কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৪ এএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৮ এএম
প্রিন্ট সংস্করণ

দ্বন্দ্ব মিটিয়েই ভোটে যেতে হবে তৃণমূল আ.লীগকে

গণভবনে বিশেষ বর্ধিত সভা আজ
দ্বন্দ্ব মিটিয়েই ভোটে যেতে হবে তৃণমূল আ.লীগকে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র ও নৌকার প্রার্থীদের মধ্যকার লড়াইয়ের মাধ্যমে যে দ্বন্দ্ব ও কোন্দলের সূত্রপাত হয়েছিল, তার রেশ স্থানীয় সরকারের নির্বাচনেও প্রভাব ফেলতে পারে। এ শঙ্কা থেকেই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীকের কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। তবে তাতেও স্বস্তিতে নেই ক্ষমতাসীন দলটিতে। ক্রমবর্ধমান এই দলীয় কোন্দলের রাশ টানতে তৃণমূলের নেতা ও জনপ্রতিনিধিদের ঢাকায় ডেকেছে আওয়ামী লীগ। উপজেলা পরিষদ নির্বাচন কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দল নিরসনে কড়া বার্তা দেবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় গণভবনের বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে এক বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়েছে। এই বৈঠকে সারা দেশ থেকে ৩ হাজারের বেশি দলীয় নেতা ও জনপ্রতিনিধি অংশ নেবেন। এর মধ্যে আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা/মহানগর/উপজেলা/থানা/ পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ

সম্পাদকরা, জাতীয় সংসদের দলীয় ও স্বতন্ত্র সদস্যরা, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যানরা, সিটি করপোরেশন ও পৌরসভার দলীয় মেয়ররা এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা রয়েছেন।

এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ

সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কৌশলগত কারণে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন করেছেন। যে নির্বাচনে ৬২ জন নির্বাচিত হয়েছেন। তারাও কিন্তু আওয়ামী লীগের। অনেকে আওয়ামী লীগের পদধারীও আছেন। নির্বাচনে নিজেদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি, মতবিরোধ, দ্বন্দ্ব, সংঘাতের মতো দুঃখজনক ঘটনাও ঘটেছে। হানাহানি, দলের অভ্যন্তরে অন্তর্কলহ, এসবের অবসান ঘটিয়ে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে দলে সুদৃঢ় ঐক্য দরকার। সামনে উপজেলা নির্বাচন, মেয়র নির্বাচন ও পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে যেন মনোমালিন্য বা কোনো সংঘাত সৃষ্টি না হয়, সেজন্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবার মধ্যে ঐক্যবদ্ধ আবহ তৈরির জন্য এই বিশেষ বর্ধিত সভার আয়োজন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, ৭ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশকে যে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করা হয়েছে, সে জন্য দলের অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। ফলে কিছু দ্বন্দ্ব-কোন্দল সৃষ্টি হয়েছে। আশা করছি, দলের সভাপতির নির্দেশনার মাধ্যমে এসব সমাধান হয়ে যাবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলীয় ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সমর্থকদের মধ্যে সংঘাত বেড়ে যাওয়ায় চিন্তিত আওয়ামী লীগ। এই কোন্দল দ্রুত মেটাতে না পারলে আসন্ন স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচনকে ঘিরে সংঘাত চরম রূপ নিতে পারে। স্থানীয় সংসদ সদস্যরা দল হোক আর স্বতন্ত্র হোক প্রত্যেকেই চেষ্টা করে নিজ বলয়ের লোকদের চেয়ারম্যান নির্বাচিত করতে। এমপি-বিরোধীরাও নিজেদের পছন্দের প্রার্থী নিয়ে ভোটের মাঠে নামবেন বলে ধারণা করা হচ্ছে। এই অভ্যন্তরীণ কোন্দলের সুবিধা যাতে মাঠের বিরোধী দল বিএনপি নিতে না পারে সেজন্য আগেভাগেই দল বিশেষ বর্ধিত সভার আয়োজন করেছে। দলের সভাপতি শেখ হাসিনা এই বৈঠকে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন, যা তৃণমূলের নেতারা পালন করবেন বলেই দলের শীর্ষ নেতাদের প্রত্যাশা।

এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন কালবেলাকে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থীর সঙ্গে আমাদের দলেরই স্বতন্ত্র হিসেবে অনেকে নির্বাচন করেছেন, তা নিয়ে মনোমালিন্য ও দ্বন্দ্ব তৈরি হয়েছে। আসন্ন উপজেলা নির্বাচনে সবাইকে এসব ভুলে গিয়ে কাজ করতে নির্দেশনা দেওয়া হবে। নির্বাচনে দলের প্রার্থী থাকবে না। তবে আমাদের দলের লোকজন নির্বাচন করবে, সেজন্য যাতে কোনো সংঘাতের সৃষ্টি না হয়, সে বিষয়েও নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে তৃণমূলের সবাই যেমন শুভেচ্ছা জানাবেন, একইভাবে তৃণমূলের সবাইকে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য দলের সভাপতি হিসেবে শেখ হাসিনা ধন্যবাদ জ্ঞাপন করবেন। মূল কথা দলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে করণীয় সম্পর্কে নির্দেশনা দেবে দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর 

সিলেটের দুই মেডিকেল কলেজ হাসপাতালে বিএনপির লিফলেট বিতরণ

শাকিব খানের শিডিউলে নেই রায়হান রাফি

উপদেষ্টা পরিষদে ১১ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ও নীতি অনুমোদন

নানা জল্পনার অবসান ঘটিয়ে ট্রাম্পের শান্তি পর্ষদের যাত্রা শুরু

ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ : লুৎফুজ্জামান বাবর

অবসরে গেলেন মার্কিন মহাকাশচারী সুনিতা

মোসাব্বির হত্যা / জবানবন্দিতে অস্বীকৃতি, কারাগারে বিল্লাল

১২ ঘণ্টা পর রাঙামাটির সঙ্গে সারা দেশের বাস চলাচল শুরু

কাকে ভোট দেওয়া উচিত, জানালেন শায়খ আহমাদুল্লাহ

১০

দুবাইয়ে তুষারপাতের ছবি শেয়ার করলেন ক্রাউন প্রিন্স

১১

বাংলাদেশকে এবার বড় লজ্জা দিল পাকিস্তান

১২

দুদকের মামলায় আবেদ আলী কারাগারে

১৩

বৃদ্ধাঙ্গুলি দেখানোর বিষয়ে যে ব্যাখ্যা দিলেন রুমিন ফারহানা

১৪

ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রিপন রিমান্ডে 

১৫

হাদি হত্যার আসামি রুবেল ৬ দিনের রিমান্ডে

১৬

মাইক ব্যবহারে সময় বেঁধে দিল ইসি

১৭

ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি : তারেক রহমান

১৮

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়নে গঠিত টাস্কফোর্স নিয়ে হাইকোর্টের রুল

১৯

পাতা না ঠোঁট কোনটি আগে দেখলেন, উত্তর মিলিয়ে জেনে নিন আপনার ব্যক্তিত্ব

২০
X