স্ত্রী-সন্তান, ভাইবোনসহ আত্মীয়স্বজনদের নিয়ে নির্বাচনী মাঠে প্রচার চালিয়ে যাচ্ছেন ফেনী-২ আসনের নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। গতকাল শনিবার ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভায় তারা অংশ নেন। এ ছাড়া তার নির্বাচনী প্রচারে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ থেকে ৩৮ জন নিকটাত্মীয় এতে অংশ নিচ্ছেন।
দুপুরে ফেনী সদর উপজেলার ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী পথসভায় নিজাম হাজারী বলেন, নির্বাচন কেন্দ্র করে লন্ডন থেকে এসেছেন ছোট ভাই আব্বাস হাজারী ও জেঠাতো ভাই কুতুব হাজারী। পরিবারের সবাইকে নিয়ে আপনাদের কাছে ভোট ভিক্ষা চাইতে এসেছি। নির্বাচনের পরপরই ফাজিলপুরে দেড়শ কোটি টাকার উন্নয়ন কাজ শুরু হবে।