেন। এবার অস্থাবর সম্পত্তি ৩৬ কোটি ৮১ লাখ এক হাজার ৪২৩ টাকার এবং স্থাবর সম্পত্তি দেখিয়েছেন ৮৯ লাখ ৭৭ হাজার ৯৪২ টাকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের মৃত্যুর খবর শুনে হাসপাতালে এসে মারা গেলেন ছেলেও

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

সিঙ্গারে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

মেসিহীন মায়ামিকে বাঁচাল রদ্রিগেজের দুর্দান্ত গোল

গাজায় যেভাবে দুর্ভিক্ষ নেমে এলো

লেভান্তের মাঠে বার্সার রোমাঞ্চকর জয়

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আকিজ গ্রুপে চাকরি, বেতন ছাড়াও থাকবে নানা সুবিধা 

বাগেরহাটে সকাল-সন্ধ্যা হরতাল

যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করছে ভারত

১০

২৪ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ বিএনপিকে বিজয়ী করবে : মোমিন

১২

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১৩

বিয়ে ভেঙে যাওয়ায় কলেজছাত্রীর কাণ্ড

১৪

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৫

২৪ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১৬

সাতসকালে দিনাজপুরে সড়ক দুর্ঘটনা, বাসে ছিলেন গণঅধিকার পরিষদ নেতা

১৭

তামাকবিরোধী ইয়ুথ মার্চ  / তামাক কোম্পানির সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত বাতিল, দ্রুত আইন পাসের আহ্বান

১৮

দুই-তৃতীয়াংশের বেশি সিট পেয়ে বিএনপি ক্ষমতায় আসবে : ফজলুর রহমান

১৯

নেতাকর্মীদের ধৈর্যশীল আচরণের আহ্বান আমিনুল হকের 

২০
X