শিতাংশু ভৌমিক অংকুর
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০২:২৫ এএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৯:৪৫ এএম
প্রিন্ট সংস্করণ

শেষ মুহূর্তে ধুম বেচাকেনার

ঈদবাজার জমজমাট
রাজধানীর নিউমার্কেট এলাকা। ছবি : সংগৃহীত
রাজধানীর নিউমার্কেট এলাকা। ছবি : সংগৃহীত

ঈদুল ফিতর সামনে রেখে শেষ মুহূর্তে রাজধানীর বড় বিপণিবিতানের পাশাপাশি ছোট ছোট মার্কেট ও ফুটপাতে কেনাকাটা জমে উঠেছে। মধ্য ও নিম্ন আয়ের লোকজন অপেক্ষাকৃত কম মূল্যে সেখান থেকে কিনছেন ঈদের পোশাক। গতকাল শনিবার বিকেলে রাজধানীর গুলিস্তান, জিপিও, বায়তুল মোকাররম, মৌচাক, কারওয়ান বাজার ও নিউমার্কেট এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

নিউমার্কেট সায়েন্স ল্যাবের মোড় থেকে নীলক্ষেত মোড়ের রাস্তার দুপাশে চৌকি-টেবিল পাতা দোকানগুলোতে ভিড় ছিল চোখে পড়ার মতো। নূর ম্যানশনের সামনে ফুটপাতের এক দোকানের সামনে কথা হয় কেয়া আরফির সঙ্গে। তিনি একটি ব্র্যান্ডের শোরুমের কর্মী। স্বামী, স্কুল পড়ুয়া ছেলে ও ছোট্ট শিশুকন্যা নিয়ে কামরাঙ্গীরচর এলাকায় থাকেন। ছেলের জন্য ঈদপোশাক নিতে চাইছেন। বলেন, দাম এত বেশি যে, পছন্দ হওয়ার পরও কেনা সম্ভব হচ্ছে না। দিন যত যাচ্ছে, সবকিছুর দামও তত বাড়ছে। কেয়ার মতো অসংখ্য মানুষ ফুটপাত থেকে সাধ্যের মধ্যে পোশাক, জুতা, কাপড়, চশমা, ঘড়িসহ নানা প্রসাধনী পণ্য কিনছেন।

গুলিস্তানে গোলাপশাহ মাজার থেকে জিপিও এবং বায়তুল মোকাররম মসজিদের উত্তর দক্ষিণ গেট পর্যন্ত রাস্তার দুইপাশে বসেছে নতুন সব বাহারি পাঞ্জাবির দোকান। কেউ ভ্যানে করে কেউ আবার রাস্তায় চাদর পেতে বিক্রি করছেন এসব পাঞ্জাবি। তোপখানা রোডের ফুটপাতে সারা বছর শার্ট বিক্রি করেন আলম ইসলাম। সপ্তাহখানেক হলো পাঞ্জাবি তুলেছেন। তিনি বলেন, জনগণের হাতে টাকা কম। তাই হয়তো কম কিনছে মানুষ। ঈদের কারণে পাঞ্জাবি তুলেছেন দোকানে; ২০০-৩০০ টাকা পিস বিক্রি করছেন। এদিকে গুলিস্তানের ফুলবাড়িয়া মার্কেট, ঢাকা ট্রেড সেন্টার ও সুন্দরবন মার্কেটের সামনের ফুটপাতে জুতা বিক্রির হার ছিল চোখে পড়ার মতো। এখানকার জুতা ব্যবসায়ী মোজাম্মেল জানান, আমরা এমন বিক্রির জন্য অপেক্ষা করি সারা বছর। রমজানের বেশ কয়েকদিন পার হওয়ার পরও ক্রেতার দর্শন না পেয়ে বেশ হতাশ হয়ে পড়েছিলাম। কিন্তু কয়েকদিন ধরে আমরা দম ফেলার সময় পাচ্ছি না। তিনি আরও বলেন, তাদের মূল বিক্রি শুরু হবে আগামীকাল (আজ রোবাবার) থেকে। কারণ, শিল্পকারখানা বন্ধ হলে মানুষ গ্রামের বাড়ি ফিরতে শুরু করবে। তখন বিক্রি ভালো হবে। ক্রেতা মো. জামাল বলেন, গুলিস্তানের ফুটপাতে ৩ হাজার টাকা দাম চাওয়া জুতা আমি দামাদামি করে ৫০০ টাকায় কিনলাম। এখানে যদি ভালোমন্দ চিনে দামাদামি করতে না পারেন, তাহলে ঠকে যাবেন।

অগ্নিকাণ্ডের পর বঙ্গবাজারে এ বছর দ্বিতীয় ঈদবাজার চলছে। এখানে আগের মতো দোকানপাট না থাকলেও অনেক নিম্নবিত্ত মানুষের সাধ্যের মধ্যে সেরা পোশাক বাজার। বঙ্গবাজারে তাঁবুর নিচে প্যান্টের দোকান রয়েছে মো. জালালের। তিনি বলেন, আমরা অনেক কষ্টে ব্যবসা করছি। আগুন লাগার পর আমরা আর ঘুরে দাঁড়াতে পারিনি। তবে এ বছর ঈদ উপলক্ষে বিক্রি ভালো ছিল।

মৌচাক মার্কেটের আশপাশের ফুটপাতগুলোতে নেই তিল পরিমাণ ঠাঁই। চারপাশে মানুষ আর মানুষ। কয়েকজন কলেজ শিক্ষার্থী ফুটপাতের একটি দোকানে টি-শার্ট দরদাম করছিল। তাদের মধ্যে আজম উদ্দীন নামের এক ক্রেতা বলেন, এখানে কম টাকায় ভালোমানের জিনিস পাওয়া যচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল

এককভাবে সরকার গঠন করবে বিএনপি : এমরান চৌধুরী

‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে রংপুর অচল করে দিতে বাধ্য হবো’

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না : লায়ন ফারুক

ট্রেনে কাটা পড়ে যুবকের পা বিচ্ছিন্ন

বৃহত্তর মিরপুরে সম্মিলিত খতমে নবুওয়ত ওলামা সম্মেলন অনুষ্ঠিত

দেশ বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই : টুকু

গোলটেবিল বৈঠকে বক্তারা / বস্তিবাসী ও শহীদ পরিবারের ন্যায্য দাবি মেনে নিন

মা-মেয়েকে গলা কেটে হত্যা

রাজধানীতে ১৭ ছাত্র সংগঠনের সঙ্গে জাগপা ছাত্রলীগের বৈঠক

১০

হাত-মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, যুবককে খুঁজছে পুলিশ

১১

এনসিটিবির নামে ‘নকল’ ছাপাখানা, আটক ৫ 

১২

পচা চাল ক্রয়, বাচ্চু মিয়াকে বাধ্যতামূলক অবসর

১৩

শহিদুল আলমসহ নৌবহর থেকে আটক ব্যক্তিদের কারাগারে বন্দি

১৪

পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন আইসক্রিম বিক্রেতা রফিকুল

১৫

গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবা তারেক রহমানের অঙ্গীকার : সাঈদ

১৬

চাকসু নির্বাচনের প্রচারে এগিয়ে ছাত্রদলের প্যানেল

১৭

জনপ্রশাসনের এপিডি এরফানুল হককে বদলি

১৮

কর্ণফুলীর তীরে নতুন আশা

১৯

চাকসু নির্বাচনে আরও তিন প্যানেলের ইশতেহার ঘোষণা

২০
X