হাতে ভর দিয়ে হাঁটা দুরূহ কাজ; কিন্তু সবার কাছে কঠিন হলেও নেপালের নাগরিক হরিচন্দ্র গিরির জন্য এ কাজ যেন ডালভাত! হাতে ভর দিয়ে একে একে তিনি নেমেছেন সিঁড়ির ৭৫ ধাপ। আর তাতে হয়ে গেছে বিশ্বরেকর্ড।
নেপালের জামচেন বিজয়া স্তুপা বৌদ্ধ মন্দিরের সিঁড়ি বেয়ে নেমে এ রেকর্ড গড়েন হরিচন্দ্র। গিনেস ওয়াল্ড রেকর্ডস জানায়, এতগুলো ধাপ নামতে তিনি সময় নিয়েছেন মাত্র ২৫ দশমিক ০৩ সেকেন্ড। এর আগের রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের মার্ক কেনির।
২০১৪ সালে তিনি ৩০ দশমিক ৮ সেকেন্ডে এ রেকর্ড গড়েন।
মাত্র ৮ বছর বয়স থেকেই হাতে ভর দিয়ে হাঁটা শুরু করেন হরিচন্দ্র। এরপর থেকে তার এ দক্ষতার মাধ্যমে বেশ কিছু রেকর্ডের মালিক হন তিনি। এর মধ্যে রয়েছে দ্রুত সময়ে সিঁড়ির ৫০ ধাপ বেয়ে নামা, দুই পায়ের মাঝখানে ফুটবল নিয়ে দ্রুততম ৫০ ও ১০ মিটার হাতে ভরে দিয়ে হাঁটা। সূত্র: ইউপিআই
মন্তব্য করুন