ফারহানা আফরোজ
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৭:৪১ এএম
প্রিন্ট সংস্করণ

নারীদের জন্য হজের বিধান ও করণীয়

নারীদের জন্য হজের বিধান ও করণীয়

ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম হজ। সামর্থ্যবান নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেক মুসলিমের জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ। তবে নারীদের হজ পালনের বিধান, নিয়মকানুন ও করণীয় কিছু বিশেষ বৈশিষ্ট্য ও নিয়ম দ্বারা নির্ধারিত। কারণ নারী জাতির প্রকৃতি, সম্মান এবং নিরাপত্তা ইসলামে বিশেষ গুরুত্ব পেয়েছে। তাই হজের ক্ষেত্রেও ইসলামী শরিয়ত নারীকে কিছু ভিন্ন নির্দেশনা দিয়েছে, যা জানা ও পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বর্তমান সময়ে নারীদের হজে অংশগ্রহণের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই নারীদের জন্য নির্ধারিত হজের বিধান ও করণীয় বিষয়ে সচেতনতা সৃষ্টি করা এবং যথাযথভাবে তা পালন করা আজ সময়ের দাবি।

নারীদের জন্য হজের ফরজ বিধান

নারীদের জন্যও হজ ঠিক তেমনি ফরজ, যেমন পুরুষদের জন্য। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘মানুষের মধ্যে যার সামর্থ্য রয়েছে, তার ওপর আল্লাহর জন্য কাবাঘর পর্যন্ত হজ করা ফরজ।’ (সূরা আল-ইমরান: ৯৭)। হজ ফরজ হওয়ার জন্য নারীর ক্ষেত্রেও মৌলিক শর্তসমূহ পুরুষদের মতো একই—ইসলাম ধর্ম গ্রহণ করা; বালেগ বা প্রাপ্তবয়স্ক হওয়া; শারীরিক ও আর্থিক সামর্থ্য থাকা ও নিরাপদ সফরের সুযোগ থাকা। তবে নারীদের জন্য অতিরিক্ত একটি শর্ত রয়েছে—হজের সফরে মাহরাম (পুরুষ সঙ্গী, যার সঙ্গে বিয়ে বৈধ নয়) থাকা। এ শর্তের মাধ্যমে ইসলামে নারীর সম্মান, নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা হয়েছে।

মাহরাম ছাড়া নারীর হজ

ইসলামী শরিয়তের গুরুত্বপূর্ণ নির্দেশনা হলো—নারী মাহরাম ছাড়া দূর সফরে যেতে পারবে না। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোনো নারী যেন মাহরাম ছাড়া সফর না করে, এটা তার জন্য বৈধ নয়।’ (সহিহ বুখারি, সহিহ মুসলিম)। অতএব নারীর হজের জন্য মাহরাম থাকা আবশ্যক। মাহরাম বলতে সেই পুরুষকে বোঝায়, যার সঙ্গে চিরকাল বৈবাহিক সম্পর্ক হারাম, যেমন—পিতা, ভাই, পুত্র, চাচা, মামা ইত্যাদি। স্বামীও নারীর মাহরাম।

তবে বর্তমান সময়ে সৌদি সরকার নির্দিষ্ট বয়সের (৪৫ বছরের বেশি) নারীদের দলবদ্ধভাবে নির্ভরযোগ্য পরিচালকের অধীনে মাহরাম ছাড়া হজে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে। অনেক আলেম একে বিশেষ পরিস্থিতির বিধান বলে মেনে নিয়েছেন, তবে ইসলামী মূলনীতির দৃষ্টিকোণ থেকে মাহরাম ছাড়া নারীর সফর নিরুৎসাহিত করা হয়। নিরাপত্তা ও সম্মান রক্ষাই এ বিধানের মূল উদ্দেশ্য।

নারীদের হজের প্রস্তুতি

নারীদের হজের প্রস্তুতির বিষয়টি অনেক সূক্ষ্ম ও গুরুত্বপূর্ণ। শারীরিক, মানসিক ও ধর্মীয় প্রস্তুতির পাশাপাশি কিছু বিশেষ বিষয় মাথায় রাখতে হবে

