কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৪, ০৪:০৭ এএম
আপডেট : ১৮ মে ২০২৪, ০৭:৩২ এএম
প্রিন্ট সংস্করণ

সুইমিংপুলের মতোই কৃষ্ণগহ্বর!

আইনস্টাইনের তত্ত্বের প্রমাণ
সুইমিংপুলের মতোই কৃষ্ণগহ্বর!

মহাকাশে থাকা ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরের আশপাশে নিমজ্জিত অঞ্চল থাকার কথা জানিয়েছিলেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। ১৯১৫ সালে তিনি এক তত্ত্বে এমন তথ্য তুলে ধরেন। এ ঘটনার ১০০ বছরের বেশি সময় পর তার সেই তত্ত্বের প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। তাদের মতে, কৃষ্ণগহ্বরের চারপাশে বিশেষ ঢালু অঞ্চল রয়েছে। সুইমিংপুলে যেমন ধীরে ধীরে গভীরে যাওয়া যায়, ঠিক তেমনি কৃষ্ণগহ্বরেও নিমজ্জিত অঞ্চলের সন্ধান পাওয়া গেছে। খবর ডেইলি মেইলের।

লাইভ সায়েন্সের প্রতিবেদনে বলা হয়েছে, আইনস্টাইনের আপেক্ষিকতার সাধারণ তত্ত্বে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল যে কৃষ্ণগহ্বরের চারপাশে নিমজ্জিত অঞ্চল আলোর গতিতে তাদের মধ্যে পদার্থকে ত্বরান্বিত করবে। এখন দূরবর্তী কৃষ্ণগহ্বরের এক্স-রে পর্যবেক্ষণ তার সেই তত্ত্বকে সঠিক প্রমাণ করেছে।

আইনস্টাইন জানিয়েছিলেন, কৃষ্ণগহ্বরের আশপাশে নিমজ্জিত অঞ্চল থাকতে পারে, যেখানে মাধ্যাকর্ষণ শক্তির পরিমাণ খুব বেশি। ফলে সেখানে পদার্থ বৃত্তাকার পথ অনুসরণ করতে পারে না।

সম্প্রতি পৃথিবী থেকে প্রায় ১০ হাজার আলোকবর্ষ দূরের একটি কৃষ্ণগহ্বরকে টেলিস্কোপের মাধ্যমে পর্যবেক্ষণ করে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা কৃষ্ণগহ্বরে এমন অঞ্চলের খোঁজ পেয়েছেন। সেখানে শক্তিশালী মহাকর্ষীয় শক্তিও রয়েছে বলে প্রমাণ পেয়েছেন তারা।

কোনো পদার্থ কৃষ্ণগহ্বরের কেন্দ্রের দিকে গেলে তা ধীরে ধীরে দিগন্ত নামের এক অঞ্চলে প্রবেশ করে। সেখান থেকে আলো বাইরে আসতে পারে না। শুধু তা-ই নয়, গরম প্লাজমার উজ্জ্বল বলয়ে পদার্থগুলো চূর্ণবিচূর্ণ হয়ে যায়। আইনস্টাইনের তত্ত্বমতে, কৃষ্ণগহ্বরের চারপাশে মাধ্যাকর্ষণ শক্তি এতটাই শক্তিশালী যে কণাগুলো বাঁকা পথ ছেড়ে সরাসরি কৃষ্ণগহ্বরের গভীরে প্রবেশ করে।

জ্যোতির্বিজ্ঞানীরা পর্যবেক্ষণে আলোর গতিতে একটি কৃষ্ণগহ্বরের মুখে পদার্থের নিমজ্জিত হতে দেখেছেন। এর মাধ্যমে আবারও আইনস্টাইনের করা ভবিষ্যদ্বাণীকে সঠিক প্রমাণ করেছেন।

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ অ্যান্ড্রু মামারি বলেন, নক্ষত্রের বাইরের প্লাজমা কৃষ্ণগহ্বরের কেন্দ্রে প্রবেশের ধরন আমরা বোঝার চেষ্টা করছি। আমরা একটি কৃষ্ণগহ্বরের চারপাশে এই অঞ্চল পর্যবেক্ষণ করে আইনস্টাইনের তত্ত্বের প্রমাণ পেয়েছি। কৃষ্ণগহ্বর বেশ অদ্ভুত। সেখানে সাধারণ পদার্থবিদ্যার নিয়ম কাজ করে না।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি এটি কৃষ্ণগহ্বরের গবেষণায় একটি নববিকাশের প্রতিনিধিত্ব করে, যা আমাদের সেগুলোর চারপাশের এ চূড়ান্ত অঞ্চলটি তদন্ত করার অনুমতি দেয়। তবেই আমরা মহাকর্ষীয় শক্তিকে পুরোপুরি বুঝতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

আউটলেট ইনচার্জ পদে নিয়োগ দিচ্ছে আগোরা

স্ত্রী তালাক দেওয়ায় আব্দুর রহিমের কাণ্ড

সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ

‘শেষবারের মতো আমার ছেলের মুখটা দেখতে চাই’

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির আভাস

০৮ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১২ দল ও সমমনা জোটের সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠক

১৭১ রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠাল বিজিবি

১০

গ্রুপ ক্যাপ্টেন (অব.) খালেদ হোসাইনের নেতৃত্বে নতুন সদস্যদের গণসংহতি আন্দোলনে যোগদান

১১

গাজীপুরে প্রবাসী বিএনপি নেতা পারভেজের প্রার্থিতা ঘোষণা

১২

রোহিঙ্গা ক্যাম্পে ইমাম প্রশিক্ষণ দেবে তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন

১৩

স্বপ্নদ্রষ্টার হাত ধরে ল্যাবএইড এআইয়ের উদ্বোধন

১৪

মতবিনিময় সভায় যুব নেতারা / জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে

১৫

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে উদ্বেগ ঐক্য পরিষদের 

১৬

মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার বিমান হামলায় নিহত ৪০

১৭

আ.লীগের কর্মী-সমর্থকদের জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন হাদি

১৮

তারেক রহমানের সাক্ষাৎকারে ভুল উদ্ধৃতি সংশোধনের আহ্বান টিআইবির

১৯

‘আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

২০
X