কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০১:৫৩ পিএম
প্রিন্ট সংস্করণ
আরও ৯ মৃত্যু

ডেঙ্গুতে পুরুষ আক্রান্ত বেশি, মৃত্যুতে নারী

ডেঙ্গুতে পুরুষ আক্রান্ত বেশি, মৃত্যুতে নারী

ডেঙ্গুতে মৃত্যু এখন অতীতের রেকর্ড ভাঙার পথে। মৌসুমের শুরুতেই লাফিয়ে বাড়ছে মৃত্যু। চলতি মৌসুমে ডেঙ্গুতে ১৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু গত ২৩ দিনেই ১২৯ জন মারা গেছেন। ৩২ হাজারের বেশি ডেঙ্গু রোগীর বেশিরভাগই পুরুষ। তবে মৃত্যুতে নারীদের সংখ্যা বেশি। এ বছর পুরুষের চেয়ে প্রায় দ্বিগুণ নারী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। চলতি মৌসুমে ডেঙ্গুতে ১০১ জন নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত সর্বশেষ ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সরকারি হিসাব মতে, গতকাল মৃত্যু হওয়া ৯ জনকে নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গুতে ১৭৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে দুই হাজার ২৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ১ হাজার ৬৪ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ২২৮ চিকিৎসাধীন। বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭ হাজার ১৭৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার ৭০টি হাসপাতালে ৪ হাজার ১৪৯ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ৩ হাজার ২৬ জন।

আক্রান্তে পুরুষ আর মৃত্যুতে নারী বেশি : মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ৩২ হাজার ৯৭৭ জন রোগীর মধ্যে ২০ হাজার ৮৯৬ জন পুরুষ আর ১২ হাজার ৮১ জন নারী। শতাংশের হিসাবে ৬৩ দশমিক ৪ শতাংশ পুরুষ আর নারী ৩৬ দশমিক ৬ শতাংশ। মৃত ১৭৬ জনের মধ্যে ১০১ নারী আর ৭৫ জন পুরুষ।

শিশু ও যুবকদের আক্রান্ত-মৃত্যু বেশি : বয়সের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২১ থেকে ২৫ বছরের মধ্যে রয়েছে ৪ হাজার ৮৪৫ জন ডেঙ্গু রোগী। ২৬ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন ৪ হাজার ৩৪৪, ১৬ থেকে ২০ বছরের মধ্যে রয়েছেন ৪ হাজার ৬৩, ৩১ থেকে ৩৫ বছরের মধ্যে ৩ হাজার ১৮৭, ১১ থেকে ১৫ বছরের মধ্যে ২ হাজার ৭৮৭, ৩৬ থেকে ৪০ বছরের মধ্যে ২ হাজার ৭০১ ও ৬ থেকে ১০ বছরের ২ হাজার ২৮৬ জন। এ ছাড়া ৫ বছরের মধ্যে ২ হাজার ১৬৭, ৪১ থেকে ৪৫ বছরের মধ্যে ১ হাজার ৬৪৭, ৪৬ থেকে ৫০ বছরের মধ্যে ১ হাজার ৪৫৮, ৫১ থেকে ৫৫ বছরের মধ্যে ১ হাজার ১৫১, ৫৬ থেকে ৬০ বছরের মধ্যে ৯১১, ৬১ থেকে ৬৫ বছরের মধ্যে ৫৬৯, ৬৬ থেকে ৭০ বছরের মধ্যে ৪০৭, ৭১ থেকে ৭৫ বছরের মধ্যে ২১৬, ৭৬ থেকে ৮০ বছরের মধ্যে ১৩৬ এবং ৮০ বছর ও তদূর্ধ্ব আরও ১০৩ জন।

মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ১৬ থেকে ২০ বছরের মধ্যে মৃত্যু হয়েছে ২০ জনের। ২৬ থেকে ৩০ বছরের মধ্যে ১৮, ২১ থেকে ২৫ বছরের মধ্যে ১৭, ৩১ থেকে ৩৫ বছরের মধ্যে ১৪ ও ৩৬ থেকে ৪০ বছরের মধ্যে ১৩ জন। এ ছাড়া ৬ থেকে ১০ বছরের মধ্যে ১২, ৫১ থেকে ৫৫ বছরের মধ্যে ১২, ১১ থেকে ১৫ বছরের মধ্যে ১১, ৬১ থেকে ৬৫ বছরের মধ্যেও ১১, ৬৬ থেকে ৭০ বছরের মধ্যে ৯ এবং ৫ বছরের নিচে ৮ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সেখানে ৩২ হাজার ৯৭৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শুধু ঢাকা মহানগরে এ পর্যন্ত ১৯ হাজার ৯৪৯ এবং ঢাকার বাইরে ১৩ হাজার ২৮ জন রোগী ভর্তি হয়েছেন।

