বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২
ওয়াহেদুজ্জামান সরকার
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ০২:০৬ এএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০৮:২৫ এএম
প্রিন্ট সংস্করণ

বিরানভূমি গাজায় এবার নেই ঈদের আনন্দ

দুর্ভিক্ষ থেকে এক ধাপ কাছে
বিরানভূমি গাজায় এবার নেই ঈদের আনন্দ

ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশি। মাসব্যাপী পবিত্র রমজানের সিয়াম সাধনা শেষে সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা যখন ঈদের আনন্দে মাতোয়ারা হওয়ার অপেক্ষায়, ঠিক সে সময় এই ঈদ যেন আনন্দের বার্তা নিয়ে আসছে না ফিলিস্তিনের অধিকৃত গাজা অঞ্চলে। শোক আর কষ্টের চাদরে ঢাকা পড়ে থাকা গাজায় এমন ঈদ আর কবে এসেছে, তা যেন মনে করতে পারছেন না সেখানকার মানুষ। দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতায় প্রায় পুরো গাজা উপত্যকা যেন এখন এক বিরানভূমি। ছয় মাসে ৩৩ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ইসরায়েলি বাহিনী, যাদের বেশিরভাগই নারী ও শিশু। তাদের ছাড়াই এবার ঈদের দিনটি কাটাতে হবে স্বজনদের। এ ছাড়া ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও ৭৬ হাজার ফিলিস্তিনি। ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে আরও অনেক মানুষ। ইসরায়েলি হামলা শিগগির বন্ধ বা যুদ্ধবিরতি শুরু হবে সেরকম কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। এ রকম অবস্থায় বিভীষিকার মধ্যেই ফিলিস্তিনিদের উদযাপন করতে হবে মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে হামলা চালায় গাজার শাসকগোষ্ঠী হামাস। ওই হামলায় ইসরায়েলে নিহত হন ১ হাজার ১৩৯ জন। এ সময় আনুমানিক ২৪০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যান হামাস সদস্যরা। সেদিন থেকেই গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আকাশপথে হামলার পাশাপাশি স্থল অভিযানও চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে ৩৩,২০৭ জন ফিলিস্তিনি। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছে ৭৫,৯৩৩ জন। হামলায় গাজার প্রায় ৬২ শতাংশ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে আরও কয়েক হাজার মানুষ। ইসরায়েলি হামলা থেকে রেহাই পায়নি বাড়িঘর, সরকারি-বেসরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় এমনকি হাসপাতালও। হাসপাতালে ঢুকে রোগী ও স্বজনদের হত্যা করার মতো বর্বরতাও বাদ দেয়নি ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি হামলার মুখে ত্রাণবাহী কোনো গাড়ি ঢুকতে পারছে না গাজায়। এ ছাড়া ত্রাণ ঢুকতে সরাসরি বাধাও দিচ্ছে ইসরায়েলি বাহিনী। এ রকম অবস্থায় গাজা উপত্যকায় দুর্ভিক্ষাবস্থা সৃষ্টি হয়েছে। না খেয়ে ইতোমধ্যে অনেক শিশুর মৃত্যুও হয়েছে। জুনের মধ্যে পুরোমাত্রায় দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। এ বর্বরতার বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত থাকলেও তা কানে তুলছে না ইসরায়েল সরকার। গাজায় মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে ইসরায়েল—এ অভিযোগে দেশটির বিরুদ্ধে জাতিসংঘ আদালতে মামলাও হয়েছে। সে আদালতের নির্দেশনাকেও বুড়ো আঙুল দেখাচ্ছে ইসরায়েলি বাহিনী। রমজান মাস শুরুর আগে একটি স্থায়ী যুদ্ধবিরতির বেশ সম্ভাবনা জেগেছিল। আশা করা হয়েছিল যে, রমজান মাসটি অন্তত নির্বিঘ্নে কাটাতে পারবেন গাজাবাসী। কিন্তু তা আর হয়নি। রমজান মাসেও রক্তের খেলায় মেতে ওঠে ইসরায়েলি বাহিনী। হামাস ও ইসরায়েল সরকার দুপক্ষই তাদের দাবিতে অনড় থাকায় একটি স্থায়ী যুদ্ধবিরতি যেন সুদূর পরাহত। হামাসের দাবি, স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার ছাড়া কোনো ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে না তারা। অন্যদিকে ইসরায়েল বলছে, হামাসকে নির্মূল করা ছাড়া কোনো স্থায়ী যুদ্ধবিরতিতে যাবে না তারা। আর এই অনড় অবস্থানের মাঝে বেঘোরে প্রাণ হারাচ্ছে গাজার নিরীহ সাধারণ মানুষ। তবে গত রোববার অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাংশ থেকে হঠাৎ সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় ইসরায়েল। এর পরই খান ইউনিসে ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনিরা। তবে ইসরায়েলের সামরিক বাহিনী জোর দিয়ে বলেছে যে, গাজায় একটি নির্দিষ্টসংখ্যক বাহিনী থাকবে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, সৈন্যদের ভবিষ্যতের অভিযানের জন্য প্রস্তুত থাকতে হবে। গাজার দক্ষিণাঞ্চল থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণাকে কৌশলগত হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। যুদ্ধ শেষের দিকে চলে যাচ্ছে বলেও ধারণা করা হচ্ছে। খান ইউনিসে মাত্র একটি ব্রিগেড রেখে বাকি সব সৈন্য ফিরিয়ে নিয়েছে তেল আবিব। অনেক বিশ্লেষকই এটাকে ইসরায়েলের পিছু হটার ইঙ্গিত বলে মনে করছেন। কারণ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘরে-বাইরে প্রচণ্ড চাপের মধ্যে রয়েছেন। জিম্মিদের ফিরিয়ে আনতে ব্যর্থতার জন্য প্রায় প্রতিদিনই নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ হচ্ছে ইসরায়েলে। ইউরোপীয় অনেক মিত্র দেশও নেতানিয়াহুর একগুঁয়েমির কারণে ইসরায়েল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কিন্তু তাতেও টলছেন না বেনিয়ামিন নেতানিয়াহু। সর্বশেষ মিশরের রাজধানী কায়রোতে যে যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়েছে, তাতেও এ পর্যন্ত কোনো আশার আলো দেখা যাচ্ছে না। মিশরের সংবাদমাধ্যমে আলোচনার ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে দাবি করা হলেও ইসরায়েল ও হামাস দুপক্ষই বলছে যে, চুক্তি থেকে তারা এখনো অনেক দূরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যার সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

