শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
রাজকুমার নন্দী
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০৩:২৩ এএম
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৮:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ

বিএনপির অগ্রাধিকারে এবার মানবাধিকার

রাজনীতি
বিএনপির অগ্রাধিকারে এবার মানবাধিকার

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বিএনপির দীর্ঘদিনের। দ্বাদশ সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের নেতৃত্বাধীন নতুন সরকারকে চাপে ফেলতে এবার এ ইস্যুটি সামনে এনে গুরুত্বসহকারে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ লক্ষ্যে ‘আমরা বিএনপি পরিবার’ নামে গঠন করা হয়েছে ১৩ সদস্যের নতুন একটি সেল। এ সেলের সদস্যরা দেশব্যাপী মানবাধিকার লঙ্ঘনের তথ্য সংগ্রহ ও সংরক্ষণের পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন ঘিরে দলের গুম-খুন ও পঙ্গুত্বের শিকার পরিবারগুলোকেও বছরজুড়ে সার্বিকভাবে সহযোগিতা দেবে। বিএনপির এ উদ্যোগ সরকারবিরোধী আগামীর আন্দোলনে অংশগ্রহণের ক্ষেত্রে দলের অন্য নেতাকর্মীদের উৎসাহিত করবে বলে দাবি নেতাদের।

জানা গেছে, সেলের সদস্যরা সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারদলীয় লোকদের মাধ্যমে দলের নেতাকর্মী নির্যাতন-নিপীড়নের ঘটনা তথা মানবাধিকার লঙ্ঘনের তথ্য সঙ্গে সঙ্গে সংগ্রহ করবে। এরপর সংগৃহীত তথ্য দলের আর্কাইভে সংরক্ষণের পাশাপাশি ঢাকায় বিভিন্ন দূতাবাসের মাধ্যমে পশ্চিমা তথা আন্তর্জাতিক বিশ্ব এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছে তুলে ধরা হবে। এর মধ্য দিয়ে মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে সরকারের ওপর নতুন করে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে চায় বিএনপি।

গতকাল শুক্রবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘আমরা বিএনপি পরিবার’ নামে নতুন এই সেল গঠনের কথা জানায় দলটি। এতে দলের মিডিয়া সেলের সদস্য সাংবাদিক আতিকুর রহমান রুমনকে আহ্বায়ক এবং কৃষিবিদ মো. মোকছেদুল মোমিনকে (মিথুন) সদস্য সচিব করা হয়েছে। সেলের প্রধান পৃষ্ঠপোষক থাকছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে প্রধান উপদেষ্টা এবং কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ও প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে উপদেষ্টা নির্বাচিত করা হয়েছে। সেলের অন্য সদস্যরা হলেন নাজমুল হাসান, মাসুদ রানা লিটন, মো. মুসতাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাকিল আহমেদ, মো. রুবেল আমিন ও মো. শাহাদত হোসেন।

জানতে চাইলে সেলের ১ নম্বর সদস্য এবং স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান কালবেলাকে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে দল ও অঙ্গ সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মী গুম, খুন ও পঙ্গুত্বের শিকার হয়েছেন, বিএনপির নতুন এ সেল তাদের পরিবারের পাশে থেকে কাজ করবে। একই সঙ্গে সারা দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোকেও লিপিবদ্ধ করা হবে।

এ প্রসঙ্গে ‘আমরা বিএনপি পরিবার’ সেলের আহ্বায়ক আতিকুর রহমান রুমন কালবেলাকে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ১৫-১৬ বছর ধরে দলের অসংখ্য নেতাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন; গুম, খুন ও পঙ্গুত্ববরণ করেছেন; অনেকের ব্যবসা চলে গেছে; ঘরবাড়ি চলে গেছে; টাকার অভাবে অনেকে বাচ্চাদের স্কুল-কলেজে পাঠাতে পারছেন না। নতুন এই সেল তাদের সহযোগিতা করবে। নেতাকর্মীদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়েও সেল কাজ করবে বলে জানান তিনি।

