রাফসান জানি
প্রকাশ : ২৮ মে ২০২৪, ০২:৪০ এএম
আপডেট : ২৮ মে ২০২৪, ১১:১৯ এএম
প্রিন্ট সংস্করণ
এমপি আনার হত্যা

টয়লেটে বসে টুকরো করা হয় মরদেহ

অপরাধ
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। পুরোনো ছবি
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। পুরোনো ছবি

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর মরদেহ এক ঘণ্টার বেশি সময় ফেলে রাখে খুনিরা। এরপর ফ্ল্যাটের একটি টয়লেটে চারজন মিলে টেনে নেয় মরদেহ। সেখানে বসেই মরদেহ কেটে টুকরো টুকরো করা হয়। পরে সেগুলো সাদা পলিথিনে ভরে ট্রলি ব্যাগে করে নিয়ে বিভিন্ন এলাকার খালের মধ্যে ফেলে দেয় তারা।

ভারতের মুম্বাই থেকে গ্রেপ্তার বাংলাদেশি কসাই জিহাদকে নিয়ে গতকাল সোমবার খুনের ঘটনাস্থল কলকাতার নিউ টাউনের সঞ্জিভা গার্ডেনের ওই ফ্ল্যাট এবং একটি বর্জ্যখাল পরিদর্শন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এর আগে জিহাদকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন কলকাতায় থাকা ডিবির সদস্যরা। তাকে জিজ্ঞাসাবাদের বরাতে এসব তথ্য জানিয়েছেন ডিবির কর্মকর্তারা।

কলকাতা থেকে ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার আবদুল আহাদ কালবেলাকে বলেন, আমরা আজ (সোমবার) জিহাদকে নিয়ে ঘটনাস্থলে গিয়েছি। ফ্ল্যাটের একটি টয়লেটের ভেতর বসে খুনিরা মরদেহ টুকরো টুকরো করেছিল। মাংসের টুকরা, হাড় নিয়ে যেখানে ফেলা হয়েছে, সেই খালেও গিয়েছিলাম।

তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত নিহত এমপি আনারের মরদেহের কোনো অংশ উদ্ধারের তথ্য জানাতে পারেননি তদন্ত সংশ্লিষ্টরা। এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কলকাতাজুড়ে ঝোড়ো হাওয়ার পাশাপাশি হচ্ছে ভারি বৃষ্টি। এতে খাল ও নদীতে পানির প্রবাহ বেড়ে গেছে। ১৩ মে বিলাসবহুল ওই ফ্ল্যাটে আনারকে হত্যার পর লাশ গুম করতে ১৪ মে মরদেহের টুকরোগুলো বর্জ্যখালে ফেলে হত্যার সঙ্গে জড়িতরা। গতকাল

সকাল থেকে বৃষ্টির প্রভাবে খালগুলোতে পানির প্রবাহ বাড়ছে। এতে মরদেহের কোনো অংশ উদ্ধারের সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে আসছে বলে জানিয়েছেন কলকাতায় অবস্থান করা ডিবির প্রতিনিধিদলের সদস্যরা।

ডিবির এক সদস্য জানান, সোমবার (গতকাল) খালে জাল ফেলে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধারে চেষ্টা করার কথা ছিল। কিন্তু সকাল থেকে ঝড়বৃষ্টির কারণে জলাশয়ে জাল ফেলা সম্ভব হচ্ছে না। এদিকে জিহাদকে গ্রেপ্তারের পর পশ্চিমবঙ্গ সিআইডির বরাতে খবর এসেছিল, খণ্ডিত মরদেহের কিছু অংশ কমোডে ফ্ল্যাশ করে স্যুয়ারেজ লাইনে মিশিয়ে দেওয়া হয়েছে। এ তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া সাপেক্ষে স্যুয়ারেজ লাইনে যেখানে গিয়ে মিশেছে, সেই অংশেও উদ্ধার তৎপরতা চালানো হবে।

এমপি আনার হত্যার তদন্ত করতে গত রোববার ডিএমপি ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ, ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার আবদুল আহাদ ও ওয়ারীর অতিরিক্ত উপকমিশনার শাহিদুর রহমান কলকাতা যান। প্রথম দিন তারা নিউ টাউন থানা পরিদর্শন, পশ্চিমবঙ্গ পুলিশের অতিরিক্ত মহাপরিচালক ও সিআইডির প্রধান আর রাজাশেকরনের সঙ্গে সাক্ষাৎ করেন। কলকাতা সিআইডি ও ঢাকার ডিবির কর্মকর্তারা তদন্তসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেন। গতকাল তারা গ্রেপ্তার জিহাদকে নিয়ে নিউ টাউনের ওই ফ্ল্যাট পরিদর্শন করেন। এ সময় সিআইডির সদস্যরাও সঙ্গে ছিলেন। কলকাতায় অবস্থান করা ডিবির এক কর্মকর্তা বলেন, জিহাদ তদন্ত কর্মকর্তাদের দেখিয়েছে, এমপি আনারকে কোথায়, কীভাবে হত্যা করা হয়েছে, টয়লেটে বসে কীভাবে টুকরো টুকরো করা হয়েছে। একই সঙ্গে কার কী ভূমিকা ছিল, তা জানিয়েছে জিহাদ। তার দেখানো মতো, একটি খাল ও তৎসংলগ্ন এলাকা পরিদর্শন করেছেন ডিবি এবং সিআইডির তদন্তসংশ্লিষ্টরা।

