শাহনেওয়াজ খান সুমন
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০১:২৩ এএম
প্রিন্ট সংস্করণ

পদযাত্রা-শোভাযাত্রায় যানজটে ভোগান্তি

আ.লীগ-বিএনপি-শিক্ষকদের কর্মসূচি
পদযাত্রা-শোভাযাত্রায় যানজটে ভোগান্তি

চিরায়ত যানজটের নগরী ঢাকায় বসবাসকারীদের ভাগ্যে এবার যোগ হয়েছে নির্বাচনী বছরের রাজনৈতিক উত্তেজনা। একদিকে বিএনপির সরকার পতনের ‘এক দফা’ আন্দোলনে পদযাত্রা, অন্যদিকে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ নিয়ে আওয়ামী লীগের কর্মসূচি। এর বাইরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়করণের দাবিতে চলছে বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মসূচি। এ তিন কর্মসূচির জাঁতাকলে গতকাল মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নগরজুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী-পথচারী। গণপরিবহন না পেয়ে অনেককে দেখা গেছে হেঁটে গন্তব্যের দিকে রওনা হতে। গতকাল সকালে গাবতলী থেকে পদযাত্রা শুরু হলে মিরপুর-১, ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁওয়ে তীব্র যানজট সৃষ্টি হয়। মিরপুর ১০ থেকে ফার্মগেট অভিমুখে সব যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এর প্রভাব ছড়িয়ে পড়ে আশপাশের সড়ক ও অলিগলিতেও। গাবতলীতে বিএনপির পদযাত্রা ও পুলিশের চেকপোস্টের কারণে রাজধানীর প্রবেশমুখ ঢাকা-আরিচা মহাসড়কের গাবতলী থেকে সালেহপুর সেতু পর্যন্ত দুই কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে যোগ দিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হলে সকাল ১০টা থেকে আমিনবাজারে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় ঢাকাগামী অনেক যাত্রী বাস থেকে নেমে হেঁটেই গন্তব্যের দিকে রওনা দেন। ঢাকাগামী যাত্রী আল মাহমুদ বলেন, আধঘণ্টা ধরে বাস এক জায়গাতেই থেমে আছে। শুনেছি বিএনপির পদযাত্রা ও গাবতলীতে চেকপোস্ট বসানোর কারণে এই যানজট সৃষ্টি হয়েছে। ঢাকা জেলা উত্তর ট্রাফিক ইন্সপেক্টর হোসেন শহীদ চৌধুরী বলেন, গাবতলীতে বিএনপির পদযাত্রা ও চেকপোস্ট কার্যক্রম চলছে। সেই কারণেই সড়কের ঢাকামুখী লেন আমিনবাজারে যানজট সৃষ্টি হয়েছে। এদিকে সড়কের এক পাশে সব যানবাহন আটকে দিয়ে পদযাত্রা কর্মসূচি চলায় রাজধানীর কিছু পয়েন্টে গাড়িতে বসে ঘণ্টার ঘণ্টার অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। অনেককে বিকল্প পথে অটোরিকশা বা রিকশায় যাতায়াত করতে অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে। এ ছাড়া মিরপুরের বাঙলা কলেজের সামনে বিএনপি ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত আধাঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল এই রুটে। সদরঘাটে যেতে কারওরান বাজারে বাসের জন্য দাঁড়িয়ে ছিলেন নাছির উদ্দিন। তিনি বলেন, সদরঘাট থেকে লঞ্চে ভোলা যাব। ৩০ থেকে ৪০ মিনিট হলো একটা বাসও এলো না। গাড়ি যদি না আসে, তাহলে কীভাবে যাব। রাস্তায়