১. ধর্মীয় জ্ঞান অর্জন: হজের ফরজ, ওয়াজিব, সুন্নাত ও মুস্তাহাব আমলসমূহ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিতে হবে। বিশেষত নারীদের জন্য প্রযোজ্য বিধান যেমন—ইহরাম অবস্থায় করণীয়, মাসিক চলাকালে করণীয় ইত্যাদি বিষয়ে পরিষ্কার ধারণা রাখা জরুরি।

২. শরীর চর্চা ও স্বাস্থ্য রক্ষা: হজের সফর অত্যন্ত কষ্টসাধ্য। তাই আগেভাগে হাঁটার অনুশীলন, সহনশীলতা বাড়ানো ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা উচিত।

৩. সামাজিক ও পারিবারিক প্রস্তুতি: হজের সময় সন্তান বা পরিবারের দায়িত্ব কারা নেবে, সেই পরিকল্পনা আগেই করতে হবে। পরিবারের সহযোগিতাও জরুরি।

৪. পোশাক ও পর্দা ব্যবস্থা: ইসলামী শরিয়তের অনুসারে ঢিলেঢালা, শালীন ও আরামদায়ক পোশাক সঙ্গে রাখতে হবে। ইহরামের সময় নারীরা মুখমণ্ডল ঢাকবে না, তবে প্রয়োজনে মাথায় ওড়না দিয়ে ঢেকে রাখা যেতে পারে।

৫. চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ: নিজের প্রয়োজনীয় ওষুধ ও জরুরি চিকিৎসা সামগ্রী সঙ্গে নিতে হবে। বিশেষ করে যাদের নির্দিষ্ট শারীরিক সমস্যা রয়েছে, তাদের বাড়তি সতর্ক থাকতে হবে।

নারীদের জন্য ইহরাম

নারীর ইহরাম সহজ। নির্দিষ্ট কোনো রঙের পোশাকের বাধ্যবাধকতা নেই। সাদা পোশাক উত্তম হলেও অন্য রঙের শালীন ও পর্দার উপযোগী পোশাক পরিধান করা বৈধ। নারী ইহরামের সময় মুখ ও হাত (তলা পর্যন্ত) প্রকাশ রাখবে। তবে পরপুরুষের সামনে মুখ ঢাকতে চাইলে ওড়না বা কাপড় দিয়ে ঢেকে রাখতে পারে, যেন কাপড় সরাসরি মুখের সঙ্গে না লাগে। ইহরাম বাঁধার স্থান (মিকাত) পৌঁছানোর পূর্বে ইহরামের নিয়ত করতে হয় এবং তালবিয়া পড়তে হয়।

নারীদের তাওয়াফ ও সাঈ

হজের গুরুত্বপূর্ণ রুকন হলো কাবার তাওয়াফ। নারীদের তাওয়াফের ক্ষেত্রেও কয়েকটি করণীয় মনে রাখা জরুরি—ভিড় কম থাকলে অংশগ্রহণ করা উত্তম; ভিড়ের সময়, বিশেষ করে পুরুষদের ভিড়ে নিজেকে নিরাপদ রাখতে সতর্ক থাকতে হবে। হজের সময় নারীদের জন্য কাবা শরিফের কাছাকাছি স্থান ছাড়াও ওপর তলার তাওয়াফ স্থান ব্যবহার করা যেতে পারে।

সাঈ (সাফা-মারওয়া প্রদক্ষিণ) নারীদের জন্যও ফরজ। তবে তারা দৌড়াবে না, বরং স্বাভাবিকভাবে হেঁটে সাঈ সম্পন্ন করবে।

মাসিক অবস্থায় নারীর করণীয়

নারীর প্রকৃতিগত বৈশিষ্ট্য অনুযায়ী হজের সময় মাসিক (হায়েয) হতে পারে। এ বিষয়ে ইসলামে সুন্দর বিধান রয়েছে। মাসিক অবস্থায় নারী নামাজ ও তাওয়াফ করতে পারবে না। তবে অন্যান্য হজের কর্মসূচি যেমন—তালবিয়া পড়া, জিকির, দোয়া, সাঈ ইত্যাদি করতে পারবে। ফরজ তাওয়াফ (তাওয়াফে ইফাদা) পবিত্র অবস্থায়ই করতে হবে। প্রয়োজনে হজ মিশনে থাকা ডাক্তারের পরামর্শে ঋতুস্রাব বিলম্বিত করার ব্যবস্থা নেওয়া যেতে পারে। যদি মাসিক অবস্থায় ফরজ তাওয়াফের সময় আসে এবং দেরি করা সম্ভব না হয়, তবে ইসলামিক ফতোয়ার মাধ্যমে সমাধান নেওয়া উচিত।