শীর্ষ ৩ পদে কত ভোট পেয়ে জিতল ছাত্রশিবির সমর্থিত প্যানেল

জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয়

জুলাইয়ে বীরত্ব : সম্মাননা পেল ১২শ আহত, শহীদ পরিবার ও সাংবাদিক

পাকিস্তানের আকাশসীমায় অসুস্থ হওয়া বিমানের যাত্রীর মৃত্যু, তদন্তের মুখে পাইলট

ফারহানের ফিফটিতে লঙ্কান দুর্গে পাকিস্তানের দাপুটে জয়

আয় ও সম্পদ নিয়ে অপপ্রচার, মুখ খুললেন নাহিদ ইসলাম

৪৮৯ উপজেলায় বিজিবি মোতায়েন থাকবে

ব্যবসায়ীকে গুলি করে হত্যায় মামলা, বিচারের দাবিতে মানববন্ধন

কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নূরুল আবছারকে কারাদণ্ড

১০

‘সন্ধ্যার পর শিক্ষার্থীরা বাড়ির বাইরে থাকতে পারবে না’

১১

এবার আর্থিক সহায়তা চাইলেন হান্নান মাসউদ

১২

‘জুলাই বার্তাবীর’ সম্মাননা পেলেন কালবেলার আমজাদ

১৩

দুই বন্ধুর একসঙ্গে বেড়ে ওঠা, একসঙ্গেই মৃত্যু

১৪

সুন্দরবনে ফাঁদে আটক হরিণ উদ্ধার, শিকারি গ্রেপ্তার

১৫

তারেক রহমানের সঙ্গে যোগাযোগ রেখে জুলাই আন্দোলন করেছি : রাশেদ

১৬

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা

১৭

রোহিঙ্গা সমস্যা সমাধানের আশ্বাস বাস্তবায়ন কতদূর?

১৮

জকসু নির্বাচনে ৬৬৬ ভোটে এগিয়ে শিবির প্যানেলের ভিপি প্রার্থী

১৯

ফেসবুকে অস্ত্র উঁচিয়ে পোস্ট, সেই যুবক আটক

২০
X