শফিকুল ইসলাম
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ০২:০৫ এএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০৮:২৪ এএম
প্রিন্ট সংস্করণ

এবার ঈদে ঢাকায় থাকবেন বিএনপির সিনিয়র নেতারা

জেলবন্দি নেতাকর্মীদের পরিবারে ঈদ নেই
এবার ঈদে ঢাকায় থাকবেন বিএনপির সিনিয়র নেতারা

সরকারবিরোধী আন্দোলন করতে গিয়ে হামলা-মামলায় বিপর্যস্ত বিএনপির অনেক নেতাকর্মীর পরিবারে এ বছর ঈদুল ফিতরের আনন্দ নেই! এবারও দলটির বিপুলসংখ্যক নেতাকর্মীর ঈদ কাটবে কারাগারের চার দেয়ালের মধ্যে। তাদের অনেকেই বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত। জামিনের আশায় আত্মসমর্পণ করে কারাগারে গেছেন কেউ কেউ। এ ছাড়া সাজা কিংবা মামলার কারণে গ্রেপ্তার এড়াতে এখনো আত্মগোপনে আছেন অনেকে। এবারের ঈদ নিরানন্দে কাটবে এসব নেতাকর্মী ও তাদের স্বজনদের। অবশ্য সরকারবিরোধী আন্দোলন করতে গিয়ে হামলা, মামলা, জেল, নির্যাতনের শিকার ও নানা সময়ে নিখোঁজ হওয়া নেতাকর্মীদের পরিবারের জন্য বিএনপির পক্ষ থেকে ঈদ উপহার পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বর্তমান সরকারের দুঃশাসনে পবিত্র রমজানেও নিদারুণ কষ্টে জীবনযাপন করছেন সাধারণ মানুষ। নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট তো আছেই। তা ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মী নানা সংকটে জর্জরিত। এমন পরিস্থিতিতে শুধু দলীয় নেতাকর্মীই নন সাধারণ মানুষের মনে ঈদের কোনো আনন্দ নেই। বিশেষ করে মধ্যম ও স্বল্প আয়ের মানুষের জন্য এবারের ঈদ সবচেয়ে নিরানন্দ ও বেদনাদায়ক।’

বিএনপির দাবি, ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার পর রাজপথে হরতাল-অবরোধের মতো লাগাতার কর্মসূচি শুরু করে দলটি। ওই কর্মসূচি ঘিরে সারা দেশে গণগ্রেপ্তার শুরু করে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ প্রায় ২৭ হাজার নেতাকর্মীকে কারাবন্দি করা হয়। ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনের পর অধিকাংশই মুক্তি পেয়েছেন। তবে এখনো শতাধিক নেতাকর্মী কারাগারে বন্দি। তা ছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারবিরোধী আন্দোলন চলাকালেই বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে পুরোনো মামলার সাজার রায় হয়। প্রায় একশ মামলায় দেড় হাজারের বেশি নেতাকর্মীকে সাজা দেন আদালত। এর মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিবসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের গুরুত্বপূর্ণ নেতারাও রয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, আন্দোলন ও নির্বাচন-পরবর্তী সময়ে সাজাপ্রাপ্ত নেতাকর্মীর একটি অংশ আদালতে আত্মসমর্পণ করে কারাগারে গেছেন। আবার আন্দোলনকালীন অনেক নেতাকর্মীর নামে পুরোনো মামলায় ওয়ারেন্ট ইস্যু হলে হাজিরা দিতে গিয়ে তাদের বেশিরভাগকেই পাঠানো হয়েছে কারাগারে।

জানা গেছে, সাজাপ্রাপ্ত নেতাকর্মীর মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মোস্তফা কামাল হৃদয়, সাংগঠনিক সম্পাদক এসএ খোকন, উত্তরা থানার ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ার হোসেনসহ অনেকে আত্মসমর্পণ করেন। সম্প্রতি হাজিরা দিতে গেলে কারাগারে পাঠানো হয় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবুসহ ৫১ জনকে, দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া, চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী নয়ন, সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কফিল উদ্দিনসহ অনেকে।

