গ্যাস সংকটের কারণে বিপাকে পড়েছে টঙ্গী এলাকার শিল্পকারখানাগুলো। পণ্য উৎপাদন অব্যাহত রাখতে গিয়ে জ্বালানি খরচ জোগাতে ভর্তুকি দিতে হচ্ছে মালিকদের। একই সঙ্গে রান্না আর পরিবহনের গ্যাসস্বল্পতাও এসব এলাকার দীর্ঘদিনের সমস্যা। তার ওপর বিষফোড়া অবৈধ সংযোগ। যদিও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ চলছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। উৎপাদন অব্যাহত রাখতে জ্বালানি খরচ জোগাতে গিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়ছে টঙ্গীর শিল্পপ্রতিষ্ঠানগুলো। নিয়মিত বিল পরিশোধ করেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। তীব্র গ্যাস সংকটের মধ্যেই সাভার ও আশুলিয়ায় রাতের আঁধারে চলছে অবৈধ গ্যাস সংযোগ। এরই মধ্যে দুই এলাকায় ১৮৯টি অবৈধ গ্যাস সংযোগের তালিকা করা হয়েছে। গ্যাস সংকটের কথা অস্বীকার করে সরবরাহ কম থাকলে তা সংশ্লিষ্টদের জানাতে বলেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চলছে বলে জানান তারা। শুধু আশার কথা না বলে, দ্রুততম সময়ের মধ্যে জ্বালানি সংকট দূর করার দাবি ভুক্তভোগী এলাকার কারখানা মালিক ও স্থানীয়দের। টঙ্গী তিতাস গ্যাস বিক্রয় ও বিতরণ কেন্দ্রের প্রকৌশলী ব্যবস্থাপক (জোবি টঙ্গী অঞ্চল) সৈয়দ আনোয়ারুল আজিম কালবেলাকে বলেন, যেসব অবৈধ লাইন বাসা বাড়িসহ বিভিন্ন কলকারখানা রয়েছে, তিতাসের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে তারা নিয়মিত অভিযান এর আগে চালিয়েছেন। এসব অভিযান অব্যাহত থাকবে। অচিরেই এ সমস্যার সমাধান হয়ে যাবে।