নারীদের মিনা, আরাফাত ও মুজদালিফায় অবস্থান

হজের সময় মিনা, আরাফাত ও মুজদালিফায় অবস্থান করতে হয়। নারীদের জন্য করণীয় হলো—নিরাপত্তা বজায় রেখে দলবদ্ধভাবে থাকা; আরাফাতের দিনে দোয়া ও ইবাদতে অধিক মনোযোগ দেওয়া; রাতের বেলা নিরাপত্তার খেয়াল রেখে মুজদালিফায় অবস্থান করা।

জামারাতে (শয়তানকে পাথর নিক্ষেপ) সময় ভিড় এড়িয়ে নির্ধারিত সময়ের কিছু পরে পাথর মারা উত্তম, যাতে ভিড় কমে যায়। শারীরিক দুর্বলতার ক্ষেত্রে কাউকে প্রতিনিধি বানিয়ে পাথর নিক্ষেপ করানোও শরিয়তসম্মত।

নারীদের জন্য করণীয় কিছু গুরুত্বপূর্ণ দিক

পবিত্র ভূমিতে ইবাদত ও ভ্রাতৃত্বের চর্চা করা, ধৈর্য ও সহনশীলতা দেখানো। ভিড়ের মধ্যে শৃঙ্খলা রক্ষা করা, অন্যের কষ্ট না করা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি যত্নবান হওয়া। প্রতিটি হজের কর্মসূচি যথাসময়ে সম্পন্ন করার চেষ্টা করা। সময়ের অপচয় না করা। হজের সময় দুনিয়ার চিন্তা দূরে সরিয়ে দিয়ে ইবাদত ও আল্লাহর সন্তুষ্টি অর্জনে মনোনিবেশ করা।

লেখক: কলামিস্ট ও ব্যাংকার

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপদ অভিবাসন ও ন্যায্য নিয়োগের জন্য ‘ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম (ওইপি)’ উদ্বোধন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ 

ন্যায়ভিত্তিক ও নারীবান্ধব সমাজ গঠনে সবাইকে কাজ করতে হবে : পরিবেশ উপদেষ্টা

শেখ হাসিনার রায় নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

বাংলায় জন্ম, তবু শুদ্ধ উচ্চারণে ব্যর্থ কেন

ভারতের সঙ্গে যুদ্ধের ঝুঁকি এখনো রয়ে গেছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

নির্বাচন বিলম্ব করতে এখনো ষড়যন্ত্র চলছে : আমীর খসরু

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতের স্কোয়াড নিয়ে মিলল আভাস

সময় না থাকলেও পুরুষদের জন্য কেন ব্যায়াম করা জরুরি

ভারতের বিধ্বস্ত যুদ্ধবিমানের নতুন ছবি-ভিডিও প্রকাশ, জানা গেল কারণ

১০

যাত্রীবাহী গাড়ি থেকে বিপুল জাটকা জব্দ

১১

ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু, পুলিশের দাবি ‘শ্বাসকষ্ট’

১২

পিরিয়ডে পেটব্যথা, কমবে ভেষজ চায়ে

১৩

জামায়াত ফ্যাসিবাদবিরোধী দৃশ্যমান কিছুই করেনি : মির্জা ফখরুল

১৪

সুষ্ঠু নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রস্তুত: ইসি সানাউল্লাহ

১৫

সাকিবকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন তাইজুল

১৬

কারিশমার সাবেক স্বামীর সম্পত্তি নিয়ে নতুন বিতর্ক

১৭

ফের ভূমিকম্প, উৎপত্তিস্থল বাইপাইল

১৮

ইনিংস ঘোষণা বাংলাদেশের, জিততে বিশ্ব রেকর্ড গড়তে হবে আয়ারল্যান্ডকে

১৯

জেলেনস্কিকে আলটিমেটাম দিলেন ট্রাম্প

২০
X