এ ছাড়া কয়েক বছর ধরে কারাগারে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অব্দুস সালাম পিন্টু, যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী, প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, নির্বাহী কমিটির সদস্য লুৎফুজ্জামান বাবর, ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন অপু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, ঢাকা দক্ষিণের সাবেক কমিশনার হারুন অর রশিদ, স্বেচ্ছাসেবক দলের আজিজুর রহমান মুসাব্বির, ছাত্রদলের সাবেক সহসভাপতি ইখতিয়ার রহমান কবির, ছাত্রদলের কেন্দ্রীয় সহসধারণ সম্পাদক কাজী জিয়াউদ্দিন বাসিত, ঢাকা কলেজ ছাত্রদল নেতা জামাল হোসেন, কুষ্টিয়ার কুমারখালী পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবীর, প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ব্যক্তিগত সহকারী মনির হোসেনসহ অনেকে।

হাবিব-উন-নবী খান সোহেলের মেয়ে জান্নাতুল ইলমী সূচনা জানান, তার বাবা ৪৯০টিরও বেশি মামলার আসামি। গত ৩১ মার্চ আত্মসর্মপণ করার পর আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।

তিনি বলেন, ‘এমনিতেই বাবা বছরের ছয় মাস জেল কিংবা পলাতক থাকেন, ফলে কোনো উৎসব-আয়োজনে সন্তান হিসেবে বাবার দেখা মেলে না। এবারের ঈদেও আমাদের মনে কোনো আনন্দ নেই।’

খায়রুল কবির খোকনের স্ত্রী শিরিন সুলতানা বলেন, ‘গত বছরের ২৬ অক্টোবর একটি হত্যা মামলায় তার স্বামী খোকনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। একই মামলায় এ পর্যন্ত অনেক আসামির জামিন হলেও খোকনকে জামিন না দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে। অথচ খোকন ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, পায়ে পানি ধরাসহ বিভিন্ন রোগে ভুগছেন। এককথায় কারাগারে তার স্বামী ভালো নেই। দ্রুত উন্নত চিকিৎসা না হলে শরীর খারাপ হবে।’

ইখতিয়ার রহমান কবিরের স্ত্রী জুঁই জানান, ‘দুই বছরের ছেলে আয়াছ বাবাকে কাছে পাওয়ার জন্য প্রায় রাতে ঘুমের মধ্যে কেঁদে ওঠে। ভেবেছিলাম অন্তত ঈদের আগে কবির জামিনে মুক্তি পাবেন। কিন্তু বাবা ছাড়াই ঈদ কাটবে সন্তান আয়াছের।’

রাজীব আহসানের মা ফরিদা বেগম বলেন, ‘ছেলে রাজনীতি শুরু করার পর থেকেই ঈদে আনন্দ নেই। একমাত্র ছেলেকে কাছে না পেলে, তাকে কারাগারে রেখে কোনো মায়ের মনে ঈদ আনন্দ আসে না। শুধু রাজনীতির কারণে আজ এই কষ্ট সইতে হচ্ছে।’

২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনের আগে শরীয়তপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন অপুকে গ্রেপ্তার করা হয়। সেই থেকে তিনি কারাগারে বন্দি। তার স্বজনরা জানান, অপুর একমাত্র ছেলে আজান জন্মের পর থেকে কখনো বাবার সঙ্গে ঈদ করতে পারেনি। তার বয়স এখন ৬ বছর। শিশু আজান বাবার ছবির দিকে শুধুই তাকিয়ে থাকে।

৮ বছর ধরে কারাবন্দি বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। তার ঘনিষ্ঠজন ছাত্রদলের সাবেক নেতা মফিজুর রহমান আশিক জানান, ‘বছরের পর বছর কারাগারে আটক রাখায় আসলাম চৌধুরীর ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্পকারখানা যেমন ধ্বংস হচ্ছে, তেমনি কষ্টে আছেন পরিবারের সদস্যরা। ৮ বছর ধরে তাদের মধ্যে ঈদের আনন্দ দূরে থাক, কোনো উৎসব নেই।’