মাস হিসাবে আক্রান্ত ও মৃত্যুর তথ্যে দেখা যায়, জানুয়ারিতে আক্রান্ত হয়েছেন ৫৬৬, ফেব্রুয়ারিতে ১৬৬, মার্চে ১১১, এপ্রিলে ১৪৩, মে মাসে ১ হাজার ৩৬, জুনে ৫ হাজার ৯৫৬, জুলাইয়ের গত ২৩ দিনে ২৪ হাজার ৯৯৯ জন। ডেঙ্গু মৃত্যুর তথ্য মাস হিসাবে বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি বছরের প্রথম মৃত্যু হয়েছে জানুয়ারি মাসে। তখন ৬ জনের মৃত্যু হয়। ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ২, মে মাসে ২, জুনে ৩৪ এবং জুলাইয়ের গত ২৩ দিনে ১২৯ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, রাজধানীর ৭২টি সরকারি-বেসরকারি ও সায়ত্তশাসিত হাসপাতালে ১৩৯ জনের মৃত্যু হয়েছে। আর ঢাকার বাইরে ৩৭ জনের মৃত্যু হয়েছে। ঢাকায় মৃতদের মধ্যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ৪৩ জন মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩২, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে ১৬, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৫, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫, ডিএনসিসি কভিড ডেডিকেটেড হাসপাতালে ৩, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ২, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ২ এবং সম্মিলিত সামরিক হাসপাতালে ও ঢাকা মহানগর শিশু হাসপাতালে ২ জন মারা গেছে।

বেসরকারি হাসপাতালের হিসাবে সবচেয়ে বেশি মারা গেছেন ধানমন্ডি স্কয়ার হাসপাতালে ৬, আজগর আলী হাসপাতালে ৫ এবং বারডেম হাসপাতাল, কল্যাণপুর ইবনে সিনা হাসপাতাল ও ইসলামী ব্যাংক সেন্ট্র্রাল হাসপাতালে ৩ জন করে মোট ৯ জন। এ ছাড়া পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ২, গ্রিন লাইফ হাসপাতালে ২, বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স জেনারেল হাসপাতাল, গুলশান ইউনাইডেট হাসপাতাল, পান্থপথ শমরিতা হাসপাতাল, বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল এবং আইচি হসপিটালে ১ জন করে আরও ৫ জন মারা গেছেন। রাজধানীর বাইরে মারা যাওয়া ৩৬ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগে ২১, ময়মনসিংহে ৪, খুলনায় ৪, বরিশালে ৩, রাজশাহীতে ২, ঢাকায় ২ ও রংপুরে ১ জন মারা গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এরদোয়ানের সবুজ সংকেত, গাজা মিশনের জন্য প্রস্তুত তুর্কি সেনা

শাহবাগের তিন জায়গায় ৩ জনের মরদেহ

মিয়ানমারে আবারও সংঘাত, সীমান্তে গোলাগুলি

এক রাতে ছয়টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

এবার ইসরায়েলে মোতায়েন হবে মার্কিন সেনা

ট্রাম্পের নোবেল না পাওয়ার কারণ জানাল শান্তি কমিটি

সেলস বিভাগে নিয়োগ দিচ্ছে রূপায়ন গ্রুপ

ডিএমপির ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে রদবদল

বিএনপির ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিতে হবে : কফিল উদ্দিন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত নজরুল / ‘যদি ফোন বন্ধ থাকে, ধরে নিও আমি বেঁচে নেই’

১০

টাইফয়েড টিকা নিয়ে জরুরি ৫ প্রশ্নের সমাধান

১১

টি ব্যাগ দিয়ে তৈরি চা কি শরীরের জন্য নিরাপদ? কি বলছেন পুষ্টিবিদ

১২

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযুক্তদের দায়মুক্তি নিয়ে যা বললেন আসিফ নজরুল 

১৩

দেশের এমবিবিএস শিক্ষায় সাইকিয়াট্রির গুরুত্ব কেন এত কম

১৪

ধানের শীষ নিয়ে টানাটানি কেন, প্রশ্ন মির্জা ফখরুলের

১৫

খাওয়া-দাওয়া কি সত্যিই সন্তান ধারণে প্রভাব ফেলে, কি বলছে গবেষণা

১৬

কলকাতায় মেসির সঙ্গে আসছেন নেইমার!

১৭

হলি রোজারি চার্চে বোমা হামলার ঘটনায় খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নিন্দা 

১৮

নামাজ আদায় না করলে অন্য আমলগুলো কবুল হবে কি?

১৯

দেশের সব বিমানবন্দরের জন্য জরুরি ১০ নির্দেশনা

২০
X