শিতাংশু ভৌমিক অংকুর
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০২:২৭ এএম
আপডেট : ১০ মার্চ ২০২৪, ০২:১৪ পিএম
প্রিন্ট সংস্করণ
৭১-এর মুক্তিযুদ্ধ

আত্মত্যাগের স্বীকৃতি মেলেনি ভারতীয় দুই সাংবাদিকের

বাঁ থেকে দীপক বন্দ্যোপাধ্যায় ও সুরজিৎ ঘোষাল। সৌজন্য ছবি
বাঁ থেকে দীপক বন্দ্যোপাধ্যায় ও সুরজিৎ ঘোষাল। সৌজন্য ছবি

৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের জন্ম। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা। মহান মুক্তিযুদ্ধে এই দেশের মানুষ ছাড়াও অনেক বিদেশি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। বিদেশিদের মধ্যে অনেকে সরাসরি অস্ত্র হাতে লড়েছিলেন। আবার অনেকে লেখনীর মাধ্যমে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়েছিলেন। এমনই দুজন হলেন ভারতের তরুণ সাংবাদিক দীপক বন্দ্যোপাধ্যায় ও সাংবাদিক সুরজিৎ ঘোষাল। তারা যুদ্ধে নিপীড়িত মানুষের চিত্র তুলে ধরতে এ দেশে এসে শহীদ হন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, স্বাধীনতার ৫৩ বছরেও এই দুই তরুণ সাংবাদিক দুই দেশের কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি।

যুদ্ধের ভয়াবহতা আড়ালে রাখতে সম্ভাব্য সব ধরনের চেষ্টাই করেছিল পাকিস্তান সরকার। মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি বাহিনীর হাতে শহীদ হন অনেক দেশি-বিদেশি সংবাদকর্মী। তার পরও অবরুদ্ধ সময়ে জীবন বাজি রেখে অনেক বিদেশি সাংবাদিক যুদ্ধকালীন পরিস্থিতির সংবাদ সংগ্রহ করেছিলেন। প্রকাশ করেছিলেন বিভিন্ন গণমাধ্যমে। সেসব প্রতিবেদন, আলোকচিত্র ও ভিডিও ফুটেজ কেবল বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করেনি, সময়ের পরিক্রমায় তা হয়ে উঠেছে মুক্তিযুদ্ধের প্রামাণ্য দলিল।

দীপক বন্দ্যোপাধ্যায় ও সুরজিৎ ঘোষাল ১৯৭১-এ ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে নবীন সাংবাদিক হিসেবে যোগ দেন অমৃত বাজার পত্রিকায়। বাংলাদেশের ভেতরে যে বর্বরোচিত হত্যাযজ্ঞ চলছে, তার খবর সংগ্রহ করতে তারা কলকাতা থেকে আগরতলা আসেন। এরপর তারা আসেন তৎকালীন পূর্ব পাকিস্তানে। কিন্তু যুদ্ধ শেষ হলেও তাদের আর কলকাতায় ফেরা হয়নি।

এ বিষয় জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী এমপি ও মানবাধিকার কর্মী আরমা দত্ত বলেন, যুদ্ধের সময় আমরা ভারতের ত্রিপুরায় ছিলাম শরণার্থী হিসেবে। সে সময় বহু সাংবাদিক যুদ্ধের খবর জানতে আমাদের কাছে আসতেন। তাদের মধ্যে দুই নবীন সাংবাদিকের কথা আমার এখনো মনে আছে। কারণ, তারা বারবার আমাদের পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতে এসেছিল। আমাদের সাক্ষাৎকার নিয়েছিল। মনে আছে, তারা যখন আমাদের কাছে যুদ্ধের পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছিল, তখন আমি অঝোরে কাঁদছিলাম। ভয়ংকর ও মর্মান্তিক ঘটনার কথা শুনে তারাও চোখের পানি ধরে রাখতে পারেনি। বারবার রুমাল দিয়ে চোখ মুছেছিল।

