মো. ইমরান ইসলাম, নিয়ামতপুর (নওগাঁ)
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০৩:২৯ এএম
আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৮:৪৩ এএম
প্রিন্ট সংস্করণ
নওগাঁর নিয়ামতপুর

তালসড়ক যেন পটে আঁকা ছবি

তালসড়ক যেন পটে আঁকা ছবি

বরেন্দ্র অঞ্চলে চৈত্র ও বৈশাখ মাসে যেন প্রকৃতি রুক্ষ হয়ে ওঠে। তাই খরা-তাপ সহনীয় পর্যায়ে রাখতে সড়কে, বাড়ির পাশে, জমির আইলে লাগানো হয় তালগাছ। এ গাছগুলোই বর্তমানে এই অঞ্চলের রুক্ষ প্রকৃতির মধ্যে প্রশান্তি ও শোভাবর্ধনকারী হয়ে উঠেছে। এর মধ্যে বিশেষ করে নওগাঁর নিয়ামতপুরের একটি সড়ক দুই পাশে সারিবদ্ধভাবে লাগানো তালগাছের কারণে ব্যাপক পরিচিতি পেয়েছে। বৃক্ষপ্রেমী ও ভ্রমণপিপাসুদের পদচারণায় মুখর থাকে এ ‘তালসড়ক’।

সবুজ মাঠের বুক চিরে নিয়ামতপুর উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে হাজীনগর ইউনিয়নে অবস্থিত ছোট্ট গ্রাম ঘুঘুডাঙ্গা। মজুমদার মোড় থেকে ঘুঘুডাঙ্গা গ্রাম পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা। দুই ধারে প্রায় ৬০০টি তালগাছ সারি সারি দাঁড়িয়ে আছে। এসব গাছে ঝুলছে বাবুই পাখির বাসা। এ যেন কবিতার পটে আঁকা ছবি! কোনো আগন্তুক এ সড়কে এলেই বিমোহিত হয়ে যান এক অপার্থিব সৌন্দর্যে।

তালগাছ শুধু যে উচ্চতায় সব গাছকে ছাড়িয়ে যায়, বিষয়টি এমন নয়। এর সঙ্গে বাঙালি সংস্কৃতিরও সংযোগ রয়েছে। আশির দশকে তালপাতার পাখার বাতাস না হলে মন জুড়াত না। বর্তমানে এসবের ব্যবহার কমেছে। তবে আজও তালের পিঠা, গুড়ের পায়েস কিংবা তালের রুটি না খেলে বাঙালির মন জুড়ায় না। এ ছাড়া বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে তালগাছের কোনো বিকল্পই নেই।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) সূত্রে জানা যায়, বরেন্দ্র অঞ্চলে তালগাছসহ অন্য বড় বড় গাছ হারিয়ে যাওয়ায় বজ্রপাত বেড়ে গেছে। এতে কৃষকের প্রাণহানি বাড়ছে।

ঘুঘুডাঙ্গা গ্রামের ফারুক বলেন, গত কয়েক বছর থেকে এ সড়কটি তালতলী হিসেবে পরিচিতি পেয়েছে। দূর-দূরান্ত থেকে মানুষ প্রতিদিনই দেখতে আসছে। তালতলীতে স্থায়ীভাবে কয়েকটি দোকান হওয়ায় বেশ কয়েকজনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

বৃক্ষপ্রেমী মোস্তাকিন হোসেন বলেন, ফেসবুক ও ইন্টারনেটে এ জায়গাটির কথা শুনেছি। তবে কখনো আসা হয়নি। সময় করে পরিবারের সদস্যদের নিয়ে ছুটে এলাম। জায়গাটি অনেক সুন্দর।

হাজীনগরের ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় তালগাছের ছায়ায় এক অন্যরকম প্রশান্তি অনুভব করি। সড়কের দুই পাশে দেখা মিলবে সবুজ ফসলের ক্ষেত। এটি একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করছে, অন্যদিকে এ জায়গাটি পর্যটকের কাছে এখন বিনোদন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে।

উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ বলেন, গ্রামে এখন তেমন তালগাছ দেখা যায় না। এখানে একসঙ্গে বহু তালগাছ এবং নির্মল পরিবেশ দেখে সত্যি মুগ্ধ হই। তালগাছ শুধু সৌন্দর্যবর্ধনের জন্য নয়, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘পৃথক সচিবালয় ছাড়া বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা অর্জন সম্ভব নয়’

রাতের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ৩৮০০০ টাকা

চট্টগ্রামে শিল্পী সম্মিলন ও আর্ট ক্যাম্পে মিলন মেলা

যে কারণে এশিয়া কাপ দলে সোহান-সাইফ, জানালেন প্রধান নির্বাচক

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কবে, জানালেন প্রশাসক

ভারতে মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়

‘নির্বাচনে কাজ করবে সাড়ে ৬ লাখ আনসার-ভিডিপি’

কারাগারে গোয়েন্দা সংস্থার ভুয়া সদস্য আটক

মেহেদী হত্যা মামলায় কারাগারে আনিসুল-মেনন 

১০

১৯ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

১১

‘যারা বলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, তারা বোকার স্বর্গে বাস করে’

১২

চোখ পিটপিট বেশি করে ছেলেরা নাকি মেয়েরা? 

১৩

এশিয়া কাপের আগে ভারত শিবিরে আরও দুঃসংবাদ

১৪

সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির পাইন্না সাপ

১৫

অজ্ঞাত একাধিক দেশে অস্ত্র কারখানা গড়ে তুলেছে ইরান

১৬

আকিজ বশির গ্রুপে চাকরি, বেতন ছাড়া পাবেন আরও বিভিন্ন সুবিধা

১৭

দুই কোরিয়ার সীমান্তে উত্তেজনা তুঙ্গে

১৮

৪ মাস পর বেনাপোল স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু

১৯

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময় জানাল এনসিটিবি

২০
X