একই ঘটনা তদন্ত ও আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য গত ২৩ মে ঢাকায় আসে কলকাতা পুলিশের চার সদস্যের একটি দল। তারাও দফায় দফায় ঢাকায় গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ করছে।

গত ১২ মে চিকিৎসার কথা বলে চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর দিয়ে ভারতে যান এমপি আনার। ওইদিন সন্ধ্যায় তিনি কলকাতায় তার বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাসায় উঠেন। পরদিন দুপুরে আনার চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে গোপাল বিশ্বাসের বাসা থেকে বের হন। এরপর আর বাসায় না ফেরায় ১৮ মে কলকাতার বরাহনগর থানায় গোপাল বিশ্বাস জিডি করেন। ২২ মে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়, কলকাতার নিউ টাউনের সঞ্জীবনী গার্ডেনের একটি ট্রিপ্ল্যাক্স ফ্ল্যাটে ১৩ মে খুন হয়েছেন এমপি আনার। গত বৃহস্পতিবার মূল ঘাতক শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ সাইদকে গ্রেপ্তার করে ডিবি। তার তথ্যে গ্রেপ্তার হন তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমান। এই তিনজনকে আট দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি।

এ ছাড়া কসাই জিহাদ হাওলাদারকে ভারতের মুম্বাই থেকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার বাড়ি খুলনার দীঘলিয়ায়। এমপি আনারকে হত্যার পর তার মরদেহ গুম করার জন্য কসাই জিহাদকে ব্যবহার করে হত্যাকারীরা। শাহীনের নির্দেশে পাঁচজন মিলে আনারকে হত্যার বিষয়টি সিআইডির কাছে স্বীকার করেছে জিহাদ।

সিআইডি জানিয়েছে, নিহত এমপি আনারের পরিচয় যাতে বোঝা না যায়, সেজন্য হত্যাকারীরা তার শরীরের হাড় ও মাংস আলাদা করে ফেলে। এরপর হাড় ও মাংস টুকরো টুকরো করে কেটে সবকিছু পলিথিন ভরে ট্রলি ব্যাগে ঢোকায়। সুবিধামতো সময়ে বিভিন্নজনের মাধ্যমে টুকরোগুলো বিভিন্ন স্থানে ফেলে দেয় হত্যাকারীরা।

ঢাকার ডিবি জানিয়েছে, এমপি আনার হত্যার মাস্টারমাইন্ড তারই বাল্যবন্ধু ও ব্যবসায়িক পার্টনার আক্তারুজ্জামান শাহীন। অবৈধ স্বর্ণ কারবারের দ্বন্দ্বে আনারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ব্যবসায়িক বৈঠকের বলে আনারকে কলকাতায় ডাকেন শাহীন। তবে আনার কলকাতায় পৌঁছার আগেই তিনি ঢাকায় চলে আসেন। ডিবি জানিয়েছে, এমপি হত্যার খবরটি জানাজানির পর শাহীন ঢাকা থেকে দিল্লি, কাঠমান্ডু, দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছান। তিনি ওই দেশের নাগরিক।

এমপি আনার হত্যা মামলায় শাহীনকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে এ ঘটনায় ভারতের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে শাহীনকে ফেরানোর চেষ্টাও চলছে বলে জানিয়েছে ডিবি। শাহীন ছাড়া আরও যারা এ হত্যার সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও ইনজুরিতে ইয়ামাল

ঈদগাহের নামকরণ নিয়ে দ্বন্দ্ব, দুই গ্রামবাসীর সংঘর্ষ

খুলনায় ছেলের হাতে বাবা খুন

চাকসু নির্বাচন / ১৫ সেকেন্ডে দিতে হবে ১ ভোট

‘ভোটের অধিকার না থাকায় শ্রমজীবীরা বেশি অমর্যাদার শিকার’

এক গ্রামে ১১ জনের শরীরে মিলল অ্যানথ্রাক্সের উপসর্গ

থানায় জিডি করলেন সালাউদ্দিন টুকু

সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু

সাইফের চোখ বাঁচাতে প্রয়োজন ৩০ লাখ টাকা

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৮ রান

১০

জাতিসংঘে ড. ইউনূসের সফর গণতন্ত্র ও মানবিক সংহতির বার্তা : প্রেস সচিব

১১

বিরক্ত মেহজাবীন চৌধুরী

১২

জামায়াত অন্তত ১৬০টি আসন পাবে : সাদ্দাম

১৩

‘মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রী হয়রানির অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’

১৪

পার্বত্য অঞ্চলকে অশান্ত করে খোয়াব পূরণ হবে না : জাগপা

১৫

‘আসল শিবির হইলো আমার মা, বাড়ি এলেই জোর করে বোরকা পরায়’

১৬

উৎসবের আবহে উদযাপিত হলো টাইমস স্কয়ার দুর্গা উৎসব

১৭

অবশেষে মুখ খুললেন আরিয়ান খান

১৮

৮-৯ অক্টোবর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নিয়ে কী বলছে মাউশি

১৯

গণভবন কখনোই প্রধানমন্ত্রীর বাসভবন ছিল না : উপ প্রেস সচিব

২০
X