দিন দিন হানাদার বাহিনীর অত্যাচার বেড়ে যেতে লাগল। অবস্থা ক্রমে ভয়ংকর হচ্ছিল। তাই সীমান্ত দিয়ে বহু মানুষ প্রাণ বাঁচাতে আমাদের মতোই একবস্ত্রে ত্রিপুরায় ঢুকতে শুরু করল। এই ভয়ংকর অবস্থার মধ্যে সেই দুই নবীন সাংবাদিক, ত্রিপুরা সীমান্ত পার হয়ে, কুমিল্লা শহরে ঢুকে পড়ে সরেজমিন তথ্য সংগ্রহ করতে। এরপর এই দুই সাংবাদিক আর ত্রিপুরায় ফিরে যায়নি। যতটুকু খবর পাওয়া গিয়েছিল, পাকিস্তানি সেনারা কুমিল্লা ময়নামতি সেনানিবাসের কাছ থেকে সন্দেহভাজন হিসেবে দুজনকে ধরে নিয়ে যায়। পরে পরিচয়পত্রের মাধ্যমে জানা যায় তারা ভারতীয় সাংবাদিক। তাদের বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী অমানুষিক নির্যাতন করে হত্যা করে ময়নামতির সেনানিবাসের বধ্যভূমিতে গণকবরে নিক্ষেপ করে।

এমপি অ্যারোমার মতে, এই তরুণ দুই সাংবাদিক দীপক বন্দ্যোপাধ্যায় ও সুরজিৎ ঘোষাল তাদের জীবন বাজি রেখে যে সাহস দেখিয়েছেন, তার অবশ্যই স্বীকৃতি দিতে হবে। অমৃত বাজার পত্রিকা ও ভারতীয় সাংবাদিকদের উচিত দুই দেশের সরকারের কাছে তাদের আত্মত্যাগের স্বীকৃতির জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া।

এ বিষয়ে কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর বলেন, আমরা চাই তাদের নাম যুক্ত হোক বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিকদের তালিকায়। এ নিয়ে কাজ চলছে। বিষয়টি আমরা বাংলাদেশ সরকারকে অবহিত করেছি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তারা বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করছেন। তা ছাড়া তাদের যাতে মুক্তিযুদ্ধো হিসেবে সম্মাননা দেওয়া হয়, আমরা সে অনুরোধও করেছি বাংলাদেশের সরকারের কাছে। বাংলাদেশ সরকার যদি এই দুই তরুণ সাংবাদিকের সাহসী কর্মকাণ্ডের গল্প পাঠক্রমে যুক্ত করে, তাহলে সেদেশের নতুন প্রজন্ম তাদের সম্পর্কে জানতে পারবে। তাদের কর্ম ও জীবনকে স্মরণীয় করে রাখতে কলকাতা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা একটা গ্রন্থ প্রকাশ করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিডিও তৈরির যে অ্যাপ সবার জন্য উন্মুক্ত করল গুগল

ময়মনসিংহে জাপার অফিস ভাঙচুর

গণঅধিকার পরিষদের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

স্বাস্থ্য পরামর্শ / মোটরযানের কালো ধোঁয়া ও অসংক্রামক রোগের ঝুঁকি

নুরের ওপর হামলার নিন্দা / আমরা অত্যন্ত নাজুক সময়ে আছি : তারেক রহমান

নুরের অবস্থা মুমূর্ষু, বাঁচবে কি মরবে জানি না : রাশেদ

নুরের ওপর হামলার প্রতিবাদে নিজ উপজেলায় বিক্ষোভ

ডাচদের সাথে লিটনদের লড়াই দেখবেন যেভাবে

নুরের ওপর হামলা / ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ

কী বলে নুরের ওপর হামলা করা হয়, জানালেন ইয়ামিন মোল্লা

১০

আফগানদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা পাকিস্তানের

১১

নুরের ওপর হামলার ঘটনায় জামায়াত সেক্রেটারি জেনারেলের বিবৃতি

১২

আইসিইউতে নুর, ৪৮ ঘণ্টার আগে কিছু বলা যাবে না : চিকিৎসক

১৩

নুরের ওপর হামলা ‘অত্যন্ত ন্যক্কারজনক’: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

১৪

নুরের ওপর হামলায় ১০১ সংগঠনের বিবৃতি

১৫

নুরকে দেখতে এসে আসিফ নজরুল অবরুদ্ধ 

১৬

আহত নুরকে দেখতে ঢামেকে প্রেস সচিব

১৭

সহিংসতার ঘটনায় সেনাবাহিনীর বিবৃতি

১৮

সেই পরিকল্পনা ভেস্তে গেলেও ওরা থামেনি : হাসনাত

১৯

মাদুশঙ্কার হ্যাটট্রিকে লঙ্কানদের রুদ্ধশ্বাস জয়

২০
X