এদিকে বিএনপির কেন্দ্রীয় উদ্যোগের পাশাপাশি বিভিন্ন নির্বাচনী এলাকায় ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পরিবারের খোঁজ নিচ্ছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। নেত্রকোনা-৩ আসনে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মো. মোস্তাফা-ই-জামান সেলিম দলের ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের সহায়তা করেছেন। নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল বলেন, তার এলাকায় ক্ষতিগ্রস্ত ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের পরিবারসহ অসহায় মানুষকে সহায়তা দিয়ে আসছেন। খুলনায় কারাগারে থাকা নেতাদের পরিবারকে ঈদ উপহার সামগ্রী দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান কালবেলাকে বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের সহায়তা করে আসছেন। এবারও গুম-খুন ও নির্যাতনের শিকার নেতাকর্মীর পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। বিভিন্ন কেন্দ্রীয় নেতারা নিজ নির্বাচনী এলাকায় ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পরিবারে গিয়ে সহায়তা দিয়ে আসছেন।’

নেতারা কে কোথায় ঈদ করবেন:

সরকারের নির্বাহী আদেশে কারাগার থেকে মুক্ত হয়ে নিজ বাসায় থাকছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানেই ঈদ করবেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান। চারটি ঈদ কারাবন্দি অবস্থায় কেটেছে তার। এর মধ্যে একটি ঈদ বিএসএমএমইউ হাসপাতালে, একটি ঈদ এভারকেয়ার হাসপাতালে কাটাতে হয়েছে। এ ছাড়া ছয়টি ঈদ বাসায় পালন করেছেন।’

সর্বশেষ ২০১৭ সালের ২৬ জুন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ঈদের শুভেচ্ছা বিনিময় করেছিলেন খালেদা জিয়া।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশিরভাগ শীর্ষ নেতা ঢাকায় ঈদ উদযাপন করবেন। কিছু নেতা নিজ এলাকায় ঈদের জামাত আদায়ের কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এবার ঈদে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন। স্থায়ী কমিটির অন্য দুই সদস্য ড. আব্দুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করবেন। শীর্ষ নেতাদের মধ্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বিদেশে এবং সালাউদ্দিন আহমেদ ভারতে রয়েছেন।’

তিনি বলেন, ‘ঈদের দিন সকালে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্য ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ঈদের দিন রাতে সিনিয়র নেতাদের দলীয় চেয়ারপারসনের বাসায় যাওয়ার কথা রয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম খালেদা জিয়া আপোষহীন নে‌ত্রী : ফরহাদ মজহার

মওলানা ভাসানী সেতুর বিদ্যুতের তার চুরি, থানায় মামলা

১২ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কাঠগড়ায় টুলে বসলেন মাইটিভির নাসির, ৪০ মিনিট দাঁড়িয়ে ক্ষোভ আনিসুল-মেননের

মির্জা ফখরুলের কাছে যেসব প্রশ্ন রাখলেন ফুয়াদ

মেঘনার দুই ইলিশ বিক্রি সাড়ে ১১ হাজার

ভারত বুঝতে পেরেছে, চীনের সঙ্গে বন্ধুত্বটা কেন দরকার

নারী বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

ভারতে নতুন মার্কিন রাষ্ট্রদূতকে যে কারণে ‘সাপ’ বলেছিলেন মাস্ক

গোলকিপারের দুঃস্বপ্নের অভিষেকে ঘরের মাঠে সিটির হার

১০

জাম্বুরা ফল কারা খেতে পারবেন না, জানালেন চিকিৎসক

১১

যারা পিআর চায় তাদের উদ্দেশ্য ভিন্ন : সালাহউদ্দিন

১২

সন্তানকে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়া কি জায়েজ

১৩

৩১ দফার আলোকে হবে রাষ্ট্র গঠন : অমিত

১৪

খালেদা জিয়াকে দেখতে ফিরোজায় যাবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

১৫

ঘুষকাণ্ডে এবার জামায়াতের সেই আইনজীবীর সনদ স্থগিত

১৬

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন, আলোচনা হবে যেসব ইস্যুতে

১৭

চাঁদাবাজির অভিযোগে ২ যুবককে গণপিটুনি

১৮

সেই তন্বীর বিরুদ্ধে লড়বেন জান্নাতুন নাহার

১৯

দুই বাসের ধাক্কায় প্রাণ গেল হেলপারের

২০
X