বিএনপির নতুন এই সেলের এক নেতা জানান, ক্ষতিগ্রস্ত এসব পরিবারের জন্য সাত বছর ধরে বিচ্ছিন্নভাবে কাজ করে আসছে দল। এই কাজটি এখন একটা ফরম্যাটের ভেতরে থেকে হবে। এখন থেকে তাদের জন্য সমন্বিতভাবে কাজ করতে শক্তিশালী এ সেল গঠন করা হয়েছে। সেলের সদস্যরা পরিবারগুলোর বিপদে-আপদে যেমন আর্থিক সহায়তা প্রদান করবে, তেমনি অসুখ-বিসুখেও চিকিৎসা সহায়তা দেবে। মোটকথা বছরজুড়ে অসহায় পরিবারগুলোর পাশে থাকবে।

বিএনপির এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে দলের দায়িত্বশীল এক নেতা বলেন, আমরা এর মধ্য দিয়ে সারা দেশের নেতাকর্মীদের এই বার্তা দিতে চাই যে, সরকারবিরোধী বিগত আন্দোলন চূড়ান্ত সফলতা না পেলেও নির্যাতন-নিপীড়নের শিকার নেতাকর্মীদের দল ভুলে যায়নি, সব সময় তাদের পাশে রয়েছে। এর ফলে ক্ষতিগ্রস্ত ওইসব পরিবার আর কখনো নিজেদের একা কিংবা অসহায় মনে করবে না, যা আগামীর আন্দোলনে অংশগ্রহণের ক্ষেত্রে দলের অন্য নেতাকর্মীদেরও উৎসাহিত করবে।

বিএনপি সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বরাবরের মতো এবারও আন্দোলন-সংগ্রামে গুম-খুন ও পঙ্গুত্বের শিকার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সহস্রাধিক পরিবারের কাছে দলের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে। তবে উপহার সামগ্রীর পরিবর্তে এবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আর্থিক সহায়তা পাবে। এই কার্যক্রম ১৭ রমজান থেকে শুরু হওয়ার কথা রয়েছে। ওইদিন গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সহায়তা প্রদানের এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ অনুষ্ঠান উদ্বোধন করার কথা রয়েছে। বিএনপির নতুন এ সেলের তত্ত্বাবধানে এবার সারা দেশে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে সেল সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ঈদ উপহার সামগ্রীর পরিবর্তে এবার আর্থিক সহায়তার উদ্যোগ প্রসঙ্গে আতিকুর রহমান রুমন বলেন, অনেক সময় নানা কারণে প্রত্যন্ত অঞ্চলে উপহার সামগ্রী পৌঁছানো কঠিন হয়ে পড়ে। দীর্ঘ সময়ের কারণে উপহার সামগ্রী অনেক সময় নষ্টও হয়ে যায়। তা ছাড়া ক্ষতিগ্রস্ত অনেক পরিবারের কাছে উপহার সামগ্রীর চেয়ে টাকার প্রয়োজনীয়তা বেশি বলে আমাদের কাছে মনে হয়েছে। নগদ টাকাটা দিলে তাদের উপকার হয় বেশি। কারণ, ওই টাকা দিয়ে তারা সন্তানের স্কুলের ড্রেস তৈরি ও বেতন দিতে পারবে, সুবিধামতো নিত্যপ্রয়োজনীয় পণ্যও কিনতে পারবে। তাই এবার উপহার সামগ্রীর পরিবর্তে সমপরিমাণ অর্থ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রদান করা হবে।

তিনি দাবি করেন, দলের ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশাপাশি দলনিরপেক্ষ সাধারণ মানুষকেও বিভিন্ন সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে। এমন কয়েকজনকে এরই মধ্যে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

১০

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

১১

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

১২

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

১৩

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

১৪

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

১৫

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

১৬

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

১৭

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

১৮

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

১৯

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

২০
X