আজকে গাড়ি কম। ফার্মগেটে শিক্ষার্থী তৌসিফ আহমেদ বলেন, মিরপুর কাজীপাড়া থেকে বাসে উঠেছেন ফার্মগেটের উদ্দেশে। আগারগাঁও পর্যন্ত ৫ মিনিটের রাস্তায় সময় লেগেছে ৫০ মিনিট। আগারগাঁও থেকে হেঁটেই ফার্মগেটে এসেছি। ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার শাহেদ আল মাসুদ বলেন, পদযাত্রাটি যেদিক দিয়ে আসছে, সেদিকের সবকটি পথ বন্ধ হয়ে যাচ্ছে। ফলে মিরপুর এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। যত সামনে এগোচ্ছে, ততই বেড়েছে যানজট। অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা এবং সমাবেশের পর সেখান থেকে শাহবাগ, এলিফ্যান্ট রোড, সিটি কলেজের সামনে হয়ে ধানমন্ডি ৩২ পর্যন্ত র্যালি হওয়ায় এসব সড়কে বিকেলের পর যানজট দেখা দেয়। সকাল সোয়া ১০টায় হাতিরঝিল পুলিশ প্লাজা থেকে শুরু করে এফডিসি ঘাট পর্যন্ত প্রায় সব রাস্তায় যানজট ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে তীব্র যানজট ছিল মগবাজার, মৌচাক, শান্তিনগর এলাকায়। শাহবাগ হয়ে মৎস্য ভবন পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। অফিস থেকে বাসায় ফেরার পথে ভোগান্তির শিকার কয়েকজন বলেন, কর্মদিবসের দিনে এমন রাজনৈতিক কর্মসূচি অনাকাঙ্ক্ষিত। রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা না করে উল্টো কষ্ট দেয়। এসব কর্মসূচি বন্ধের দিনে আয়োজন করা হলে সবার জন্য ভালো। প্রেস ক্লাবের সামনে সড়ক আটকে শিক্ষকদের অবস্থান: মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের দুই পাশের সড়ক বন্ধ করে দিয়ে অবস্থান নিয়েছেন মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। সকাল থেকে প্রেস ক্লাবের এক পাশ দিয়ে গাড়ি চলাচল করলেও সকাল ১১টার দিকে সড়কের দুই পাশই বন্ধ করে দেন তারা। এ সময় পুলিশ এসে সড়কের একপাশ সচল করার চেষ্টা করলে সেখানে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। ১১টার পর থেকে দুই পাশের সড়ক দিয়েই যান চলাচল বন্ধ হয়ে যায়। পল্টন এলাকার বাসিন্দা হাফিজুর রহমান জানান, শাহবাগে একটি দোকানে কাজ করি, আন্দোলনের কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে। এতে ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়েছে যানবাহন। ফলে বাসা থেকে শাহবাগ পর্যন্ত পুরো পথ হাঁটতে হয়েছে। মিরপুর ১১ তে বন্ধ ছিল যান চলাচল: মাল্টিপারপাস কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে অর্থ ফেরতের দাবিতে শত শত গ্রাহক গতকাল সকাল থেকে রাজধানীর মিরপুর ১০-১১ সড়কের দিকে জড়ো হওয়ায় সেখানেও যান চলাচলে বাধা সৃষ্টি হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার শহিদুল ইসলাম বলেন, সকাল ১০টা থেকে মিরপুর ১১ মেট্রো স্টেশন এলাকায় শত শত মানুষ জড়ো হতে শুরু করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে ৫ কোটি ৫০ লাখ ভিসাধারীকে যাচাই শুরু, প্রমাণ মিললে ব্যবস্থা

পিআর পদ্ধতির নামে নির্বাচন পেছাতে ষড়যন্ত্র চলছে : মীর সরফত 

খানকাহ রহমানি মসজিদ : রাজীব থেকে রাহুল গান্ধী

সৌদির নারীদের সম্পর্কে চমকপ্রদ তথ্য

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৭৩ জন

মোবাইলের ডায়াল প্যাড আগের মতো করবেন যেভাবে

মেয়াদ আছে তো!

শাপলা চত্বর গণহত্যার বিচারে আলাদা কমিশন গঠনের দাবি

‘১৭ বছরে ব্যবসা ছেড়ে ভারতে গেছেন অনেক স্বর্ণ ব্যবসায়ী’ 

১০

ইতিহাস-ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ গোপালগঞ্জ : নুরুল হক 

১১

ঐকমত্য কমিশনে মতামত দিয়েছে ২৩ দল

১২

আন্ডারটেকার ও মাইক টাইসন আসছেন ‘বিগ বস ১৯’-এ!

১৩

চিলিতে ৭.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত

১৪

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৫

সাবেক প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে গ্রেপ্তার

১৬

রাতে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

১৭

সাফে ভারতের কাছে বাংলাদেশের হার

১৮

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮৮০

১৯

চীন সফরে নাহিদের সঙ্গে যাচ্ছেন যারা

২০
X